টেকনোলজি

বাড়িতে বসেই আবেদন করুন নতুন ইলেকট্রিক মিটারের জন্য, জেনে নিন কীভাবে করবেন । Apply for new electric meter, know the process of applying

Apply for new electric meter, know the process of applying


বর্তমান এই ইন্টারনেটের যুগে প্রায় সবকিছুই অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। সেইজন্যই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে, যাতে ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক সেই নতুন অনলাইন পদ্ধতির মাধ্যমে।

• কীভাবে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করবেন?
(১) প্রথমে রাজ্য বিদ্যুৎ পরিবহন সংস্থা WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট বর্তমান এই ইন্টারনেটের যুগে প্রায় সবকিছুই অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। সেইজন্যই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে, যাতে ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক সেই নতুন অনলাইন পদ্ধতির মাধ্যমে।

• কীভাবে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করবেন?
(১) প্রথমে রাজ্য বিদ্যুৎ পরিবহন সংস্থা WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbsedcl.in তে যান।
(২) এবারে Apply New Connection / Alteration এ গিয়ে LT Others অপশনে ক্লিক করবেন।
(৩) এরপরে New User এ ক্লিক করে নিজের নাম, মোবাইল নং, ইমেল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে  sumbit এ ক্লিক করবেন।
(৪) তাহলে অটোমেটিক আপনার username তৈরী করা হয়ে যাবে। এবার পুনরায় www.wbsedcl.in ওয়েবসাইটের হোম পেজে গিয়ে Apply New Connection / Alteration তে ক্লিক করবেন এবং তারপরে LT Others এ ক্লিক করে নিজের username ও পাসওয়ার্ড দিয়ে Login করবেন।
(৫) এবারে Connection for Individual এ গিয়ে পরপর 
° District (নিজের জেলার নাম)
° Customer Care Center (নিকটবর্তী ইলেকট্রিক অফিস)
° Connection Type (Postpaid Meter সিলেক্ট করবেন)
ইত্যাদি সিলেক্ট করে Next এ ক্লিক করবেন।
(৬) এরপরে General Information এর মধ্যে নিজের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর, প্যান নম্বর ইত্যাদি তথ্যগুলো পূরণ করবেন।
(৭) এর নীচে Service Connection Address এ আপনি যেখানে মিটার বসাবেন সেখানকার ঠিকানা লিখবেন।
(৮) এরপরে Communication Address এ যদি আপনার নিজের বাড়ির ঠিকানা ও মিটার কানেকশন নেওয়ার ঠিকানা একই হয় তাহলে same অপশন সিলেক্ট করবেন আর যদি ঠিকানা আলাদা হয় তাহলে Different অপশনটি সিলেক্ট করে নিজের ঠিকানা পূরণ করবেন।
(৯) এবারে Technical Information এ গিয়ে
° Category of Connection (প্রাইভেট / Govt. ইত্যাদি )
° Category /Jurisdiction (আপনি পঞ্চায়েত না পৌরসভা এলাকায় কানেকশন নিবেন )
° Phase (Single Phase /Three Phase, উল্লেখ্য  ছোটো দোকান / বাড়ির জন্য Single Phase choose করাই ভালো, বড়ো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আপনি Third Phase choose করতে পারেন)
Meter Rental / Purchased by Consumer ( ইলেকট্রিক মিটারটি আপনি কিনতে চান না ভাড়া হিসেবে নিতে চান )
ইত্যাদি সিলেক্ট করে Validate এ ক্লিক করবেন।
(১০) Load Information এর মধ্যে
Enter Your total Load (Kwyatt) এ আপনি কতো কিলোওয়াট বিদ্যুৎ খরচ করবেন তা লিখবেন।
উল্লেখ্য, যদি আপনি Load ক্যালকুলেট করতে না পারেন তাহলে click here এ ক্লিক করে সহজেই আপনি কত ওয়াটের লাইট, ফ্যান, টিভি ইত্যাদি বসাবেন তার খরচ ওয়াটে বের করে নিতে পারবেন।
Load বসানো হয়ে গেলে Verify Load এ ক্লিক করবেন এবং তারপরে ডকুমেন্ট আপলোড করার জন্য Yes এ ক্লিক করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন।
(১১) এবারে Sumbit All Details এ ক্লিক করবেন।
তাহলে আপনার আবেদন করা সম্পন্ন হবে এবং একটি Application Number জেনারেট হয়ে যাবে। এই নম্বরটি ভালো করে নোট করে নেবেন এবং Download Application Form এ ক্লিক করে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন।
(১২) এবারে Download Quotation Letter অপশনে ক্লিক করে আপনার Application Number টি লিখে Generate Quotation এ ক্লিক করবেন।
(১৩) এরপরে Download Quotation Letter অপশনে ক্লিক করে নিজের কোটেশন লেটারটি ডাউনলোড করে নেবেন।
(১৪) এরপরে New Connection e pay অপশনে ক্লিক করলে কত টাকা পেমেন্ট করতে হবে তা আপনাকে দেখানো হবে। নীচে পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করে উক্ত টাকা আপনি অনলাইনে পেমেন্ট করে দেবেন।
(১৫) পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনি View Receipt অপশনে ক্লিক করে পেমেন্ট রসিদটি ডাউনলোড করে নিতে পারবেন।
এবারে WBSEDCL এর তরফ থেকে ফোনে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং নির্দিষ্ট তারিখে আপনার জায়গায় এসে বিদ্যুৎ কর্মীরানতুন ইলেকট্রিক মিটার বসিয়ে দেবেন। ইলেকট্রিক মিটার বসানোর সময় আপনাকে অনলাইনের আবেদনপত্র, কোটেশন লেটার, পেমেন্ট রিসিপ্ট, আধার বা প্যান কার্ড যেটির ডকুমেন্ট আপলোড করেছেন সেটির জেরক্স ও জায়গাটির কাগজ জেরক্স করে উনাদের জমা দিতে হবে। এইসব জমা দেওয়া হয়ে গেলেই আপনার বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হবে।
• অফিসিয়াল ওয়েবসাইট – www.wbsedcl.in

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button