চাকরির খবর

Librarian Recruitment: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। করোনা মহামারীর জন্য দু’বছর টানা লকডাউনের জেরে রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের অবস্থা সঙ্গীন। আর এমতাবস্থায় পশ্চিমবঙ্গের এক বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষক এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আজ আমরা আলোচনা করতে চলেছি এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদনের ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন, আবেদনের শেষ তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য (Librarian Recruitment)।

• আবেদনের শেষ তারিখ:- এই পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৩০ শে আগস্ট, ২০২২।

(ক) পদের নাম:- Teacher (Botany)

• শূন্যপদ:- মোট ২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

(খ) পদের নাম:- Librarian (Central Library)

• শূন্যপদ:- ১টি শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে।

• শিক্ষাগত যোগ্যতা:- উভয় পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিভাগে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা UGC এর নিয়মাবলী অনুসারে নির্ধারণ করা হবে।

• বেতন:- প্রতিমাসে ৩০ হাজার টাকা।

মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে আবারও বিপুল সংখ্যক আশা কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

• আবেদনের পদ্ধতি:-
এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণভাবে অফলাইনে আবেদন করতে হবে।
১. এরজন্য আপনাকে প্রথমেই আপনাকে https://www.dhwu.ac.in/pdf/notice/employ/Application%20form%20forTeachers.pdf লিংকটি থেকে অফলাইনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করতে হবে।
২. এরপর সঠিকভাবে ফরমটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথি ওই ফর্মের সাথে যুক্ত করতে হবে।
৩. সবশেষে ফর্মটি সমস্ত নথি সহকারে সঠিক ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
Office of the Registrar, Diamond Harbour Women’s University, Diamond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal-743368, India by 30th August, 2022

• আবেদন ফি:- বিশ্ববিদ্যালয়ের তরফে ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এই আবেদন ফি আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে পারবেন।

• নিয়োগের স্থান:- ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এইসকল শূন্যপদে শিক্ষক এবং লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button