সরকারি নথি

PAN Card – প্যান কার্ড নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবারে উপকার হবে সবার।

প্যান কার্ড বা PAN Card হল আমাদের দেশের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের মধ্যে অন্যতম। আর এই নথিপত্র ছাড়া এখন কোন ধরণের আর্থিক বা ব্যাংকিং কাজকর্ম এককথায় করা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। কিন্তু এই PAN Card নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিকবার অনেক নতুন নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন এই প্যান কার্ড নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর শুনতে পাওয়া যাচ্ছে।

PAN Card New Benefits Update.

এখন থেকে প্যান কার্ড থাকলেই মিলবে বেশ কিছু সুবিধা। সম্প্রতি দেশের প্যান কার্ড (PAN Card) ব্যবহারকারীদের জন্য সরকারি তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করা হল। মূলত দেশের মানুষের সুবিধার্থেই এই নতুন পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ভারতীয়দের জন্য আধার কার্ডের (Aadhaar Card) মতোই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল প্যান কার্ড।

এই প্যান কার্ড থাকলে বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেএেও সুবিধা পাওয়া যায়। তবে বর্তমানে সরকারের নিয়ম অনুযায়ী, যারা ইতিমধ্যেই আধার কার্ড ও প্যান কার্ড লিংক করেনি তাদের প্যান কার্ড বন্ধ হয়ে গিয়েছে। তাই তারা প্যান কার্ড (PAN Card) ব্যবহার করে সমস্ত সরকারি ও গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা আর পাবেন না। প্যান কার্ড ব্যবহার করে যে সমস্ত সুবিধা গুলি পাওয়া যায়। সে গুলি নিম্নরূপ।

1) প্যান কার্ড (PAN Card) থাকলে খুব সহজেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়।
2) প্যান কার্ড হোল্ডার ব্যক্তির আয়ের উপর কম টিডিএস ও টিসিএস কাটা হয়ে থাকে।
3) প্যান কার্ড থাকলে একটি নির্দিষ্ট হারে কর কাটা হয়ে থাকে।
4) প্যান কার্ড থাকলে তবেই ব্যাঙ্কে একবারে ৫০০০০ টাকার বেশি টাকা জমা করতে পারা যায়।

5) এখন ভারতের কোনও ব্যাংকে নতুন একাউন্ট খুলতে গেলে বৈধ প্যান কার্ড প্রয়োজন হয়।
6) স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে কোনরকম বিনিয়োগ করতে গেলে অবশ্যই প্যান কার্ডের দরকার হয়।
7) প্যান কার্ড (PAN Card) থাকলে গ্রাহক তার নিজের নামে কোন‌ও ট্রাস্ট বা এনজিও রেজিস্টার করতে পারবেন।
8) চাকরির স্যালারি এবং পেনশন পাওয়ার ক্ষেত্রে প্যান কার্ড থাকলে সুবিধা পাওয়া যায়।

DA Increase (বকেয়া ডিএ বৃদ্ধি)

9) যে কোনও ধরনের বিমার প্রিমিয়াম জমা দিতে গেলে প্যান কার্ডের (PAN Card) প্রয়োজন হয়।
10) ব্যাংক থেকে লোন পেতে গেলেও প্যান কার্ড লাগে।
11) প্যান কার্ড থাকলে তবেই কোনো গ্রাহক নতুন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
12) ব্যাংকে সম্পত্তি মর্টগেজ রেখে লোন নিতে গেলে প্যান কার্ড প্রয়োজন হয়।

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন ঘোষণা করলো সরকার, কোটি কোটি মহিলা উপকৃত হবে।

উল্লেখ্য, বর্তমানে প্যান ও আধার লিঙ্ক না হলে ব্যাংক সহ সমস্ত আর্থিক সংস্থার কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয় না। ফলে সেখানে গ্রাহকের একাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তাই, প্যান কার্ড ব্যবহার করে উক্ত সুবিধা গুলি পেতে গ্রাহকদের অতি দ্রুত প্যান ও আধার কার্ড লিঙ্ক করে নেওয়াই উচিত বলে মনে করা হচ্ছে। আপনাদের এই সম্পর্কে মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Sampriti Bose.

Primary TET – শিক্ষক নিয়োগ মামলায় রায় ঘোষণা। জাস্টিস গাঙ্গুলীর সিদ্ধান্ত জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button