Trending News

Gold Rate Today – সোনার দামে একধাক্কায় মহা পরিবর্তন। 22 ক্যারেট গয়না কিনুন। এই সুযোগ খুবই সীমিত।

Gold Rate Today বা সোনার দাম নিয়ে জরুরি খবর। সারা রাজ্যে এখন জাঁকিয়ে পড়ছে শীত। আজ সপ্তাহের শেষ অর্থাৎ শনিবার। আগামীকাল পৌষ সংক্রান্তি। তারপরই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, পৌষ মাস পেরিয়ে মাঘ মাস শুরু হতে চলেছে। আর অগ্রহায়ণের পর মাঘ মাস মানেই বাংলায় চলে বিয়ের মরশুম। এই বিয়ের মরশুমে শাড়ির পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণে সোনার গয়না (Gold Ornaments) কিনে থাকে।

Gold Rate Today In Kolkata West Bengal.

তবে বিগত বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি (Gold Rate Today) পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেই। এরপর সোনার দাম অবশ্য কিছুটা কমলেও আজ ফের সামান্য বেড়েছে সোনার দাম। কিন্তু এখনও এই দাম বিয়ের মরশুম শুরু হওয়ার আগে পর্যন্ত কম থাকবে বলে মনে করছেন অনেকে। এবারে জেনে নিন আজকে কিনলে কত ছাড় পাবেন।

আজ কলকাতায় সোনার রেট

২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম (24 Carat Gold Rate Today) ১ গ্রামে ৬২৮০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬২৮০০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬৩১০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৩১০০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার (22 Carat Gold Rate Today) বাটের দাম ১ গ্রামে ৬০০০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬০০০০ টাকা। ১২ জানুয়ারি, শুক্রবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় সোনার দামের পরিবর্তনের পরিসংখ্যান।

গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৭০০ টাকা। আজ পাকা সোনার বাটের দাম (Gold Rate Today) ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৮০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ১০০ টাকা।গতকাল খুচরো পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩০০০ টাকা। আজ খুচরো পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩১০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ১০০ টাকা।

গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৯৯০০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৬০০০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ১০০ টাকা। উল্লেখ্য, ১১ জানুয়ারি, বৃহস্পতিবার হলমার্ক সোনার দাম (Gold Rate Today) ৫০ টাকা বাড়লেও ৪ জানুয়ারি হলমার্ক সোনার দাম কমেছিল ৩০০ টাকা এবং ৯ জানুয়ারি হলমার্ক সোনার দাম কমেছিল ৪০০ টাকা।

জিএসটি এবং টিসিএস বাদে আজকে কলকাতায় রূপোর রেট রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৬০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৭০০ টাকা। ১২ জানুয়ারি, শুক্রবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় রূপোর দাম (Gold Rate Today) পরিবর্তনের পরিসংখ্যান শুক্রবার রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৮০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৬০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রূপোর বাটের দাম কমেছে ২০০ টাকা।

Income Tax Calculator (ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর)

শুক্রবার খুচরো রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৯০০ টাকা। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭১৭০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো রূপোর বাটের দাম কমেছে ২০০ টাকা। উল্লেখ্য, গতকাল প্রতি কেজি রূপোর বাটের দাম (Gold Rate Today) বেড়েছিল ১০০ টাকা। ১১ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ৫০০ টাকা, ৯ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ৪০০ টাকা।

500 টাকার জাল নোট সহজেই চিনে নিন। RBI জানিয়ে দিলো।

সবমিলিয়ে, নতুন বছরের (Gold Rate Today) শুরুতেই মাঘ মাস আসার আগেই কমছে সোনা ও রূপোর দাম। তাই আজ বুধবার সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা কিংবা রুপো কিনতে। আর আপনাদের কেনার আগে GST যুক্ত হবে এবং তখন এই দাম অনেকটাই বাড়তে পারে।
Written by Sampriti Bose.

এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button