Trending News

Union Budget 2023 – একনজরে দেখে নিন কোন জিনিসের দাম বাড়ল ও কোন জিনিসের কমলো।

Union Budget 2023 ১ লা ফেব্রুয়ারি ২০২৩ ভারতের সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন পেশ করলেন। এই নিয়ে পঞ্চম বারের জন্য তিনি এই বাজেট পেশ করেছেন, দীর্ঘ ১ ঘণ্টা ২৭ মিনিটের এই বাজেট ভাষণে নাগরিক সহ দেশের সকল বিষয় নজরে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। সুদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Union Budget 2023 দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।

Union Budget 2023 এ আয়কর থেকে শুরু করে, মহিলাদের স্বাবলম্বী করার জন্য, প্রবীণ নাগরিকদের জন্য, শিল্প, স্বাস্থ্য, ব্যাংকিং, তথ্য প্রযুক্তি এছাড়াও আরও অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সকল আমজনতার একটাই প্রশ্ন মাথায় সবার প্রথমে আসে, যে কোন জিনিসের দাম বাড়ল ও কোন জিনিসের দাম কমলো। এই সামান্য তথ্য জানার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আজকের প্রতিবেদনে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি।

Income Tax 2023 – বাজেটে ইনকাম ট্যাক্স নিয়ে বিরাট সুখবর, কার কত লাভ হল জেনে নিন।

Union Budget 2023 কোন জিনিসের দাম বৃদ্ধি পেলঃ-
১) সোনা ও সোনা দিয়ে তৈরি গয়নার দাম বৃদ্ধি পেতে চলেছে।
২) রুপোর তৈরি বাসন – পত্র সহ গয়নার দাম বৃদ্ধি পেয়েছে।
৩) আমদানি করা প্ল্যাটিনাম গয়নার দাম বাড়বে।

৪) তামার তৈরি সকল বস্তুর।
৫) কাঁচামাল হিসাবে রাবারের দাম বৃদ্ধি পেয়েছে। রাবার দিয়ে তৈরি সকল বস্তু – বুট জুতো, শিল্প ও চিকিৎসায় প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
৬) আমদানি করা রান্নাঘরের বৈদ্যুতিন চিমনি।

৭) রেডিমেড পোশাকের দাম বাড়বে।
৮) তামাকজাত দ্রবের মধ্যে অন্যতম সিগারেট এর দাম বৃদ্ধি পাবে।
Union Budget 2023 কোন জিনিসের দাম কমলোঃ-
১) ইলেকট্রিকে চালিত সকল বাইক, স্কুটি ও গাড়ির দাম কমলো।

২) সকল প্রকারের যন্ত্রে ব্যবহিত ব্যাটারি তৈরি করার জন্য লিথিয়ামে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।
৩) এর ফলে মোবাইল ফোনের দাম কমবে বলে আশা করা যায়।
৪) LED – Light Emitting Diodes ডিসপ্লের দামের আমদানি শুল্ক কমানো হয়েছে। এর ফলে টেলিভিশনের দাম কমবে।

৫) হিরের গয়নার দাম কমতে চলেছে।
৬) দেশে উৎপাদিত সাইকেল এর দাম কমেছে।
৭) ক্যামেরার লেন্সের দামে আমদানি শুল্ক কমানো হয়েছে।
Union Budget 2023 এ পরিবর্তিত সকল দ্রবের নতুন দাম আগামী ২০২৩ – ২০২৪ অর্থবর্ষ থেকে কার্যকর হতে চলেছে।

Income Tax দেশের কর কাঠামোতে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এই নতুন দামের পরিবর্তন নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের পেজটিকে শেয়ার ও সাবসক্রাইব করুন। ধন্যবাদ।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button