চাকরির খবর

WB Police Recruitment – বহুদিন পর রাজ্যে বিপুল সংখ্যক পুলিশ কর্মী নিয়োগ। জেনে নিন আবেদন পদ্ধতি।

পশ্চিমবঙ্গে অনেক দিন পর ফের সরকারি চাকরির সুযোগ, এইবার WB Police Recruitment অর্থাৎ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগামী ২৩ শে এপ্রিল থেকে এই আবেদন গ্রহণ করা শুরু হতে চলেছে। রাজ্যের মধ্যে অনেকের ইচ্ছে থাকে যে তারা পুলিশে চাকরি করবেন সেই সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর শোনানো হল রাজ্য সরকারের তরফে। কিন্তু সকলের জেনে রাখা ভালো এইবারের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা পুলিশ কনস্টেবল পদে পুলিশ নিয়োগ করা হবে।

WB Police Recruitment পশ্চিমবঙ্গে ফের সরকারি চাকরি পাওয়ার সুযোগ।

১৮৬১ সালে পশ্চিমবঙ্গ পুলিশের স্থাপনা করা হয়েছিল, বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে সমগ্র রাজ্যে এই পুলিশের ৪৪৪ টি থানা রয়েছে এবং রাজ্যের প্রায় ৯০ শতাংশের বেশি নাগরিকদের পরিষেবা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে।, রাজ্যের মুখ্যমন্ত্রীই রাজ্যের পুলিশ মন্ত্রী এই কথা আমরা সকলেই জানি। আজকের এই প্রতিবেদনে আমরা WB Police Recruitment এর আবেদনের পদ্ধতি, যোগ্যতা, বয়স সম্পর্কে আলোচনা করতে চলেছি। WBPRB – West Bengal Police Recruitment Board এর তরফে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মোট ১৪০০ এর বেশি পদে কর্মী নিয়োগ করা হবে।

WB Police Recruitment আবেদনের যোগ্যতাঃ-
১) ১৮ – ৩০ বছর বয়সের মধ্যে সকলে এই আবেদন করতে পারবেন।
২) SC, ST, OBC প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
৩) ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন হতে চলেছে।

৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে।
৫) বাংলা ভাষা লেখা, পড়া ও বুঝতে পারা বাধ্যতামূলক।
WB Police Recruitment আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিনঃ-
১) অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।

২) WBPRB এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৩) www.prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে।
৪) ১৫০ টাকা ও অতিরিক্ত ২০ টাকা মোট ১৭০ টাকা জমা দিতে হবে আবেদন করতে হলে।
৫) কিন্তু SC, ST প্রার্থীদের এই নিয়ে কোন টাকা দিতে হবে না।

WB Police Recruitment নিয়ে আরও কিছু বিস্তারিত তথ্য।

এবার বাড়িতে বসেই আধার কার্ড, এদিক ওদিক না ঘুরে জেনে নিন সহজ উপায়।

৬) ২৩ শে এপ্রিল ২০২৩ থেকে ২২ মে ২০২৩ পর্যন্ত এই আবেদন করা যাবে।
৭) পরীক্ষা ও ফিজিক্যাল টেস্ট কবে নেওয়া হবে সেটি আপনাকে মেসেজ বা ই মেল করে জানিয়ে দেওয়া হবে।
৮) এই বিষয়ে আরও জানতে হলে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

WB Police Recruitment নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Job Recruitment in WB – রাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, সর্বোচ্চ বেতন 1 লাখ 44 হাজার 200 টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button