পড়াশোনা

Madhyamik Routine 2023 – আবার বদলে গেল মাধ্যমিকের রুটিন, বিভ্রান্ত না হয়ে সঠিক রুটিন ডাউনলোড করুন।

Madhyamik Routine 2023 এর বড়ো রদবদল আনলো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).
সামনেই মাধ্যমিক, পরীক্ষার্থীদের অনুশীলন এখন সর্বোচ্চ পর্যায়ে। প্রতিদিন গোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শেষমূহুর্তে বাংলার প্রবন্ধ দেখে নেওয়া থেকে প্রতিদিন নিয়ম করে অংকের ঝালাই কিন্তু বাধ্যতামূলক। জীবনের প্রথম বড়ো পরীক্ষায় কেউই সময় একবিন্দু নষ্ট করতে ইচ্ছুক নয়। কিন্তু হঠাৎই রাজ্য সরকারের নয়া নির্দেশিকা পড়ুয়াদের জন্য।

Madhyamik Routine 2023 এর পরিবর্তিত রুটিন সম্পর্কে জেনে নিন।

মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো রাজ্যের সাগরদীঘি কেন্দ্রের উপনিবার্চনের জন্য। মূর্শিদাবাদ কেন্দ্রের সাগরদিঘীর ৩ বারের বিধায়ক স্বপন সাহার আকস্মিক মৃত্যুতে নতুন করে নির্বাচনের দরকার পড়েছে। গোটা দেশজুড়ে আরো ছয়টা বিধানসভা কেন্দ্রে নতুন করে নির্বাচনের কথা ঘোষণা করেছে। একটি লোকসভা কেন্দ্রের সাংসদ মারা যাওয়াতে একসাথে সেখানেও নির্বাচনের কথা ঘোষণা করেছে কেন্দ্র। একইদিনে সমস্ত কেন্দ্রে ভোট হবে।

কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৩০,০০০ টাকা অবধি

২৭ ফেব্রুয়ারির জায়গায় মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১লা মার্চ। কিন্তু সমস্যা হলো তাদের অঙ্ক পরীক্ষা নিয়ে। সেদিনই উপনির্বাচনের ফলাফল। ২রা মার্চই তাদের অঙ্ক পরীক্ষা। ইতিহাসের একদিন পর গণিত পরীক্ষা দেওয়াতে তাদের অনুশীলনের কিছুটা হলেও অসুবিধায় পড়তে হবে।

Madhyamik Routine 2023 এর পরিবর্তিত রুটিনের তালিকা দেখে নিনঃ-
১. ২৩/০২/২০২৩ – বাংলা
২. ২৪/০২/২০২৩ – ইংরাজি
৩. ২৫/০২/২০২৩ – ভূগোল
৪. ২৮/০২/২০২৩ – জীবন বিজ্ঞান

৫. ০১/০৩/২০২৩ – ইতিহাস
৬. ০২/০৩/২০২৩ – গণিত
৭. ০৩/০৩/২০২৩ – ভৌত বিজ্ঞান
৮. ০৪/০৩/২০২৩ – ঐচ্ছিক বিষয়

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2023 – WBBSE Madhyamik Lifescience Suggestion 2023 PDF Download Free.

এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button