ব্যাংকিং

SBI E Mudra Loan – 1 লক্ষ টাকা ব্যাংক একাউন্টে দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। কিভাবে আবেদন করলে পাবেন?

এখন থেকে ইমারজেন্সি কারণে টাকার দরকার পড়লে আর কোনো চিন্তা নেই (SBI E Mudra Loan). কারণ এখন থেকে দেশের জনগণের ব্যাংক একাউন্টে সরাসরি ১ লক্ষ টাকা দিচ্ছে এসবিআই (State Bank Of India). বর্তমানে আমরা যতই রোজগার করিনা কেন, বিভিন্ন সময়ই আমাদের টাকার দরকার হয়। আর এই পরিস্থিতিতে ধারও নিতে হয় অনেককে। কিন্তু চাইলেই তো আর সহজে কেউ টাকা ধার দেয় না।

SBI E Mudra Loan Online Apply.

এমন পরিস্থিতিতে যদি কারোর কোনো এমার্জেন্সি থাকে, তবে অত্যন্ত সমস্যায় পড়তে হবে তাকে। কিন্তু মোদী সরকার থাকতে চিন্তা কিসের। এই সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র ৫ মিনিটেই‌। এখন থেকে স্টেট ব্যাংক একাউন্ট হোল্ডারদের জন্য SBI E Mudra Loan নিয়ে এলো বিরাট সুখবর। ১ লক্ষ টাকা ইনস্ট্যান্ট লোন (SBI Instant Loan) পেতে চলেছেন স্টেট ব্যাংকের গ্রাহকেরা।

কোনো স্থায়ী আয় লাগবেনা, এমনকি দরকার নেই কোন সিবিল স্কোর‌ও। যে আবেদন করবেন সেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা। SBI E Mudra Loan কোন নতুন প্রকল্প নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ২০১৫ সালে চালু করেন এই যোজনা। এর মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য ঋণ (Business Loan) প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে।

ব্যবসার জন্য যাদের কোনো মূলধন জোগানোর ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের এখান থেকে সহজ সুদে ঋণ প্রদানের সুযোগ দেয় সরকার। সাধারণত এই SBI E Mudra Loan সুবিধা নিতে গেলে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হয়। কিন্তু এসবিআই গ্রাহকরা ঘরে বসেই এই লোন পেতে আবেদন জানাতে পারেন। টাকা সরাসরি একাউন্টে ঢুকে যাবে।

এটিই SBI E Mudra Loan নামে পরিচিত। দেশের কোটি কোটি জনগণ এসবিআই ই মুদ্রা লোনের (E Mudra Loan) সুবিধা নিয়ে বড়লোক হয়েছেন। ভোটের আগে আরও ৪০ কোটি মানুষ পেতে চলেছে এই সুবিধা‌। তবে, এই জন্য সঠিকভাবে আবেদন করতে হবে। আর সঠিক করে আবেদন না করলে আপনারা এই স্কিমের মাধ্যমে ১ টাকাও পাবেন না।

SBI E Mudra Loan Benefits

1) ই মুদ্রা লোনের সুবিধা একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রদান করে থাকে।
2) ই মুদ্রা লোন পেতে হলে ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।
3) ই মুদ্রা লোনের জন্য ডকুমেন্টেশন বা প্রসেসিং খুব সহজে এবং দ্রুত সম্পন্ন করা হয়। এজন্য মাত্র ৫ মিনিটেই টাকা পেয়ে যান আবেদনকারীরা।

4) এসবিআই তার গ্রাহকদের তিন ধরনের SBI E Mudra Loan প্রদান করে থাকে।
5) একটি ৫০ হাজার পর্যন্ত, একটি ৫০ হাজার থেকে ৫ লাখ, এবং অন্যটি ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত।
6) ই মুদ্রা লোনের জন্য আবেদন করলে তাৎক্ষণিক ভাবে ৫০ হাজার টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়।
7) ই মুদ্রা লোন গ্রাহকদের থেকে বার্ষিক ৯ থেকে ১২ শতাংশ হারে সুদ কাটে এসবিআই। গ্রাহকের সিবিল স্কোর যদি উন্নত হয় তবে সুদের হার কমবে।

SBI E Mudra Loan Apply Documents

1) দুই কপি পাসপোর্ট ছবি।
2) পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড।
3) তপশিলি জাতি ও উপজাতি সহ অন্য কোনো বিশেষ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে তার নথি।
4) জিএসটিএন নম্বর (GSTIN Number) এবং ইন্ডাস্ট্রি আধার নম্বর।

5) ব্যবসার আয়ের প্রমাণ।
6) ব্যবসার ঠিকানা ও প্রমাণ।
7) ব্যবসা প্রতিষ্ঠার একটি প্রমাণ।
8) অন্তত ১২ মাসের একটি ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।
9) গত 2 বছরের আয়কর রিটার্নের ফাইল (ITR File).

SBI E Mudra Loan Online Apply Process

1) আবেদনকারীকে সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.in এ যেতে হবে।
2) এরপর মুদ্রা যোজনা সম্পর্কিত সেকশনে প্রবেশ করতে হবে।
3) তারপর যে আবেদন পত্রটি দেখা যাবে সেটিকে প্রয়োজনীয় তথ্য সময় দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

4) এখানে নিজের নাম, ঠিকানা, ব্যাংক একাউন্ট নম্বর, ব্যবসার নাম, ব্যবসার অন্যান্য বিবরণ, কত টাকা SBI E Mudra Loan নেবেন সে গুলি সব উল্লেখ করতে হবে।
5) তারপর নতুন পেজ খুলবে।
6) এখানে নথিপত্র গুলি প্রয়োজনীয় সে গুলি স্ক্যান করে আপলোড করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

SBI E Mudra Loan Offline Apply Process

1) কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে যেটিতে প্রার্থীর একাউন্ট আছে এবং যে ব্যাংক থেকে সুবিধা প্রদান করা হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে।
2) এরপর তারা একটি আবেদন পত্র দেবে। সেই আবেদন পত্রে সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করে দিতে হবে। এমনকি আবেদনকারী কোন ধরনের ব্যবসা করতে চান এবং তার জন্য কি ধরনের SBI E Mudra Loan নিতে চান সে গুলিও।

Indian Coins (ভারতীয় কয়েন)

3) এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জমা করতে হবে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। এরপরই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
4) সবশেষে ব্যাংকের পক্ষ থেকে একটি রসিদ দেওয়া হবে। আর SBI E Mudra Loan অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে সেই টাকা আবেদনকারীর একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

LIC দিচ্ছে 14 লাখ টাকা বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। আপনি কিভাবে পাবেন?

এভাবে উক্ত যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে SBI E Mudra Loan জন্য আবেদন করতে পারেন গ্রাহকেরা। আর সকল তথ্য সঠিক থাকলে আর আপনারা এই ঋণ পাওয়ার যোগ্য হলে আপনাদের অবশ্যই এই টাকা মাত্র ৫ মিনিটের মধ্যেই টাকা ঢুকিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।
Written by Sampriti Bose.

ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button