ব্যাংকিং

SBI Credit Card – 1লা জুন থেকে স্টেট ব্যাংক গ্রাহকরা এই সুবিধা পাবেন না!

এসবিআই এর ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহারকারীদের জন্য এলো বড় খবর। আসন্ন ১ জুন থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে SBI (State Bank of India). এবার একাধিক পেমেন্টের উপর থেকে রিওয়ার্ড পয়েন্ট (SBI Reward Point) দেওয়ার সুবিধা তুলে নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাহকদের জন্য এটি এক দুঃসংবাদ বলা যায়‌। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক(Public Sector Bank) হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের অধিকাংশ লোকের এই ব্যাংকে একাউন্ট রয়েছে।

SBI Credit Card Reward Point Rule Change.

এই ব্যাংক গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একাধিক সুবিধা দিয়ে থাকে। বর্তমানে দেশের অধিকাংশ মানুষই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহার করে থাকেন। কিন্তু আগামী ১ জুন থেকে একাধিক পেমেন্টের উপর রিওয়ার্ড পয়েন্ট তুলে নিতে চলেছে স্টেট ব্যাংক।

স্টেট ব্যাংক ক্রেডিট কার্ড নতুন নিয়ম

মূলত স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই খারাপ খবরই শোনালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার থেকে বেশ কিছু পেমেন্টের ক্ষেত্রে রিওয়ার্ডস পয়েন্ট (Credit Card Reward Point) পাবেন না কার্ড গ্রাহকেরা। স্টেট ব্যাংকের তরফ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে, সরকারি সংক্রান্ত লেনদেনের (SBI Credit Card Transaction) ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না গ্রাহকরা। আসন্ন ১ই জুন থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম।

স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড কেন এত জনপ্রিয়?

এখনকার দিনে আর মানুষ নিজের জমানো টাকা (Savings) একেবারে খরচ করতে পছন্দ করে না। সেই জন্য অনেকেই ক্রেডিট কার্ড (Credit Card) নিচ্ছেন ব্যাংকের তরফে, যার মাধ্যমে সকলে বিল পেমেন্ট করে নিতে পারবে। কিন্তু একেবারে মাসের শেষে বা শুরুতে এই টাকা ব্যাংককে ফিরিয়ে দিতে হয়। আর এক পরিসংখ্যান অনুসারে SBI Credit Card এর সংখ্যা বর্তমানে ১ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩৬৩।

SBI Credit Card Holders Does Not Get Reward Point

আর এই সকল SBI Credit Card গ্রাহকরা অনলাইনের মাধ্যমে লেনদেন করলে তাদের রিওয়ার্ড পয়েন্ট (Reward Point) দেওয়া হত। আর এর মাধ্যমে সকলেই পরে ক্যাশ বেনিফিট বা কিছু গিফট কুপন পেয়ে জেতেন। কিন্তু এখন আর এই সুবিধা আগামী ১লা জুন ২০২৪ থেকে দেওয়া হবে না গ্রাহকদের। এই খবর শুনে রীতিমত মাথায় হাত পড়েছে কোটি কোটি গ্রাহকদের।

Reward Point Provide Stop in This SBI Credit Cards

1) এসবিআই কার্ড প্ল্যাটিনাম (SBI Card Platinum).
2) এসবিআই কার্ডের প্রাইম অ্যাডভান্টেজ (SBI Prime Advantage).
3) এসবিআই কার্ড প্রাইম প্রো (SBI Card Prime Pro).
4) এসবিআই কার্ড প্রাইম (SBI Card Prime).

5) এসবিআই কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ (SBI Card Platinum Advantage).
6) সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড (Simply Click Advantage SBI Card).
7) গোল্ড এসবিআই কার্ড (Gold SBI Credit Card).
8) সিম্পলি ক্লিক এসবিআই কার্ড (Simply Click SBI Card).

9) এসবিআই কার্ড পালস (SBI Card Pulse).
10) গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড (SBI Classic Gold Card).
11) এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ (SBI Card Elite Advantage).
12) গোল্ড ডিফেন্স এসবিআই কার্ড (SBI Defence Gold Card).

13) গোল্ড অ্যান্ড মোর এসবিআই কার্ড (Gold & More SBI Credit Card).
14) এসবিআই কার্ড এলিট (SBI Card Elite).
15) গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ এসবিআই কার্ড (Gold & More Advantage SBI Card).
16) গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি এসবিআই কার্ড (Gold & More Employee SBI Card).

17) কেভিবি এসবিআই গোল্ড অ্যান্ড মোর কার্ড (KVB SBI Gold & More Card).
18) সিম্পলি সেভ এসবিআই কার্ড (Simply Save SBI Card).
19) কেভিবি এসবিআই প্লাটিনাম কার্ড (KVB SBI Platunum Card).
20) সিম্পলি সেভ এমপ্লয়িজ এসবিআই কার্ড (Simply Save Employees SBI Card).

21) এসআইবি সিম্পলি সেভ কার্ড (SBI Simply Save Card).
22) গোল্ড অ্যান্ড মোর টাইটানিয়াম এসবিআই কার্ড (Gold & More More Titanium SBI Credit Card).
23) এসআইবি এসবিআই প্লাটিনাম কার্ড (SIB SBI Platinum Card).
24) সিম্পলি সেভ অ্যাডভান্টেজ এসবিআই কার্ড (Simply Save Advantage SBI Credit Card).

25) সিম্পলি সেভ ইউপিআই এসবিআই কার্ড (Simply Save UPI SBI Credit Card).
26) কৃষক উন্নতি এসবিআই কার্ড (Kisan Unnati SBI Card).
27) সিম্পলি সেভ মার্চেন্ট এসবিআই কার্ড (Simply Save Marchent SBI Card).
28) সিম্পলি সেভ প্রো এসবিআই কার্ড (Simply Save Pro SBI Card).

29) পিএসবি এসবিআই সিম্পলি সেভ কার্ড (PSB SBI Simply Save SBI Credit Card).
30) সেন্ট্রাল ব্যাংক সিম্পলি সেভ এসবিআই কার্ড (Central Bank Simply Save SBI Card).
31) পিএসবি এসবিআই কার্ড প্রাইম (PSB SBI Prime Card).
32) কেন্দ্রীয় ব্যাংক এসবিআই কার্ড প্রাইম (Central Bank SBI Card).

33) পিএসবি এসবিআই কার্ড এলিট (PSB SBI Card Elite).
34) ইউকো ব্যাংক সিম্পলি সেভ এসবিআই কার্ড (UCO Bank Simply Save SBI Credit Card).
35) ইউকো ব্যাংক এসবিআই কার্ড এলিট (UCO Bank SBI Elite).
36) ইউকো ব্যাংক এসবিআই কার্ড প্রাইম (UCO Bank SBI Card Prime).

37) সেন্ট্রাল ব্যাংক এসবিআই কার্ড এলিট (Central Bank Elite SBI Credit Card).
38) কেভিবি এসবিআই সিগনেচার কার্ড (KVB SBI Signature).
39) সিটি ইউনিয়ন ব্যাংক সিম্পলি সেভ এসবিআই কার্ড (City Union Bank Simply Save SBI Card).
40) কর্ণাটক ব্যাংক এসবিআই প্লাটিনাম কার্ড (Karnataka Bank SBI Platinum Card).
41) সিটি ইউনিয়ন ব্যাংক এসবিআই কার্ড প্রাইম (CITI Union Bank SBI Card Prime).

Bajaj Finance FD (বাজাজ ফাইনান্স ফিক্সড ডিপোজিট)

42) কর্ণাটক ব্যাংক এসবিআই কার্ড প্রাইম (Karnataka Bank SBI Card Prime).
43) এলাহাবাদ ব্যাংক এসবিআই কার্ড প্রাইম (Allahabad Bank SBI Card Prime).
44) কর্ণাটক ব্যাংক এসবিআই সিম্পলি সেভ কার্ড (Karnataka Bank SBI Simply Save Card).
45) এলাহাবাদ ব্যাংক এসবিআই সিম্পলি সেভ কার্ড (Allahabad Bank SBI Simply Card).
46) এলাহাবাদ ব্যাংক এসবিআই কার্ড এলিট (Allahabad Bank SBI Card Elite).

পোস্ট অফিসের KVP স্কিমে কম সময়ে টাকা ডবল! ৯৯% মানুষই জানে না

এক্ষেত্রে উল্লেখ্য, সব কটি SBI Credit Card সংস্থাই গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্টস দেয়। এই রিওয়ার্ড পয়েন্টস শপিং, বিমানের টিকিট কাটা, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে। যার ফলে কার্ড ব্যবহারকারীর মোটা অঙ্কের টাকা বাঁচে। কিন্তু, এখন থেকে বেশ কিছু ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার সুবিধা তুলে নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ফলে, নানাবিধ সমস্যার সম্মুখীন হতে চলেছেন গ্রাহকেরা।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button