সরকারি প্রকল্প

PMSBY – কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে 2 লক্ষ টাকার সুবিধা পাবেন সকল নাগরিক, আবেদনের পদ্ধতি জেনে নিন।

৯ ই মে ২০১৫ সালে কলকাতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMSBY প্রকল্পের শুভ উদ্বোধন করেন এবং দেশের সকল নাগরিকদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সকল সরকারি আধিকারিকদের নির্দেশ দেন। এক সরকারি পরিসংখ্যান অনুসারে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় ২৮ কোটিরও বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। বছরে মাত্র ২০ টাকা জমা করে আপনারা ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাবেন, এটি একটি সামাজিক সুরক্ষা যোজনা।

Apply PMSBY Scheme For Get Benefit Upto 2 Lakh Rupees.

দেশের সকল গরিব থেকে মধ্যবিত্ত মানুষদেরকে বীমার অন্তর্ভুক্ত করার জন্য ২০১৫ সালের বাজেটে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি এই PMSBY (Pradhan Mantri Suraksha Bima Yojana) ঘোষণা করেন। এই প্রকল্পের ফলে দুর্ঘটনার ফলে কোন মানুষের দুর্ঘটনার ফলে মৃত্যু ঘটলে ২ লক্ষ টাকা ও দুর্ঘটনা হয়ে কোন ধরণের অঙ্গছেদ হলে ১ লক্ষ টাকা করে বীমার মুল্য দেওয়া হবে। আজকে আমরা এই আলোচনাতে আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও সুবিধা সম্পর্কে জেনে নেব।

PMSBY প্রকল্পে আবেদনের যোগ্যতাঃ-
১) যে কোন ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারবে।
২) ১৮ – ৭০ বছরের মধ্যে সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
৩) সকল ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন।

৪) আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউণ্ট থাকা বাধ্যতামূলক।
PMSBY প্রকল্পে কিভাবে আবেদন করবেনঃ-
১) সর্বচ্চো ২ লক্ষ টাকার বীমা আপনারা পাবেন।
২) ব্যাংকে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদন জানাতে পারবেন।

৩) www.jansuraksha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন।
৪) অথবা অনলাইনে ফর্ম ডাউনলোড করে নিয়ে।
৫) যেই সকল তথ্য আপনাদের জানাতে বলা হয়েছে, সেই সকল তথ্য দিয়ে আপনারা এই ফর্ম আপনারা ব্যাংকে জমা করতে পারবেন।

PMSBY প্রকল্পের সুবিধা সম্পর্কে জেনে নিনঃ-
১) প্রতি বছর মাত্র ২০ টাকা করে আপনাদের জমা দিতে হবে।
২) এটা আপনার ব্যাংক অ্যাকাউণ্ট থেকে কেটে নেওয়া হবে।
৩) আবেদনকারীর দুর্ঘটনার জন্য মৃত্যু ঘটলে তার নমিনিকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।

PAN Card – প্যান কার্ড নিয়ে বড় নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার, সময় থাকতে সাবধান হন নইলে জরিমানা গুনতে হবে।

৪) এছাড়াও হাত, পা নষ্ট হয়ে গেলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
৫) কারোর দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেলে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
৬) প্রতি বছর আপনার অ্যাকাউণ্ট থেকে ২০ টাকা করে কেটে নেওয়া হবে।
৭) ব্যাংকের অ্যাকাউণ্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে বিয়ের পর পাবেন মোটা টাকা পেনশন, আবেদনের পদ্ধতি জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button