বিনিয়োগ

Post Office – এককালীন টাকা বিনিয়োগ করে প্রতিমাসে ৭.১০% পর্যন্ত রিটার্ন পান বিনা পরিশ্রমে, কারা পাবেন এই সুবিধা দেখে নিন।

আমরা সকলেই সুখী জীবন যাপন করার উদ্দেশ্যে প্রতিমাসে একটা ফিক্সড ইনকাম চাই, এই ইচ্ছে পূরণের জন্য Post Office এর স্কিম ছাড়া হয়তো আর কোন বিকল্প আছে। ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফে দেশ স্বাধীন হওয়ার পর থেকে নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের স্কিম নিয়ে এসেছে। আজকের আলোচনাতে আমরা MIS – Monthly Income Scheme নিয়ে বিস্তারিত তথ্য জানাতে চলেছি।

Post Office স্কিমে বিনিয়োগের মাধ্যমে ১০ হাজার পর্যন্ত রিটার্ন পান।

সকলেই নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকি। কিন্তু অনেক সময় আমরা সঠিক প্রতিষ্ঠান ও স্কিম সম্পর্কে অবগত না হওয়ার কারণে বিনিয়োগে করা থেকে পিছিয়ে আসি ও আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্য সফল হয়ে ওঠেনা। Post Office এর মাধ্যমে আমরা এই লক্ষ পূরণ করতে পারি মান্থলি ইনকাম স্কিমের মাধ্যমে। আজকে আমরা এই স্কিমে আবেদনের পদ্ধতি, যোগ্যতা, সুদ ও পরিমাণ নিয়ে আলোচনা করতে চলেছি।

Post Payment Id – বাড়িতে বিনামূল্যে পোস্ট অফিস ও আধার সেবা কেন্দ্র খুলে সম্মান জনক রোজগার করুন।

Post Office Monthly Income Scheme আবেদনের যোগ্যতাঃ-
১) ১০ বছরের ওপরে যে কোন ভারতীয় নাগরিক এই স্কিমে আবেদন জানাতে পারবেন।
২) আবেদনের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) এককালীন এই স্কিমে নিয়োগ করার মাধ্যমে প্রতিমাসে ভালো ও নিশ্চিত রিটার্ন পাওয়া সম্ভব।

৪) সর্বচ্চো ৫ বছরের জন্য এই স্কিমে আবেদন করা সম্ভব।
Post Office Monthly Income Scheme আবেদনের সুবিধাঃ-
১) Post Office এর এই স্কিমে নুন্যতম ১,০০০ টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে।
২) বর্তমানের নিয়ম অনুসারে সিঙ্গেল অ্যাকাউণ্টে ৪.৫০ লক্ষ এবং জয়েন্ট অ্যাকাউণ্টে ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেত।

৩) কিন্তু ২০২৩ সালের বাজেট অধিবেশনে এই লিমিট বারিয়ে সিঙ্গেল অ্যাকাউণ্টে ৯ লক্ষ এবং জয়েন্ট অ্যাকাউণ্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে যা ১ লা এপ্রিল অর্থবর্ষ থেকে শুরু হতে চলেছে।
৪) এই সিদ্ধান্তের ফলে আগের তুলনায় প্রতিমাসে বেশি রিটার্ন পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে।

৫) এই স্কিমে বর্তমানে ১ লা জানুয়ারি ২০২৩ থেকে সুদের হার বৃদ্ধি করে ৭.১০% করা হয়েছে।
৬) ১ বছরের আগে এই স্কিম বন্ধ করা যাবে না।
৭) ২ – ৩ বছরের মধ্যে এই স্কিম বন্ধ করা হলে, ১% – ২% পর্যন্ত পেনাল্টি চার্জ দিতে হবে।
৮) এই স্কিমের মাধ্যমে ৫ বছর পর্যন্ত আপনাকে টাকা নিবেশ করতেই হবে, এটাই হল এই স্কিমের মূল শর্ত।

Post Office Monthly Income Scheme কত রিটার্ন পাবেনঃ-
১) ৭.১০% হারে বর্তমানে আপনাকে সুদ প্রদান করা হবে। প্রতিমাসে কত টাকা পাবেন আলোচনা করা হল। সুদের পরিবর্তন ঘটলে প্রতিমাসে টাকার হারেও পরিবর্তন সম্ভব।
২) ১ লক্ষ টাকা জমা করলে ৫৯১.৬৭ টাকা পাওয়া যাবে।

৩) ৩ লক্ষ টাকা জমা করলে ১৭৭৫ টাকা পাওয়া যাবে।
৪) ৪.৫ লক্ষ টাকা ক্ষেত্রে ২৬৬২.৫০ টাকা পাওয়া যাবে।
৫) বর্তমানের সর্বচ্চো ৯ লক্ষ টাকা রাখলে ৫,৩২৫ টাকা পাওয়া যাবে।
৬) এই রকম আপনারা দুটো অ্যাকাউণ্টে ৯*২ = ১৮ লক্ষ টাকা রাখলে প্রতিমাসে ১০,৬৫০ টাকা পর্যন্ত নিশ্চিত রিটার্ন পাবেন।

Retirement Investment Plan – অবসরের পর বৃদ্ধ বয়সে ভালো থাকতে বেছে নিন এই বিনিয়োগ প্রকল্পগুলো।

এই স্কিম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন, সঙ্গে থাকুন এই ধরণের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button