টেকনোলজি

Aadhaar Card Update – আধার কার্ডে এই আপডেট গুলি করা অত্যন্ত প্রয়োজনীয়, নইলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

আধার কার্ড হল সকল ভারতীয় নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র, তাই আমাদের সর্বদা উচিত Aadhaar Card Update করে রাখা। ২৯ শে সেপ্টেম্বর ২০১০ সালে UIDAI – Unique Identification Authority Of India র অধীনে এই আধার কার্ড এর সূচনা করা হয়। ভারত সরকারের মূল পরিকল্পনা ছিল দেশব্যাপী সকল নাগরিকদের একটি পরিচয়পত্র তৈরি করা। আজকে আমরা আধার কার্ডে কিছু আপডেট করার কথা বলতে চলেছি।

Aadhaar Card Update নিয়ে কিছু অজানা তথ্য।

বর্তমানে সকল সরকারি ও বেসরকারি পরিষেবা পাওয়ার জন্য এই আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই কারণের জন্যই আমাদের সর্বদা Aadhaar Card Update করে রাখা জরুরি। আধার কার্ড তৈরি হয়ে গেলে অনেক সময় দেখা যায় নাম, ঠিকানা, জন্মের তারিখ এছাড়াও আরও অনেক ভুল হয়ে থাকে। এই ভুল সঠিক সময়ে ঠিক না করানো হলে ভবিষ্যতে আমাদের সকল ধরণের পরিষেবা পেতে সমস্যা হতে পারে।

LIC Jeevan Shanti – জীবন শান্তি পলিসিতে একবার বিনিয়োগে আজীবন নির্দিষ্ট পরিমাণ আয়, বিস্তারিত তথ্য জেনে নিন।

কিন্তু এই কাজ করার জন্য অনেককেই এতদিন ধরে নানান অফিসে বা সাইবার ক্যাফেতে ঘুরে বেরাতে হত, কিন্তু এখন এই Aadhaar Card Update করা খুবই সহজ। আপনি নিজের বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আজকের আলোচনাতে আমরা কিভাবে আপনারা এই কাজ করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি।

Aadhaar Card Update কিভাবে করবেনঃ-
১) www.myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) আপনাকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে নিজের আধার কার্ড নম্বরের মাধ্যমে।
৩) এরপরে Update Aadhaar Online এই অপশনে ক্লিক করতে হবে।

৪) নাম, জন্মের তারিখ, ঠিকানা, জেন্ডার এছাড়াও আপনি কি আপডেট করতে চাইছেন সেটা সিলেক্ট করে এগিয়ে যেতে হবে।
৫) আপনাকে নিজের আপডেট এর প্রমানপত্র হিসাবে কোন নথিপত্র সিলেক্ট করে নিতে হবে।
৬) সেই নথির সফট কপি আপনাকে আপলোড করে নিতে হবে।

৭) এই জন্য আপনাকে ৫০ টাকা জমা করতে হবে।
৮) ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এই পেমেন্ট করতে পারবেন।
৯) টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনার আবেদন গ্রহণ করে নেওয়া হবে।
১০) ৭ – ১৫ দিনের মধ্যে আপনাকে এই সম্পর্কে তথ্য দিয়ে দেওয়া হবে।
১১) এই সামান্য পদ্ধতি অবলম্বন করে আপনি নিজের Aadhaar Card Update করে নিতে পারবেন।

Airtel – দোলে এয়ারটেলের বিশেষ অফার 155 টাকায় 1GB ডেটা সহ বাকি সুবিধা, সময়সীমিত।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

One Comment

  1. আঁধার কার্ড এর সব ঠিক থাকলে তাও কি আপডেট করতে হবে? সে ক্ষেত্রে কি আপডেট করবো ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button