ব্যাংকিং

PMJDY Account – জনধন একাউণ্ট থাকলে 10 হাজার টাকা পাবেন, বড় ঘোষণা সরকারের।

এখন থেকে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY Account) একাউন্টে ১০০০০ টাকার সুবিধা দেবার কথা ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। মূলত সমগ্র দেশের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই সরকারের তরফে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিগত ২০১৪ সালের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী জন ধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).

Good News For PMJDY Account Holders.

সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর পরিবার গুলিকে এগিয়ে নিয়ে যেতে ও উন্নতি আনতে এই যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের (PMJDY Account) সহায়তায় প্রত্যন্ত গ্রামেও ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এটি গ্রাহকদের দুর্ঘটনা বিমার আওতাধীন করে। এমনকি এটিতে ওভারড্রাফ্ট পেনশন বীমার সুবিধাও পেয়ে থাকেন গ্রাহকরা। এই যোজনার ক্ষেত্রে ব্যাঙ্কাররা গ্রামে গ্রামে গিয়ে গ্রামীণ বাসিন্দাদের এই অ্যাকাউন্ট খুলে দিয়েছে।

পাশাপাশি একাউন্টের (PMJDY Account) সাথে লিঙ্ক করে দিয়েছে তাদের আধার নম্বর। এই যোজনার আওতাধীন গ্রাহকরা ওভার ড্রাফট ছাড়াই নিজেদের ছোট ব্যবসা শুরু করার জন্য দশ হাজার টাকা পেতে পারেন। এক্ষেত্রে তাদের কোনো রকম গ্যারান্টিও লাগে না। প্রধানমন্ত্রী জন ধন যোজনাতে একাউন্ট খোলার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতি নিম্নরূপ।

  • প্রথমে সরকারের অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
  • এরপর সেই ওয়েবসাইটে লগইন করে নিজের পছন্দ মতো ভাষা নির্বাচন করে নিতে হবে।
  • এরপর স্ক্রিনে চলে আসবে যোজনার আবেদনপত্র।
  • এরপর সঠিকভাবে সমস্ত তথ্য ও নথি সহযোগে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে।
Teacher Recruitment (প্রাথমিক শিক্ষক নিয়োগ)

তবে, প্রধানমন্ত্রী জন ধন যোজনাতে একাউন্ট (PMJDY Account) খোলার ক্ষেত্রে আবেদনকারীর বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। সেই যোগ্যতা গুলি হল।
1) শুধুমাত্র ভারতের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষেরাই এই একাউন্ট খুলতে পারবেন।
2) ১০ বছরের কম বয়সে বাচ্চারাও নিজেদের অভিভাবকের সাথে এই একাউন্ট খুলতে পারেন।
3) একাউন্ট খোলার জন্য বৈধ পরিচয়পত্র থাকা আবশ্যিক।

Govt Scheme – একাধিক সরকারি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা, নভেম্বর থেকে আরও সুবিধা।

4) সেভিংস একাউন্ট (PMJDY Account) খুলতে যে ধরনের নিয়ম গুলি পালন করতে হয়, এক্ষেত্রেও সেই নিয়মগুলি পালন করা আবশ্যিক।
বর্তমানে ভারতবর্ষের পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY Account) প্রকল্পের ভূমিকা অপরিসীম বলে মনে করেন অনেকেই।

Toto Service – রাজ্যে টোটো নিয়ে আইন চালু। কোন টোটো রাস্তায় চলবে, কোন টোটো চলবে না

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button