ছুটি

School Reopen – গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে শিক্ষা দফতরের বড় ঘোষণা।

Ad

রাজ্যের সকল বিদ্যালয়ে ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল এবং এখন School Reopen বা পুনরায় বিদ্যালয় খোলা নিয়ে বিস্তারিত নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে। ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করার জন্য সরকারের তরফে এই ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি অতিরিক্ত গরমের কারণে এক সপ্তাহের জন্য সকল স্কুল – কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত বছরের মত এইবারেও অনেক দিন গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল।

School Reopen Latest News By WB Education Department.

কিন্তু এই দীর্ঘ ছুটির ফলে সকল পড়ুয়াদের যেই পড়াশোনা ঘাটতি হয়েছে সেই ঘাটতি পোষানোর জন্য সকল শিক্ষক ও শিক্ষিকাদের জন্য শিক্ষা দফতরের তরফে একটি জরুরি নির্দেশিকা প্রকাশিত করা হয়েছে (School Reopen In WB). কিন্তু এতদিন সঠিক কোন নির্দেশিকা না পাওয়ার জন্য সকলের মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে কবে Summer Vacation শেষ হয়ে আবার পুনরায় স্কুল খুলবে? কিন্তু ৩১ শে মে স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে আগামী ১৫ ই জুন থেকে স্কুল খোলা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এই সকল কিছুর মধ্যেই পড়ুয়াদের পড়াশোনার ক্ষতিপূরণ করার জন্য সকল শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেওয়া সহ আরও অনেক নির্দেশ পালন করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। টানা ৫০ দিনের কাছাকাছি সময় ধরে স্কুল বন্ধ (School Reopen). কিন্তু আবাহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

School Reopen এর পরে শিক্ষকদের কি নির্দেশ মানতে হবেঃ-
১) গরমের ছুটির পরে সকল শিক্ষক ও শিক্ষিকাদের শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি মেটাতে হবে।
২) বিদ্যালয়ের তরফে এই নিয়ে পরিকল্পনা করতে হবে।
৩) এছাড়াও টিফিন চলাকালীন সকল শিক্ষকদের খাওয়ার খাওয়া ও পড়ুয়াদের কাজ ছাড়া অন্য কিছু করা যাবে না।

৪) ছুটি নিতে হলে সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অবশ্যই নিজেদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অনুমতি নিতে হবে।
৫) পরীক্ষার আগেই সকলের সিলেবাস সঠিক পদ্ধতি মেনে ও অতিরিক্ত ক্লাস নিয়ে শেষ করতে হবে।
৬) গরমের ছুটির পর বিদ্যালয় খুললেই রান্না করা খাওয়া সকলকে দিতে হবে।

৭) স্কুল চত্বর পরিষ্কার ও পরিছন্ন করে রাখতে হবে।
৮) উপরোক্ত সকল নিয়োগ স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের মানতে হবে এবং সকল সহ শিক্ষকদের মানাতে হবে।
৯) টানা দুই মাস পর স্কুল খোলার পর সিলেবাস শেষ করা একটা খুবই মুশকিল কাজ বলে মনে করছেন অনেক শিক্ষকেরা।

Primary TET Interview – প্রাথমিক টেট ইন্টারভিউ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করলো পর্ষদ।

বিগত ২০২২ সালেও এই গরমের কারণে ২ রা মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল এবং ২৬ শে জুন থেকে পুনরায় স্কুল খোলা হয়েছিল (School Reopen). কিন্তু এই বছরে ফের এই রকম কিছু হওয়ার কোন সম্ভাবনা নেই বলে মনে করছেন অনেকে। কিন্তু ১৫ তারিখের আগে ফের কোন নির্দেশ দেওয়া হয় কিনা সেই দিকে নজর সকলের। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

WB TET Interview – প্রাথমিক টেট ইন্টারভিউ এর তারিখ জানিয়ে দিলো পর্ষদ।

Related Articles

4 Comments

  1. Age bachader health dekhte hbe…tapoprobaho jkhon komeni r 7 days chuti thakle temon kichu khoti hbe nah..gorome osustho hte pre Bachara..eta amr mot jdi vul boli then sorry…

  2. দয়া করে 🙏 স্কুল টা খুলে রাখুন, যাদের অসুবিধা হবে সেই বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবেন না, আর যারা পাঠাতে চান তারা পাঠাবেন স্কুলে। জোড় করে কেন সবাইকে স্কুলে আসতে বারণ করা হবে??

  3. গরমের ছুটি আর কয়েকদিন বেড়ে যাওয়া উচিত। কেননা তাপপ্রবাহ আবারও বেড়ে চলেছে। তাই বাচ্চাদের স্বাস্থের কথা ভাবা উচিত

    1. বিশ্ববিদ্যালয় আর বন্ধ দেবেন না আমাদের পড়াশুনার খতি হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button