Trending News

Traffic Rules – গাড়ি ও বাইক চালকদের জন্য বদলাতে চলেছে ট্রাফিক নিয়ম, না মানলে লাইসেন্স বাতিল করা হবে।

এখন থেকে ট্রাফিক নিয়মে (Traffic Rules) বড়সড় পরিবর্তন করা হল। সকলকে বাধ্যতামূলকভাবে মানতে হবে এই নতুন নিয়ম নইলে ভারি অঙ্কের জরিমানার সঙ্গে বাতিল হতে পারে লাইসেন্সও। আমাদের সকলের উচিত পথে ঘাটে খুবই সতর্ক হয়ে চলাফেরা করা। এরই সঙ্গে যেই সকল মানুষেরা গাড়ি ও বাইক চালান তাদের আরও সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। আর এই দায়িত্ব বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে রাজ্য সরকারের তরফেও ট্রাফিক নিয়মে অনেক পরিবর্তন করা হয়েছে।

New Traffic Rules For Car And Bike Drivers.

গাড়ি চালক ও বাইক চালকদের উদ্দেশ্যে পৃথক পৃথক Traffic Rules আনা হয়েছে, যার মাধ্যমে আমাদের চারপাশে সুস্থ পরিবেশ বজায় থাকে। এই নতুন কিছু ট্রাফিক নিয়ম অনুসারে নিয়ম অমান্য করা হলে আগের থেকে বেশি জরিমানা দিতে হবে, জরিমানা না দিতে চাইলে বা ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়ালে জেল হওয়ারও সম্ভাবনা থাকছে। নতুন ট্রাফিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

গাড়ি চালকদের জন্য Traffic Rules:-
১) গাড়ি চালকদের কাছে যদি লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা গাড়ি চালায়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে।
২) Polution Certificate অর্থাৎ দূষণ শংসাপত্র না থাকলে তাকে জরিমানা করা হবে।

৩) মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ভারি অঙ্কের জরিমানা করা হবে।
৪) গাড়ির দুর্ঘটনা বীমা না করানো হলেও জরিমানা দিতে হবে।
বাইক চালকদের জন্য Traffic Rules:-
১) হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না।

২) একজনের বেশি পিলিয়ন রাইডার পেছনে বসানো যাবে না।
৩) রিভিউ মিররের ব্যবহার করতে হবে।
৪) মদ্যপ হয়ে বাইক চালানো যাবে না।
Traffic Rules না মানলে কতো টাকা জরিমানা দিতে হবেঃ-

১) মদ্যপ হয়ে গাড়ি চালালে ১৫ হাজার টাকা জরিমানা হবে।
২) বাতিল ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালালে ১০ হাজার টাকা।
৩) দূষণ শংসাপত্র না থাকলে ১০ হাজার টাকা (Traffic Rules).
৪) ইনস্যুরেন্স ছাড়া গাড়ি চালালে অতিরিক্ত ৪ হাজার টাকা দিতে হবে।

৫) বাইকে দুই জনের বেশি বসলে ২ হাজার জরিমানা, ৩ মাসের জন্য লাইসেন্স বাতিল।
৬) অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ১ – ২ হাজার টাকা জরিমানা।
৭) সিগন্যাল অমান্য করলে ১ হাজার টাকা।
৮) হেলমেট ছাড়া বাইক চালালে ১ হাজার টাকা।

Swasthya Sathi Card – স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহকদের রাজার কপাল, ফ্রিতে পাবেন। দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এখন থেকে Traffic Rules অমান্য করলে সকলকে এই পরিমাণ টাকা গুনতে হবে। ট্রাফিকের এই নতুন নিয়ম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

6 Unique Business Ideas – এই গরমে কম পুঁজিতে প্রচুর মুনাফা দেবে এই 6 টি অভিনব ব্যবসা, বিস্তারিত জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button