সরকারি প্রকল্প

Swasthya Sathi – স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম আরও সহজ হল, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডার এবার সবাই পাবে।

রাজ্যের সকল নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে Swasthya Sathi বা স্বাস্থ্যসাথী কার্ডের সূচনা করা হয়েছিল। গত ৩০ শে ডিসেম্বর ২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন। এই কার্ডের মাধ্যমে পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য খরচা দেওয়া হবে। একটি কার্ডেই পরিবারের সকলেই চিকিৎসার খরচ পাবেন। বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে Swasthya Sathi প্রকল্পে রাজ্যের ২ কোটি ৩০ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। পরিবারের সবচেয়ে বয়স জ্যেষ্ঠ মহিলার নামে এই কার্ড তৈরি করতে হবে, এই নিয়মটি বাধ্যতামূলক। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে ২,২০০ র বেশি হসপিটালে এই চিকিৎসা পরিষেবা আপনারা পাবেন। রাজ্যের ৯০% নাগরিক এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত।

Swasthya Sathi কার্ড এর নতুন আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

পশ্চিমবঙ্গের নাগরিকদের জীবন কল্যাণময় করে তোলার জন্য রাজ্য সরকারের তরফে – স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, বিধভা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সকল প্রকল্প চালু করা হয়েছে। এই সকল কিছুর মধ্যে Swasthya Sathi অন্যতম। এই স্বাস্থ্য সাথী কার্ড যেই সকল মহিলার কাছে আছে তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন বলে সরকারের তরফে সিদ্ধান্ত জানানো হয়েছিল।

Swasthya Sathi কার্ডে কারা আবেদন করতে পারবেনঃ-
১) যেই সকল পরিবার সরকারি চাকরি করেন না তারা এই আবেদনের যোগ্য।
২) যেই সকল বাড়িতে কোন মহিলা আছে, সে – মা, বোন এর নামে এই কার্ড বানাতে হবে।
৩) এর আগে যারা রাজ্য বা কেন্দ্র সরকারি কোন স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান না, তারা এই আবেদন করতে পারবেন।

Bhabishyat Credit Card (ভবিষ্যৎ ক্রেডিট কার্ড)

৪) এই কার্ডের মাধ্যমে রাজ্যের সকল পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য, এই পরিষেবা সম্পূর্ণ ক্যাশলেস সুবিধা। আর শুধু মাত্র সরকারি হাসপাতালই নয়, নির্দিষ্ট কিছু প্রাইভেট হাসপাতালেও এই কার্ডের মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
৫) বর্তমানে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পে এই Swasthya Sathi কার্ডের জন্য আবেদন করা হচ্ছে কিন্তু আরও এক সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।

Swasthya Sathi কার্ড সহজে কি করে আবেদন করবেনঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনারা বাড়ি বসে এই আবেদন করতে পারবেন।
২) www.swasthyasathi.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) Apply Online এ ক্লিক করতে হবে।
৪) Online Application For Swasthya Sathi Card এই অপশনে যেতে হবে।

Swasthya Sathi কার্ডের আরও কিছু তথ্য।

Aadhaar Card – সকল আধার কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ দিলো UIDAI, দেখে নিন বিস্তারিত তথ্য।

৫) আপনাকে নিজের মোবাইল নম্বর লিখে দিতে হবে।
৬) OTP আপনার মোবাইলে পাঠানো হবে এবং সেটা লিখে আপনাকে সাবমিট করে দিতে হবে।
৭) এরপরে যেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি খুলবে সেখানে আপনার সকল তথ্য লিখে দিলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে।
৮) এরপরে আপনার মোবাইলে এই সম্পর্কে সকল তথ্য দিয়ে দেওয়া হবে।

Swasthya Sathi কার্ড পেলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া সহজ হয়ে যাবে আর সকলেই জানেন এই প্রকল্প পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে নজর কেড়েছে। তাই যত দ্রুত সম্ভব দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন। এই আবেদন পদ্ধতি সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা পাবেন প্রতি মাসে 2500 টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button