সরকারি নথি

Bhabishyat Credit Card – পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ব্যাংক একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?

লোকসভা নির্বাচনের আগে এবার নতুন Bhabishyat Credit Card প্রকল্পের অধীনে এবার রাজ্যের বেকার ছেলে মেয়েদের ৫ লাখ টাকা করে দিতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government). শুনতে অবাক লাগলেও এমনটাই বাস্তব। তবে এর জন্য অবশ্যই অনুসরণ করতে হবে বেশ কিছু পদ্ধতি। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee).

Bhabishyat Credit Card Online Apply Process.

এই মুহূর্তে রাজ্যের বেকার যুবক যুবতীর সংখ্যা নেহাতই কম নয়। তাই এবার ভোটের আগেই রাজ্যে চালু হলো অভিনব এক প্রকল্প Bhabishyat Credit Card. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারদের সহায় হলেন আরো একবার। তবে এবার ১০০০ বা ২০০০ টাকা ভাতা নয়, নগদ ৫ লক্ষ টাকা দেওয়া হবে সকলকে যারা আবেদন করবেন। আসলে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে বেকারত্ব (Unemployment) যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত সরকার।

তাই একটা নিশ্চিত কর্মসংস্থান (Employment In WB) তৈরি করে তাদের ভবিষ্যৎ নিরাপদ করাই এখন শাসকদলের প্রধান উদ্দেশ্য। এই কারণে ৫ লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টাকা নিয়ে সহজেই বেকার ছেলে মেয়েরা যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন। যদি কোনো যুবক যুবতী নিজের ব্যবসা শুরু করার জন্য আগ্রহী থাকেন (Bhabishyat Credit Card Business Loan).

সেক্ষেত্রে পর্যাপ্ত মূলধন না থাকলেও রাজ্য সরকার তাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Business Loan) দিয়ে সাহায্য করবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই Bhabishyat Credit Card মাধ্যমে রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীরা উপকৃত হবেন বলেই মনে করছেন অনেকে। আর এই কার্ড সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া উচিত।

Bhabishyat Credit Card Benefits

1) ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Business Loan) পাওয়া যায়।
2) ঋণের উপর ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।
3) এক্ষেত্রে কোন রকম গ্যারান্টার লাগে না। রাজ্য সরকার নিজেই ১০% গ্যারেন্টার এই স্কিমে। আর বাকি ৯০% এর কাজ করে ট্রাস্ট ফান্ড ফর এমএসএমই (MSME Loan).

Bhabishyat Credit Card Apply Criteria

1) আবেদনকারীকে অবশ্যই বিগত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
3) অবশ্যই যে কোন ছোটখাটো ব্যবসা শুরু করে থাকতে হবে এবং দু বছরের জন্য অন্তত সেই ব্যবসা চালু রাখতে হবে।
4) ব্যক্তিকে পূর্বে কোন Bhabishyat Credit Card বকেয়া থাকা চলবে না।
5) যে কোনো পরিবার থেকে মাত্র একজন সদস্যই ঋণের সুবিধা লাভ করবেন।

Bhabishyat Credit Card Online Apply Documents

1) আধার কার্ড (Aadhaar Card), ভোটার আইডি কার্ড (Voter ID Card) জাতীয় যে কোনো পরিচয় পত্র।
2) স্থায়ী ঠিকানার সার্টিফিকেট।
3) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
4) উচ্চ শিক্ষার ঋণের ক্ষেত্রে প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।

5) ব্যবসার ঋণের জন্য ব্যবসার দলিল পত্র।
6) বয়সের প্রমাণ।
7) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
8) ব্যাংক পাস বুকের প্রথম পাতা জেরক্স।

Bhabishyat Credit Card Online Apply

1) প্রথমে www.bccs.wb.gov.in রাজ্য সরকারের এই ওয়েবসাইটটিতে যেতে হবে‌।
2) এরপর অ্যাপ্লাই বাটনে একবার ক্লিক করতে হবে।
3) আবার অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে।
4) যদি গ্রাহক নতুন হন, তাহলে নিউ রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে (Bhabishyat Credit Card Registration).

5) এরপর রেজিস্ট্রেশনের ফর্ম আসবে। গ্রাহককে সেখানে তার নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বয়স, ইত্যাদি এন্টার করতে হবে।
6) মোবাইল নম্বরে ওটিপি সহ একটি এসএমএস যাবে। স্ক্রিনে ওটিপি লিখে রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে।
7) একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। সেটিকে দিয়ে পুনরায় লগইন করতে হবে (Bhabishyat Credit Card Apply).

8) এরপর দেখা যাবে Bhabishyat Credit Card আবেদন পত্র।
9) এটিকে সঠিকভাবে ফিলাপ করতে হবে। পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ফর্মে লিখতে হবে।

10) এরপর, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে আসতে হবে‌।
11) নিজের ডকুমেন্ট গুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে।
12) ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করলেই আবেদন শেষ। আর এই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

তবে কোনো ব্যক্তি চাইলে অফলাইনেও এই Bhabishyat Credit Card জন্য আবেদন করতে পারেন। এই জন্য সামনে যখন আবার দুয়ারে সরকার ক্যাম্প আসছে, তখন নিকটবর্তী ক্যাম্পে গিয়ে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে। এই স্কিমের বিষয়ে কারো যদি কিছু জানার থাকে তবে 033 – 22622004 এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন সকলে।

সমস্ত মহিলাদের একাউন্টে টাকা দিচ্ছে মোদী সরকার। এইভাবে আবেদন করলেই পাবেন।

এভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করে দ্রুত Bhabishyat Credit Card জন্য আবেদন করা উচিত রাজ্যের বেকার যুবক যুবতীদের। আর যেই সকল ছেলে মেয়েরা সমাজে নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চাইছেন। তাদের জন্য এই প্রকল্প (Government Scheme) এককথায় অনেকটাই সুবিধা করতে চলেছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Sampriti Bose.

ভোটের মুখে 1 লক্ষ 30 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গবাসী কিভাবে আবেদন করবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button