সরকারি প্রকল্প

Swasthya Sathi Card – স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহকদের রাজার কপাল, ফ্রিতে পাবেন। দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সকল নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এই Swasthya Sathi Card কার্ডের সূচনা করা হয়েছিল। ৩০ শে ডিসেম্বর ২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শুভ সূচনা করেন। এই কার্ডের মাধ্যমে পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার জন্য খরচা দেওয়া হবে। একটি কার্ডেই পরিবারের সকলেই চিকিৎসার খরচ পাবেন। বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে Swasthya Sathi প্রকল্পে রাজ্যের ২ কোটি ৩০ লক্ষ পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। পরিবারের সবচেয়ে বয়স জ্যেষ্ঠ মহিলার নামে এই কার্ড তৈরি করতে হবে, এই নিয়মটি বাধ্যতামূলক। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে ২,২০০ র বেশি হসপিটালে এই চিকিৎসা পরিষেবা আপনারা পাবেন। রাজ্যের ৯০% নাগরিক এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত।

Swasthya Sathi Card Holders Get Benefit Upto 25k.

পশ্চিমবঙ্গের নাগরিকদের জীবন কল্যাণময় করে তোলার জন্য রাজ্য সরকারের তরফে – স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, বিধভা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সকল প্রকল্প চালু করা হয়েছে। এই সকল কিছুর মধ্যে Swasthya Sathi Card অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল নাগরিকেরা বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা করানোর সুযোগ পেয়েছেন। এছাড়াও রাজ্যের সকল গরিব ও মধ্যবিত্ত নাগরিকেরা এই প্রথমবারের জন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পেয়েছেন।

স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে রাজ্যের সকল নাগরিকেরা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাবেন এবং এর ফলে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর হার অনেকটাই কম হয়েছে (Swasthya Sathi Card). এর অতিরিক্ত স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সকল নাগরিকেরা বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি শারীরিক টেস্টও করানোর সুযোগ পাওয়া যায়। কিন্তু এতদিন মাত্র ৫ হাজার টাকা পর্যন্তই এই সুযোগ পাওয়া যেত।

কিন্তু বর্তমানে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিক্যাল টেস্ট করানোর সুবিধা পাবেন রাজ্যের নাগরিকেরা Swasthya Sathi Card এর মাধ্যমে। রক্তপরীক্ষা, ECG – Electrocardiogram, ECO Cardiogram এছাড়াও আরও প্রয়োজনীয় কিছু শারীরিক পরীক্ষা আপনারা করাতে পারবেন, কিন্তু এই সকল পরীক্ষার সুযোগ শুধুমাত্র NABH – National Accreditation Board For Hospitals দ্বারা স্বীকৃত ল্যাবরেটরি থেকে আপনারা এই সুবিধা পাবেন।

যদিও অনেক চিকিৎসা বিশেষজ্ঞদের মত অনুসারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ল্যাব এর কাছে এই স্বীকৃতি আছে। Swasthya Sathi Card এর মাধ্যমে হৃদয়ের রোগ ও হাড়ের রোগের চিকিৎসার ক্ষেত্রে বেশি টাকা দেওয়া হবে। এছাড়াও হার্ট অ্যাটাকের ক্ষেত্রে স্টেন বসানোর জন্যও রোগীদের আর্থিক সাহায্য করা হবে। এর ফলে কয়েক কোটি মানুষ উপকৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Summer Vacation 2023 – অবশেষে স্কুল ছুটির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হল, জেনে নিন কবে থেকে এবং কতদিন গরমের ছুটি।

Swasthya Sathi Card এর এই নতুন সুবিধা সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Gold Jewellery – বাড়িতে সোনা থাকলেই বিনা পরিশ্রমে হাতে আসবে টাকা, সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের এই স্কিম।

Related Articles

23 Comments

  1. কোন কোন ল্যাবরেটরি তে এই সুযোগ পাওয়া যাবে তার লিস্ট টা যদি পাওয়া যায় তবে ভালো হয়। আর এই টেস্ট গুলো করার নিয়ম যদি পাওয়া যায় ভালো হয়।

  2. Amar meyer age 08 year name mahek parvin. amar meyer moya moya osukh hoyeche ami bangaluru niye giyechilam (NIMHANS)sekhane Swasthya Sathi card cholbena bollo.

  3. Abhijit roy
    I had bad experience with this card,because last 10th mar’23 myself attacked heart and family member get nervousnurvvou,my Nearest hospital care cocern hospital and they are forced to paid 55000/- immediately & denied to take sasthyasathi card,and very next day my family member decided to get rid of this financial pressure,got admitted SSKM &really happy with the treatment ment SSKM.

  4. Swasthya sathi card introduced my TMC Suprimo and Hon’nle C. M Ms Mamta Banerjee for West Bengal Citizens to get free treatments upto 5 Lakh for each family members is a terrific steps towards free treatment of poor citizens of w. B who don’t have money to go for a expensive treatment of deadly diseases…

  5. নমস্কার, খুব সুন্দর লিখেছেন। বাস্তবায়ন সম্ভব হলে দেশের মানুষের কল্যাণ হবে।
    নমস্কার ,আপনাদের সহ সরকারকে বারবার নমস্কার, ধন্যবাদ।

  6. আমি বাঙালি আমি বাংলায় গর্বিত দিদি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে কাজ করে চলেছেন তার যতগুলো প্রকল্প চালু আছে সেটা পুরো ভারতবর্ষের মধ্যে কোন প্রদেশের মধ্যে বা কোন রাজ্যের মধ্যে নেই। যদি কোনো রকম দিদি ভোটে হেরে যায় তো এই পশ্চিমবাংলার মানুষকে কান্না করতে হবে আর সেদিন পশ্চিমবাংলার জনগণ কোন পথ খুঁজে পাবে না বাকি এই বিজেপি এসব প্রকল্পগুলোকে তুলে দেবে। আর তারা হিন্দু মুসলমান এবং এনআরসি চালু করার জন্য বাধ্য করবে প্রত্যেক মানুষকে সে হিন্দু হোক বা মুসলিম হোক এটাই তাদের নীতি কারণ তারা শুধু নিজের স্বার্থটা বোঝে জনগণের নয় আর পশ্চিমবাংলার বুকে শান্তিটুকু আর থাকবে না বর্তমানে এখন যেমন উত্তর প্রদেশ বিহার বাকি অন্যান্য রাজ্যগুলিতে যেভাবে বিজেপি অন্যায় অত্যাচার করছে সেই ভাবে এই পশ্চিমবাংলার বুকে অন্যায় অত্যাচার চলবে।যদি তারা সত্তার মধ্যে চলে আসে এটা আমি লিখে দিতে পারি তাই আমি বলি পশ্চিমবঙ্গের মানুষের আপনারা ভুল করেও ভুল পথে হাঁটবেন না। যদি আপনারা নিজের ভালো চান জয় দিদির জয় বাঙালির জয় বাংলা

  7. জরুরী হার্ট অ্যাটাকের রোগীর জন্য যার একটি অস্ত্রোপচার করতে হবে এবং স্টেন্ট দ্বারা নিরাময় হবে, হাসপাতাল এটি অনুমোদন করতে 3 দিন সময় নেয়। সে ক্ষেত্রে কি করা উচিত?

  8. Sabi tho porlam. Kinta samabathi prokolpor taka aaj o abdhi Pelham na. Karon ta bolle bhalo hoi. Ami Kharagpur municipality under e thaki. Ward 25

  9. My only girl child chandni Banerjee is suffering autism with rett syndrome, unable to speak, visually handicapped and hearing impaired a beat ,at present she is suffering cavity on her left upper muller no 3 & 4 , without G A it’s not
    Possible as per doctors advice and they demand 35,000/- to 60,000/- . We have swastha Sathi card , but they are not agree with us. PLEASE HELP TO MY CHILD

  10. You can contact Hospital like Institute of Child Health, Kolkata for Upper Molar problem, as well as autism, hearing problem, speaking issue etc.
    Institute of child Health is the best institute for child which is a government institute.

  11. I can’t move out of home, so if a ‘swasthasathi’ card may be allotted to me for I am a COPD patient somehow then I shall be very happy, a vy gdmorn, ma’am, the C.M,

  12. Govt. should publish the brochure consisting the name of hospitals/nursing home accepting the card, as in the mediclaim policy, to avoid harrassment. Otherwise, success rate of the scheme will be very poor.
    Administration may look into the matter.

  13. Dear mamta didi, I love your all projects n new thinking about west bengal. But Iam sorry about to say on this sasthwa sathi card . west Midnapore scan center is NABL certified lab. But they are not ready to do the tests of my mother aged 76yrs. I asked them ,why they are not taken swasthya sathi card?
    They are speechless.

  14. I Sri Gorachand Chakraborty is applied for swasthya sathi card whose adhar number is 460852332361. Kindly do the needful action immediately . With best regards.

  15. Kindly help me by given the swasthya sathi card whose adhar number is 460852332361.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button