চাকরির খবর

Peon Recruitment: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, আবেদন করুন আজই

আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলা কিংবা পুরুষ যেকোনো চাকরিপ্রার্থীই এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আজ আমরা আলোচনা করতে চলেছি, এই শূন্যপদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, আবেদন পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি (Peon Recruitment)।

• আবেদনের শেষ তারিখ:- ৪ঠা আগস্ট, ২০২২

(ক) পদের নাম:- জুনিয়র পিওন।

• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১৫ টি ( General ৭ টি, SC ৫ টি, ST ১ টি, OBC ১ টি, PH ১ টি)

• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। যদিও ভারত সরকারের নিয়ম অনুসারে SC, ST চাকরিপ্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন এবং OBC চাকরিপ্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

• শিক্ষাগত যোগ্যতা :-
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
২. ইংরেজিতে লিখতে এবং পড়তে জানা আবশ্যক।
৩. সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• বেতন:- পে লেভেল ১ অনুসারে ১৮,৫০০ থেকে ৪৭,৬০০ টাকা।

এই ২০ টি অ্যাপ মোবাইলে থাকলে পড়তে হতে পারে বিপদে, এখনই দেখে নিন অ্যাপের লিস্ট

(খ) পদের নাম:- জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ২৩ টি ( General ১০ টি, SC ৬ টি, ST২ টি, OBC ৪ টি, PH ১ টি)

• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। যদিও ভারত সরকারের নিয়ম অনুসারে SC, ST চাকরিপ্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন এবং OBC চাকরিপ্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

• শিক্ষাগত যোগ্যতা :-
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরী সায়েন্সের ডিপ্লোমা অথবা ডিগ্রী কোর্স সম্পূর্ণ করতে হবে।
২. এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• বেতন:- পে লেভেল ৮ অনুসারে এই পদে কর্মরত কর্মীরা ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা বেতন পাবেন।

(গ) পদের নাম:- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট Gr -II

• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৪ টি ( General ২ টি, SC ১ টি, ST১ টি)

• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের ১৮-৪০ বছর বয়সী হতে হবে। যদিও ভারত সরকারের নিয়ম অনুসারে SC, ST চাকরিপ্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন এবং OBC চাকরিপ্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

• শিক্ষাগত যোগ্যতা :-
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এর পক্ষ থেকে স্বীকৃত যেকোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে BSC অথবা BCA কিংবা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে রাখতে হবে।
২. এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. এছাড়াও কম্পিউটার সায়েন্সে MCA কিংবা MSC করা থাকলে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

• বেতন:- পে লেভেল ৮ অনুসারে এই পদে কর্মরত কর্মীরা ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা বেতন পাবেন।

পোস্ট অফিসে ১ লক্ষ শূন্যপদে চাকরি, জেনে নিন বিস্তারিত

(ঘ) পদের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৭৮ টি ( General ৪১ টি, SC ১৭ টি, ST৫ টি, OBC ১৩ টি, PH ২ টি)

• বয়স:- এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১৮-৪০ বছর বয়সী হতে হবে। যদিও ভারত সরকারের নিয়ম অনুসারে SC, ST চাকরিপ্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন এবং OBC চাকরিপ্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

• শিক্ষাগত যোগ্যতা :-
১. আবেদনকারী প্রার্থীকে যে কোন একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. আবেদনকারী যদি ব্যাচেলর ডিগ্রির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তবে সেই সকল আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. ইংরেজিতে যথেষ্ট দক্ষ হতে হবে।
৪. সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• বেতন:- পে লেভেল ৫ অনুসারে ২৭,৫০০ থেকে ৭০,৬০০ টাকা।

• আবেদন পদ্ধতি:-
এই পদগুলোর জন্য আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে।
১. এর জন্য আপনাকে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.presiuniv.ac.in/web/webannoncement200720224.php এ যেতে হবে।
২. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে কি পদগুলি সংক্রান্ত সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। এই পেজটির একেবারে নিচে আবেদনের জন্য একটি লিংক রয়েছে https://presiuniv.ac.in/web/universitystaff/login.php তাতে আপনাকে ক্লিক করতে হবে।
৩. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি যে পদের জন্য আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে এবং New User Register and Apply অপশনে ক্লিক করতে হবে।
৪. আপনার বৈধ ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনার পার্সোনাল ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সমস্ত তথ্য গুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
৫. এরপর প্রয়োজনে নথিগুলি আপলোড করতে হবে।
৬. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত নথি সঠিকভাবে আপলোড করা হলে আপনার আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
যারা আগেও রেজিস্টার করেছেন নিজেদের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এর মাধ্যমে সহজেই রেজিস্টার করতে পারবেন।

• নির্বাচন পদ্ধতি:-
আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার বিচারে কর্তৃপক্ষের তরফে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে এবং ওই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর ফলাফল অনুসারেই প্রার্থীদের এই পদগুলিতে নিয়োগ করা হবে।

• নিয়োগের স্থান:-
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এই গ্রুপ- সি এবং গ্রুপ- ডি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হোন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন এবং তারপর আবেদন করুন।

আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button