বিনিয়োগ

SBI Amrit Kalash Deposit – অমৃত কলস ডিপোজিটে ৩১ শে মার্চের মধ্যে বিনিয়োগ করলে ৭.৬০% পর্যন্ত সুনিশ্চিত রিটার্ন। আবেদনের পদ্ধতি দেখে নিন।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে চলতি মাসে ফের রেপো রেট বৃদ্ধি করার জন্য SBI সহ বাকি সকল ব্যাংক গুলি নিজেদের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। ৮ ই ফেব্রুয়ারি ০.২৫% বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে RBI। বর্তমানে আমাদের দেশে এই রেপো রেট ৬.৫০% পৌঁছেছে। যাকে অনেক আর্থিক বিশেষজ্ঞ স্বাভাবিকের থেকে বেশি বলে মনে করছে।

SBI Amrit Kalash Deposit স্কিমের মাধ্যমে নিশ্চিত রিটার্ন পাওয়ার সুবর্ণ সুযোগ।

এই বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI। এই SBI Amrit Kalash Deposit স্কিমটিতে শুধুমাত্র ১৫ ই ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যে করা যাবে। ৪০০ দিনের জন্য এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব। দেশের মানুষেরা বিনিয়োগের কথা ভাবলেই প্রথমেই তাদের সরকারি প্রতিষ্ঠানের কথা মাথায় আসে। আর সেই সংস্থা যদি ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে তো আর কথাই নেই।

Post Office – এককালীন টাকা বিনিয়োগ করে প্রতিমাসে ৭.১০% পর্যন্ত রিটার্ন পান বিনা পরিশ্রমে, কারা পাবেন এই সুবিধা দেখে নিন।

SBI Amrit Kalash Deposit স্কিমে সম্পর্কিত কিছু তথ্যঃ-
১) দেশের সকল নাগরিকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই স্কিমে টাকা জমা করতে পারবে।
২) সাধারণ নাগরিকেরা এই স্কিমে ৭.১০% রিটার্ন পাবে।
৩) ৬০ বছরের ওপরে সকল নাগরিকেরা ৭.৬০% রিটার্ন পাবে। এই সুদকে ষ্টেট ব্যাংকের এখনও পর্যন্ত প্রদত্ত সবচেয়ে বেশি হিসাবে ধরা হচ্ছে।

৪) এছাড়াও ব্যাংকের কর্মচারী বা পেনশন ভোগীরা আরও ১% সুদ বেশি পাবে।
SBI Amrit Kalash Deposit স্কিমে কিভাবে বিনিয়োগ করেবন ও নথিপত্র কি লাগতে পারেঃ-
১) আপনার নিকটবর্তী যে কোন ষ্টেট ব্যাংক এর ব্রাঞ্চে গিয়ে আপনি এই আবেদন করতে পারবেন।
২) এস বি আই এর অনলাইন অ্যাপ YONO র মাধ্যমেও অ্যাপ্লাই করা যাবে।

SBI Amrit Kalash Deposit স্কিমে কতো টাকা রিটার্ন পেতে পারেনঃ-
১) মনে রাখতে হবে এই স্কিমে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করা বাধ্যতামূলক।
২) প্রতিমাসে, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা একবারে এই টাকার সুদ নিতে পারেন।
৩) ১ লক্ষ টাকা বিনিয়োগে বরিষ্ঠ নাগরিকরা ৮,৬০০ টাকা ও সাধারণ নাগরিকেরা ৮,০১৭ টাকা পাবেন। আপনারা নিজের ইচ্ছা অনুসারে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

Public Provident Fund – এই প্রকল্পের টাকা 31 মার্চের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে, ধনী গরিব সবাই পাবে।

ষ্টেট ব্যাংকের এই স্কিম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। এই ধরণের আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। ধন্যবাদ।   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button