চাকরির খবর

Union Bank Of India – ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

Union Bank Of India একটি সনামধন্য ব্যাংক। এই ব্যাংকে মাঝে মাঝেই বিজ্ঞপ্তির মাধ্যামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়। সেই ধারা বজায় রেখে এবারও এই ব্যাংকের তরফ থেকে নিজেদের সকল ব্রাঞ্চে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ থেকে ১০৩ বছর আগে ১১ ই নভেম্বর ১৯১৯ সালে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইতে এর প্রতিষ্ঠা হয়েছিল। ইউনিয়ন ব্যাংক হল দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলির মধ্যে অন্যতম। এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে এই ব্যাংকের দেশ জুড়ে ৭৫ হাজারেরও বেশি কর্মচারী রয়েছে।

Union Bank Of India তে কর্মী নিয়োগের তথ্য জেনে নিন।

Union Bank Of India র তরফে ২০২৩ সালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু নিজেদের ১২ কোটির বেশি গ্রাহকদের উচ্চমানের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বারের নিয়োগে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে আবেদনের পদ্ধতি, বয়স, যোগ্যতা নিয়ে আলোচনা করতে চলেছি।

1 টাকার কয়েন কি আদৌ বৈধ, নিজেদের সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় সরকার।

Union Bank Of India চিফ ম্যানেজার পদে নিয়োগের তথ্যঃ-
১) ICAI – Institute Of Chartered Accountants Of India এই সংস্থার মেম্বার হওয়া বাধ্যতামূলক। এর আগে CA – Chartered Accountant পদের অভিজ্ঞতা থাকতে হবে।
২) ২৫ – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

৩) জাতির শংসাপত্র থাকলে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
৪) ৭৬ – ৯০ হাজারের মধ্যে মাসিক বেতন হতে পারে।
Union Bank Of India সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের তথ্যঃ-
১) এই পদে আবেদনের জন্য স্নাতক পাশ হতে হবে।

২) এর আগে কোন আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) ২৫ – ৩৫ বয়সের মধ্যে আবেদন করতে হবে। SC, ST বা অন্য সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সে ছাড় পাওয়া যাবে।
৪) ৬৩ – ৭৩ হাজারের মধ্যে মাসিক বেতন হতে চলেছে।
Union Bank Of India ম্যানেজার পদে নিয়োগের তথ্যঃ-

১) স্নাতক পাশেরা এর জন্য আবেদন করবেন।
২) ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্রেসাররা আবেদন করতে পারবেন না।
৩) ২২ – ৩৫ এর মধ্যে বয়স থাকতে হবে।
Union Bank Of India আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-

১) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
২) সকল পরীক্ষার প্রমানপত্র থাকতে হবে।
৩) অভিজ্ঞতার প্রমানপত্র লাগবে।
Union Bank Of India আবেদনের প্রক্রিয়াঃ-

১) www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এর পরে Recruitment অপশনে ক্লিক করতে হবে।
৩) Apply বাটনে ক্লিক করতে হবে।
৪) নিজের মোবাইল নাম্বার বা ই – মেল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

৫) অনলাইনে যেই আবেদন পত্র খুলবে সেটা নির্ভুলভাবে ফিল করতে হবে।
৬) পূর্বে উল্লেখিত সকল নথিপত্রের সফট কপি আপনাকে আপলোড করতে হবে।
৭) এর পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৮) ফর্ম ফিল করার সময় আবেদন মূল্য আপনাকে জমা করতে হবে।

৯) পরীক্ষা ও মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। পূর্বে উল্লেখিত সকল পদ ছাড়াও যোগ্যতা অনুসারে আরও পদে নিয়োগ হতে পারে।
১০) OBC প্রার্থীদের আবেদনের জন্য ৮৫০ টাকা।
১১) SC, ST এছাড়াও অন্যদের ১৫০ টাকা মূল্য জমা করতে হবে।
১২) ১২/০২/২০২৩ পর্যন্ত এই পদের জন্য আবেদন গৃহীত হবে। আর দেরি না করে শীঘ্রই আবেদন করুন।

Post Office মাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।

এই নিয়োগের বিষয়ে আপনাদের মুল্যবান মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। আমাদের প্রকাশিত প্রতিবেদন পড়ার জন্য ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button