ব্যবসা-বাণিজ্য

Post Payment Id – বাড়িতে বিনামূল্যে পোস্ট অফিস ও আধার সেবা কেন্দ্র খুলে সম্মান জনক রোজগার করুন।

রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য Post Payment Id র মাধ্যমে নিজের বাড়ি বসে রোজগারের এক সুবর্ণ সুযোগ নিয়ে আসা হয়েছে। পোস্ট অফিসের তরফে ১ লা সেপ্টেম্বর ২০১৮ অর্থাৎ আজ থেকে ৪ বছর আগে নিজেদের অনলাইন ব্যাংকিং অ্যাপ ও ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল। যাকে আমরা IPPB – India Post Payments Bank নামে জানি।

Post Payment Id নিয়ে সকল প্রকার সরকারী কাজ করে রোজগারের সুযোগ।

বর্তমান সময়ে সন্মান জনক চাকরি পাওয়া অনেক মুশকিল হয়ে উঠেছে। কিন্তু আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে প্রদত্ত Post Payment Id নিয়ে সকল নাগরিকদের ২০ ধরণের পরিষেবা প্রদান করে প্রতিমাসে নিশ্চিত উপার্জন করতে পারবেন। এইখানে আপনারা দুই ধরণের কাজ করতে পারেন – বিসি এবং ডাক সেবক। আজকে আমরা এই আইডি নেওয়ার যোগ্যতা, নথি ও আয় সম্পর্কিত তথ্য সম্পর্কে আলোচনা করব।

Public Provident Fund – মাত্র কয়েক বছর টাকা জমিয়ে পেয়ে যান 1 কোটি টাকা রিটার্ন।

Post Payment Id নিয়ে আপনি কি কি পরিসেবা প্রদান করতে পারবেনঃ-
১) Unified Payment Intarface এর মাধ্যমে টাকা ট্রান্সফার।
২) টাকা জমা করা, টাকা তোলা।
৩) নতুন অ্যাকাউণ্ট খোলা।

৪) KYC আপডেট করা।
৫) ব্যাংক অ্যাকাউণ্ট এর সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক করা।
৬) ভারত বিল পে এর মাধ্যমে DTH, পৌরসভা, বিদ্যুৎ, জল, মোবাইল এর বিল পেমেন্ট।
৭) Rupay ডেবিট কার্ড এর জন্য আবেদন করা।

৮) আধার কার্ড ব্যবহার করে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা।
৯) লাইফ, গাড়ির ইনস্যুরেন্স এর কাজও আপনি এখান থেকে করতে পারবেন।
১০) এই আইডি নেওয়ার কয়েকমাস পরে আপনাকে নতুন আধার কার্ড এর আবেদন, সংশোধন এর কাজ দেওয়া হবে অর্থাৎ আপনারা আধার সেবা কেন্দ্র খুলে বেশি পরিমাণে রোজগার করতে পারবেন।

১১) প্রভিডেন্ট ফান্ড, রেকারিং ডিপোজিট, সকল প্রকার ঋণের আবেদন করতে পারবেন।
Post Payment Id নেওয়ার জন্য কারা আবেদন করতে পারবেনঃ-
১) সকল ভারতীয় নাগরিক এই আইডির জন্য আবেদন করতে পারবে।
২) অবসরপ্রাপ্ত যে কোন কর্মচারী এই আবেদন করতে পারবেন।

৩) মার্কেট প্লেসে যাদের দোকান আছে তারা এর জন্য আবেদন করতে পারবে।
৪) পেট্রোল পাম্পের কর্মীরা আবেদনের যোগ্য।
৫) কোন স্বেচ্ছা সেবক সংগঠন ইত্যাদি।
Post Payment Id নেওয়ার পদ্ধতিঃ-

১) www.ippbonline.com এই ওয়েবসাইট ওপেন করতে হবে।
২) এরপরে Partner With Us অপশনে ক্লিক করে নিতে হবে।
৩) Individual Business Correspondents সিলেক্ট করতে হবে।
৪) নিজের নাম, মোবাইল নম্বর, ই মেল, ঠিকানা, পিন কোড নম্বর, নিজের পার্শ্ববর্তী পোস্ট অফিসের নাম, রাজ্য চয়ন করে নিতে হবে।

৫) I Agree সিলেক্ট করে নিতে হবে।
৬) সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।
৭) আপনার নিকটবর্তী পোস্ট অফিস এর তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।
৮) সার্চ অপশনে গিয়ে BC লিখলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেটা চাইলে আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন।

৯) অথবা পোস্ট অফিস থেকেও এই ফর্ম প্রদান করা হবে।
Post Payment Id জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) আধার কার্ড থাকা বাধ্যতা মূলক।
২) প্যান কার্ড, ভোটার কার্ড, প্রয়োজন পরলে পাসপোর্ট দেওয়া যেতে পারে।
৩) ব্যাংক এর পাসবই এর প্রথম পাতার জেরক্স লাগবে।

Fixed Deposit – মাত্র 400 দিন এই স্কীমে টাকা রাখুন, আর পেয়ে যান অবিশ্বাস্য রিটার্ন, উচ্চ সুদে ঝড়ের গতিতে বাড়বে টাকা।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। এই ধরণের সকল খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

Related Articles

One Comment

  1. I want to open a post office payment bank & Aadhar Kendro.I have space in my home.How I can apply & where ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button