স্কলারশিপ

Reliance Foundation Scholarship – রিলায়েন্স স্কলারশিপে আবেদন করে পেয়ে যান বার্ষিক পড়াশুনার খরচ ও অন্যান্য সুবিধা।

দেশের সকল গরিব কিন্তু মেধাবী পড়ুয়াদের জন্য Reliance Foundation Scholarship নিয়ে আসা হয়েছে, রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে। আমাদের দেশে মেধার অভাব নেই, কিন্তু আর্থিক পরিস্থিতি ঠিক না হওয়ার জন্য এই সকল মেধা হারিয়ে যাচ্ছে। এই ঘটনাক্রম রোখার জন্য আমাদের সকলের পরিচিত JIO এর কর্ণধার মুকেশ আম্বানি ও নিতা মুকেশ আম্বানির তরফে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। এই স্কলারশিপটি “Dhirubhai Ambani Scholarship” নামেও পরিচিত। আজকের এই প্রতিবেদনে আমরা এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা, বয়স, পদ্ধতি সম্পর্কে জেনে নেব।

Reliance Foundation Scholarship Online Apply Process.

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই কথা আমরা অনেক প্রাচীনকাল থেকে শুনে আসছি এবং এটি সূর্যের মত সত্যি একটি কথা। কারণ যেই সকল দেশের মানুষেরা এখনো অশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে তারা কোন দিনই উন্নত হতে পারবে না। এই কারণের জন্য ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরে কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারের তরফে নানা প্রকারের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এরই সঙ্গে সকল বেসরকারি প্রতিষ্ঠানের তরফেও স্কলারশিপ প্রদান করা হয়। Reliance Foundation Scholarship হল এর মধ্যে অন্যতম।

Reliance Foundation Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) জেনে রাখা ভালো যে এই স্কলারশিপটি শুধুমাত্র উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য।
২) আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে।
৩) ২০২৩ সাল অনুসারে আবেদনকারীর বয়স ২০ এর মধ্যে হতে হবে।

৪) পরিবারের বার্ষিক আয় ৪.৫০ লক্ষের মধ্যে হতে হবে।
৫) বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এই নিয়ম কার্যকর নয়।
Reliance Foundation Scholarship আবেদনের নথিপত্রঃ-
১) উচ্চমাধ্যমিক পাশের প্রমাণ হিসাবে সার্টিফিকেট ও মার্কসিট দিতে হবে।

২) বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের সার্টিফিকেট।
৩) পরিবারের আয়ের প্রমাণপত্র।
৪) বর্তমানের নিজের পাসপোর্ট সাইজের ফটো।
৫) ব্যাংকের পাসবই।

Reliance Foundation Scholarship আবেদনের পদ্ধতিঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২) www.scholarships.reliancefoundation.org এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) Application Portal এই অপশনে ক্লিক করতে হবে।

৪) আপনাকে নিজের ই মেল, মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে।
৫) এরপরে একটি অনলাইন ফর্ম খুলবে আপনাকে নিজের সকল তথ্য নির্ভুলভাবে লিখে দিতে হবে।
৬) সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদন মঞ্জুর হবে।
৭) এরপরে আপনাকে ই মেল বা মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেওয়া হবে।

Reliance Foundation Scholarship নিয়ে আরও কিছু তথ্যঃ-
১) প্রতি বছর মে – জুন মাসে এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২) কারণ CBSE ও দেশের সকল রাজ্যের বাকি শিক্ষা বোর্ডের রেজাল্ট বেরোনোর পরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৩) বার্ষিক ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। এর অতিরিক্ত কিছু সুবিধা আপনারা পাবেন।
৪) এছাড়াও স্নাতকোত্তর বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে ২ লক্ষ টাকাও পাওয়া সম্ভব। এই বিষয়টা সম্পূর্ণ যোগ্যতা ও সাক্ষাৎকারের ওপরে নির্ভর করে।

School Holiday List – পশ্চিমবঙ্গের নতুন ছুটির তালিকা, স্কুল কলেজের আরও 25 টি অতিরিক্ত ছুটি ঘোষণা। পুর্নাঙ্গ ছুটির তালিকা দেখুন।

এই স্কলারশিপ নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

VI Mobile Recharge – মাত্র 99 টাকায় প্রিপেইড রিচার্জ প্ল্যান, কোন কোন সুবিধা মিলছে, বিস্তারিত জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button