সরকারি নথি

Aadhaar Card – আধার কার্ডের সুরক্ষিত ব্যবহার নিয়ে সরকারের তরফে সকল নাগরিকদের সচেতন করা হল।

সকল দেশবাসীর কাছে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি, আর এখন Aadhaar Card বা আধার কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ২০০৯ সালে UIDAI এর তরফে এই আধার কার্ড এর সূচনা করা হয়েছিল। ১ বছরের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের নাগরিকদের এই আধার কার্ড তৈরি করতে হয়। এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে আমাদের দেশে ১৩০ কোটি মানুষের আধার কার্ড আছে এবং এই সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

Aadhaar Card Security New Update By Govt.

কিন্তু এই আধার কার্ড এর ব্যবহার নিয়ে অভিযোগ উঠছিল অনেক দিন ধরে। অনেক সময় দেখা যাচ্ছিল এই আধার কার্ড কাগজের তৈরি হওয়ার জন্য জল লাগলে ছিঁড়ে বা ফেটে যাচ্ছে এবং আগুনের সংস্পর্শে আসলে জ্বলে বা পুড়ে যাচ্ছে। এই জন্য সরকারের তরফে PVC Aadhaar Card নিয়ে আসা হয়েছে অনেক দিন আগেই।

কিন্তু এই PVC Aadhaar Card সম্পর্কে সঠিক তথ্য না জানার জন্য অনেকেই এর ব্যবহার জানতেন না। PVC – (Polyvinyl Chloride Aadhaar Card) হল এই কার্ডের পুরো নাম। কাগজের আধার কার্ড যেমন খুবই বড় ও লম্বা কিন্তু এটি খুবই ছোট সাইজের একটি কার্ড। জেতা সকলে নিজেদের পকেটে বা মানিব্যাগে অতি সহজেই নিয়ে যাওয়া আসা করতে পারবেন। কিভাবে আপনারা এই কার্ড পাবেন? দেখুন।

PVC Aadhaar Card কিভাবে পাবেনঃ-
১) UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
২) My Aadhaar অপশনে গিয়ে পিভিসি আধার কার্ড অপশনটি সিলেক্ট করুন।
৩) নিজের আধার কার্ড নম্বরতি লিখে দিন।

৪) আপনার রেজিস্টার মোবাইলে একটি OTP আসবে।
৫) সেটা আপনাকে লিখতে হবে।
৬) আপনার এই নতুন আধার কার্ডটি কেমন হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে।
৭) কিন্তু এর জন্য আপনাকে মাত্র ৫০ টাকা খরচ করতে হবে।

Fixed Deposit – 2 হাজার নোট বাতিলের পরে সব ব্যাংকের তরফে ফিক্সড ডিপোজিট নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হল।

৮) এই পেমেন্ট করে দিলেই আপনার আবেদন মঞ্জুর করে দেওয়া হবে।
৯) ১৫ – ৩০ দিনের মধ্যে আপনার বাড়িতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
১০) পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে এই কার্ড ডেলিভারি করা হবে।
১১) প্রত্যেক নাগরিকের এই কার্ড বানিয়ে নেওয়া উচিত বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরা।

Lakshmir Bhandar Payment – কয়েক লক্ষ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবে না, সঠিক কারণ জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button