ব্যাংকিং

ATM Withdrawal – এটিএমে গিয়ে এই ভুল করলেই চোখের পলকেই একাউন্ট হবে ফাঁকা।

বেড়েই চলেছে এটিএম গুলিতে জালিয়াতির মাত্রা (ATM Withdrawal). আর এবার দেশের এটিএম জালিয়াতি (ATM Fraud) বন্ধ করতে নতুন পদক্ষেপ নেওয়া হল। এরফলে উপকৃত হতে চলেছে দেশের অসংখ্য সাধারণ মানুষ। এখন থেকে টাকা তোলার জন্য মানুষকে আর খুব বেশি ব্যাংকে যেতে হয়না। কারণ এখন মানুষের ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম।

ATM Withdrawal New Guidelines By RBI.

আর মানুষের সুবিধার কথা ভেবে এখন সব জায়গায় স্থাপন করা হয়েছে এটিএম। তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতকারীরা একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে। মূলত জালিয়াতকারীরা এখন এটিএম থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে (ATM Withdrawal Fraud).

এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে। এরকম বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার স্পেসের নিরাপত্তার দায়িত্বে রত সিইআরটি-ইন (ATM Withdrawal).

How To Prevent ATM Withdrawal Fraud

1) গ্রাহকদের এটিএম কার্ড (ATM Card) অন্য কাওকে দেওয়া থেকে বিরত থাকতে হবে।
2) নিজেদের পিন (PIN), সিভিভি (CVV) বা ওটিপিও (OTP) কাউকে শেয়ার করবেন না।
3) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন এটিএম থেকে টাকা তুলতে হবে। অপর এটিএম ব্যাবহার এড়িয়ে চলতে হবে।4) এটিএম পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বদা হাত দিয়ে ঢেকে পিন লিখতে হবে গ্রাহককে (ATM Withdrawal).

Indian Currency (ভারতীয় মুদ্রা ৫০০ টাকার নোট)

5) এটিএম পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকতে হবে।
6) এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে অচেনা কারো থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলতে হবে।
7) টাকা তোলার আগে এটিএম এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিতে হবে।
8) গ্রাহকের ব্যাংক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখতে হবে (ATM Withdrawal).

50 হাজার টাকা পাবেন। আধার কার্ড থাকলেই 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।

9) গ্রাহকেরা তার এটিএম এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাওকে শেয়ার করবেন না।
10) কোনও অনলাইন সাইটে ব্যাংক বা এটিএম (Debit Card) সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিতে হবে। উক্ত পদ্ধতি গুলি অবলম্বন করলে গ্রাহকেরা এটিএম জালিয়াতের হাত থেকে অনেকাংশেই রেহাই পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
Written by Sampriti Bose.

ব্যাংকের সেভিংস একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়? এর চেয়ে বেশি লেনদেন করলে আয়কর নোটিশ ও জরিমানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button