Trending News

UIDAI – আপনার আধার কার্ড কি অনেক বছর পুরনো? তাহলে এই বিষয়টি আপনার একবার জেনে রাখা প্রয়োজন।

২৮ শে জানুয়ারি ২০০৯ সালে ভারতে প্রথম বারের জন্য কেন্দ্রীয় সরকারের অধিনস্থ সংস্থা UIDAI এর উদ্যোগে এই আধার কার্ড এর সূচনা করা হয়। সেই সময়ে এই কার্ডের গুরুত্ব তেমন ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে এটি আমাদের দেশের সবচেয়ে প্রয়োজনীয় সরকারি নথি। সরকারি প্রকল্প থেকে ব্যাংক, স্কুল থেকে কলেজ সর্বত্র এই নথি ছাড়া নিজের কাজ করা সম্ভব নয়।

UIDAI এর তরফে নাগরিকদের এই নিয়ম মানার সুপারিশ করা হল।

ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণ নাগরিক সকলকেই এই আধার কার্ড তৈরি করতে হবে এবং সময় সময় আপডেট করে নিতে হবে। সম্প্রতি UIDAI – Unique Identification Authority Of India নিজেদের অফিসিয়াল পোর্টালে দেশের সকল নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিল। এতে বলা হয়েছিল যেই সকল নাগরিকদের আধার কার্ড ১০ বছর পুরনো তাদেরকে নিজেদের কার্ড আপডেট করতে হবে।

Pan Card – মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি বসে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখে নিন।

কারণ, অনেক সময় আমাদের মোবাইল নম্বর, ঠিকানা পরিবর্তন করতে হয়। এছাড়াও ছবি, আঙুলের ছাপ সময়ের সঙ্গে পাল্টাতে থাকে, এই কারণে সকলের উচিত কিছু বছর বাদে বাদেই এই আপডেট করে রাখা। যাতে ভবিষ্যতে কোন ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয়। বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে মোট ১৩৬ কোটির কাছাকাছি মানুষের আধার কার্ড আছে।

UIDAI এই সুপারিশের ফলে এই বিপুল সংখ্যক নাগরিকদের সতর্ক হওয়ার প্রয়োজন। কারণ এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন নির্দেশ দেওয়া হয়নি। অনেক আর্থিক বিশেষজ্ঞদের মত অনুসারে ৩১ শে মার্চ ২০২৩ এর আগে সকলের উচিত এই কাজ সম্পন্ন করে নেওয়া। নতুন আর্থিক বছর থেকে এই সুপারিশ বাধ্যতামূলক হয়ে গেলে সমস্যায় পরতে পারেন নাগরিকেরা।

আধার কার্ডে কি ধরণের আপডেট করানোর প্রয়োজন দেখে নিনঃ-
১) সর্বপ্রথম বাচ্চাদের তৈরি করা আধার কার্ড ৫ বছর ও ১৫ বছর বয়সে আপডেট করাতে হবে।
২) ১৮ বছর বয়স উত্তীর্ণ হলে ফের একবার নিজের প্রাপ্তবয়স্কতা প্রমান করার জন্য এই আপডেট করা প্রয়োজন।
৩) এই আপডেট না করালে ভবিষ্যতে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন সকলে।

৪) অনেকে বলতে পারেন আমাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর একই আছে আমরা কি করব?
৫) তাদের জন্য UIDAI এর তরফে বলা আছে তারা নিজেদের বাকি সকল নথি আধার কার্ডের সাথে লিঙ্ক বা আপডেট করাতে পারেন।
৬) এই সকল আপডেট আপনাদের নিকটবর্তী কোন আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে গিয়ে করাতে পারবেন।

৭) POI – Proof Of Identity ও POA – Proof Of Address এর মধ্যে কোন একটা, যেমন – ভোটার বা প্যান কার্ড আপনারা লিঙ্ক করাতে পারেন।
৮) অনলাইনের মাধ্যমেও আপনি এই আপডেট করাতে পারবেন।
৯) www.uidai.gov.in এই ওয়েবসাইট খুলতে হবে।

১০) My Aadhaar অপশনে গিয়ে আপডেট ডেটা অ্যান্ড স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করে দিতে হবে।
১১) এরপরে লগইন অপশনে ক্লিক করে নিতে হবে।
১২) নিজের আধার নম্বর লিখে দিতে হবে।
১৩) আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি দিয়ে দিতে হবে।
১৪) আপনি এর পরে নিজের ইচ্ছে অনুসারে সকল আপডেট বা কোন ভুল সংশোধন করতে পারবেন।

এবার থেকে Aadhaar Card দিয়েই করতে পারবেন এই সমস্ত জরুরী কাজ, চটপট দিখে নিন।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button