চাকরির খবর

Abhijit Gangopadhyay – চাকরিপ্রার্থীদের মাথায় হাত, নিয়োগ দুর্নীতির সকল মামলা থেকে সরতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে?

পশ্চিমবঙ্গের প্রায় সকল সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতির শুনানি নিয়ে Abhijit Gangopadhyay অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। SSC থেকে শুরু করে প্রাথমিক TET, এছাড়াও কিছু দিন আগে রাজ্যের বেশ কয়েকটি পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে এবং এই সকল দুর্নীতির সঠিক তদন্ত পাওয়ার আশায় সকল যোগ্য চাকরি প্রার্থীদের একমাত্র ভরসা হল আদালত। এতদিন যাবত এই সকল নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে অনেক কড়া সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে ২০১৬ সালে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকদের নিয়োগের মামলা।

Abhijit Gangopadhyay কে সরতে হতে পারে মামলার শুনানি থেকে!!!

এই সকল বিষয়ের জন্যই যোগ্য চাকরিপ্রার্থীরা বিচারপতি Abhijit Gangopadhyay এজলাসে মামলার শুনানি হোক সেটাই চাইতেন (WB Recruitment Scam). কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক মামলা চলাকালীন বলা হয়েছে, কোন বিচারপতি যেই মামলা নিয়ে শুনানি করছেন, তিনি সেই বিষয় নিয়ে কোন রকম মন্তব্য বা সাক্ষাৎকার দিতে পারেন না এবং তিনি এই কাজ করলে তাকে সেই মামলার শুনানির অধিকার থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন।

কিন্তু এই মন্তব্যের কারণ কি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন – আমরা কোন মামলায় (WB Recruitment Scam) হস্তক্ষেপ করতে চাইনা। কিন্তু যদি কোন বিচারপতি (Abhijit Gangopadhyay) কোন মামলার শুনানি বা মামলাকারীর বিষয়ে টেলিভিশন চ্যানেলে নিজের মন্তব্য জানান তাহলে তিনি সেই মামলার আর শুনানি করতে পারেন না। আমাদের এই ধরণের কারণের জন্য এই সকল মামলায় হস্তক্ষেপ করতে হয়, এই প্রক্রিয়া একদমই ঠিক নয়।

WB Recruitment Scam সহ আরও সকল প্রকারের দুর্নীতি নিয়ে এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি Abhijit Gangopadhyay। তিনি সত্যিই এই সাক্ষাৎকার দিয়েছিলেন কিনা এই নিয়ে হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে আগামী শুক্রবারের মধ্যে জানাতে বলে হয়েছে। এই কথা প্রমানিত হয়ে গেলে অভিজিৎ গাঙ্গুলিকে WB Recruitment Scam এর সকল মামলা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। এইবার দেখার অপেক্ষা যে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।

WB Govt Scheme (পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প)

১৯৮৫ সালে বিচারপতিদের জন্য ব্যাঙ্গালোর প্রটোকল (THE BANGALORE PRINCIPLES OF JUDICIAL CONDUCT) নামে একটি আইন আনা হয়। যেখানে কোনও মামলার বিচার চলাকালীন সেই বিচারপতি উক্ত মামলা নিয়ে সংবাদ মাধ্যমে কোন বিবৃতি দিতে পারবেন না। আর সেই প্রটোকল কে হাতিয়ার করে সুপ্রীম কোর্টে মামলা হয়েছে। আর সেই মামলায় সুপ্রীম কোর্টের বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যের রেজিস্টার জেনারেল কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। যেখানে ব্যাঙ্গালোর প্রটোকল অনুযায়ী তাঁর বিচারাধীন সকল মামলা থেকে সরানো হতে পারে।

রাজ্যের সকল নিয়োগ দুর্নীতি মামলা (WB Recruitment Scam) নিয়ে Abhijit Gangopadhyay কিছু দিন আগে জানিয়েছিলেন আমাদের কাছে এমন প্রমাণ আছে যার মাধ্যমে ২০১৬ সালের পুরো প্যানেল আমরা বাতিল করে দিতে পারি কিন্তু আদালত চায়না কোন যোগ্য প্রার্থীর চাকরি যাক। এছাড়াও SSC মামলায় দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য ২০০ এর বেশি শিক্ষকদের চাকরি বাতিলের ঘোষণা করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের তরফেও এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এছাড়াও আরও অনেক নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন Abhijit Gangopadhyay সেই সকল মামলার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সকলে।

School Reopen – গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলতেই ছাত্র শিক্ষকদের নতুন নির্দেশ, এই 7 দিনে কি কি করতে হবে জেনে নিন।

জাস্টিস গাঙ্গুলী কে সরিয়ে দিলে এই মামলার কি হবে? এই নিয়ে দুশ্চিন্তায় লাখ লাখ কর্মপ্রার্থী। তারা কি সুবিচার পাবেন না? নাকি অতল গহীনে শত ফাইলের নিচে চাপা পড়ে যাবে, শিক্ষক দুর্নীতি মামলা? কেচো খুড়তে গিয়ে কেউটো বেরনোর আশংকায় আইনের ফাঁকে মামলার গেরোয় নিজেই প্যাচে পড়ে গেলেন, স্বপ্ন দেখানো জাস্টিস? এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

VI Mobile Recharge – মাত্র 99 টাকায় প্রিপেইড রিচার্জ প্ল্যান, কোন কোন সুবিধা মিলছে, বিস্তারিত জেনে নিন।

Related Articles

20 Comments

  1. সত‍্যের জয় চিরকাল হয়। তাই সত্য ও সঠিক পথে যদি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী থেকে থাকেন তাহলে হয়তো ক্ষনিকের জন্য অসৎ ও অসত‍্যের মেল বন্ধনে সত্যকেও কখনো কখনো এক পা পিছিয়ে যেতে হয়। কিন্তু আখেরে জয় সত‍্যেরই হয়। বিচারপতি গাঙ্গুলীও যে সঠিক ও সত‍্যের একজন প্রতিনিধি তা আজ নয় কাল সগর্বে প্রকাশিত হবেই হবে। সেদিন সমস্বরে সবাই বলবে বিচারপতি গাঙ্গুলীই একমাত্র ঠিক ছিলেন বাকি সবাই ছিল ভুল।

    1. Akdom ঠিক কথা bolechen. Jodi bichapati ganguly moto akjon ovigha bicharpati ei গুলিয়ে ki জেনে bujhe korechen naki onake trap a fela hoyache. যাই houk agamidir দিকে takia roilam. Akhane politicians der jore besi na bicharpotider jore besi.

    2. If a justice have no idea regarding trap how he will continue his hearing which is full of traps created by biased CBI,ED & accused law years.

  2. Justice Ganguly এখনো পর্যন্ত যে রায় দিয়েছেন তাতে সমাজের সুদূরপ্রসারী ক্ষতি অনেকাংশেই বন্ধ বা কমে যাবে। এবং সে বিষয়ে মিডিয়াতে সাক্ষাত্কার দিয়ে যদি আইনগতভাবে সামান্য বিচ্যুতি করে ফেলেন তাহলে সেটা সতর্ক করেই শেষ করলে সমাজের সব স্তরের মানুষের ভালো হত। যদি Justice Ganguly কে সরিয়ে দেওয়া হয় তাহলে এসব অনিয়ম বেনিয়মের সংগে যারা যুক্ত তারা সবাই আনন্দিত হবে ও ভবিষ্যতে আবার এই কুকর্মে উত্সাহিত হবে। মানুষের কল্যাণে ওনার মতো সাহসী, নির্ভীক বিচারপতির এই দুর্নীতির বিচার করতে দেওয়া হবে এটাই আশা রাখি সর্বোচ্চ আদালতের কাছে। তাতেই সত্যের জয় হবে।

  3. This is inevitable. We know that our polity and constitution has 3 pillars… legislature, executive and judiciary. But right now legislature is the only pillar whereas the other 2 has already been subdued by it. Our CJI, Mr. Chandrachur will now harras Justice Ganguly upto that point when he will automatically withdraw himself into a shell of utter frustration. CJI has no option as Justice Ganguly has tried to revive judiciary to reclaim its actual position and glory.
    The question is was Justice Ganguly not aware of Bangalore Protocol? Definitely not. He is 100 per cent aware. What he is not aware of is that a tricky question from a very clever journalist Suman can easily draw him into the vortex of violating the Bangalore Protocol. So we can very easily understand that any statement made by Justice Ganguly is actually a natura
    Inevitable response for a well crafted trap by Mr. Suman.
    Now the final question… why Journalist Suman was so eager to lay this trap for Justice Ganguly? The answer is simple… Media is a simple puppet dancing in the strings tied to the fingers of Judiciary.

    1. It is true that Mr.Ganguli has crossed his border with his various poor comments.He is trying to prove himself as a father of the judiciary.Why some body are fearing about his removal.Highcourt have many efficient neutral judges to handle such type of scam.I think CJI has rightly taken step.To make hero like Mr.Ganguly by a section of mob and newspaper with their channel is very very suspicious.
      Thanks

  4. Those perverted dishonest scandalous shameless Hooligans Dacoits Looters sponsored political party leaders and their Gang leaders, think public as a fool and taken as granted to comit such open day-light dacoity and to loot public money as their Rights by Birth, since they came to power, with their party assets at all levels with their declared 25%/75% shares in their numerous Government Sponsored Scams, with CBI,ED enquiries,say Coal, Cow, Sand, Stone cheap, women, gold, smuggling, BI-Cycle, School Bag, School Dress, Mid-day meals, BI-Cycle,SSC, HSC, PSC,CSC, JSC WBCS,TET, KMC, and in all Government jobs,as their Rights by Birth, since came to power.
    Justice Avijit Ganguly, had taken strong coercive action and ordered enquiry by central Agencies in almost all the cases and further ordered the Enquiry Agencies to reach to the Top bosses and Head King pins and PISI-BHAIPO gang leaders and interogate them also as no body is above the Laws of the land.
    For such obvious reasons, those perverted dishonest scandalous shameless characterless Hooligan dacoits looters touts Gang leaders had hatched up this pre-planned criminal conspiracy along with their most infamous shameless scandalous dishonest characterless money-hanker, Chati-Chata Daladas lamppost,pet and well paid at public cost,( above three crores monthly in disguise of use less advertisement), their Publicity Media,ABP Ananda and it’s shameless characterless scandalous dishonest Chati-Chata Daladas lamppost a very nasty muddy fellow as it’s Anchor, Mr.Suman Dey, hatched up this pre-planned game plan,with a critical conspiracy to malign and defame Justice Avijit Ganguly, and to kick him out from their way,in such shameless scandalous disgraceful manners, to pava their way out to loot public continuously to be going on un-abated, with such active help and participation of the Hon’ble Supreme court of India, through their touts, agents, and So-called big advocates, with crores of rupees unaccounted looted money deals at the cost of ordinary poor sufferings people of West Bengal, and got Stay-Orders,and all the favourable orders in almost all the cases of such perverted shameless scandalous dishonest characterless perverted Dacoits, Looters political leaders .
    Justice and Supreme court appears not for the ordinary poor people of India,but for such most corrupt dishonest shameless characterless scandalous perverted Hooligans, Dacoits, Looters sponsored political parties and their Leaders, Gang leaders only to save and protect them, because of their unaccounted looted money deals and money power only.
    Our Hon’ble Chief Justice of Supreme court must hear the crying and continuous unbearable sufferings of the ordinary poor people of West Bengal at the nasty hands of such perverted dishonest scandalous shameless characterless Hooligan dacoits looters sponsored political party and their Gang leaders, for the interest of justice and equity before Law.

  5. মামলার দায়িত্ব অন্য কোন বিচারককে দেওয়া হোক।

  6. অভিজিৎ গাঙ্গুলির সাথে এটা কখনোই হতে পারে না।যারা তিন বছর ধরে ধর্না দিচ্ছে, বর্তমান সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের আশা বিচারপতি গাঙ্গুলিদের হাত ধরে নতুন সূর্য উদয় হোক, নতুন সমাজ গড়ুক । কর্ম ক্ষেত্রে সুস্থ পরিবেশ তৈরি হোক ।

  7. Why do a seating justice need to appear in TV channels at the first place?
    He should have been content of doing his job with utmost integrity inside his courtroom.
    The journalist could do what he did because our justice did lend himself to be trapped at the first place by agreeing to that said interview.
    He couldn’t resist the temptation of being in limelight and succumbed to the lure of cheap gimmick of popularity by appearing in a private TV channel.
    He made a mess of himself as well as destroyed the hope he himself had created for multitude of common men.
    As an esteemed judge he should have known better!
    In a moment of indiscretion he has downgraded himself from a God to a mere celebrity.
    Let’s not blame Supreme Court, Media etc – they are just doing their job. It’s our messiah who has demonstrated very poor sense of judgement. He can only blame himself!

  8. Justice Ganguly ki politician ? Na judge ? Hero hote giyevhilen ABP Ananda r Suman De r kache ? Honest lok but judge kono din emotional hoi na ..
    Ona ke er mullya ditei hobe . Tmc emni chole jabe .
    But justice Ganguly r Bikash babu mile ki koren dekha jaak ..

  9. Great that judicial process is taking appropriate step, a bit of late. Merit of any case is not questioned. Basic question and rule of natural justice deservedly demand that process of law start with affidavit and counter affidavit. Making passed of any order just on submission of one party affidavit without asking for counter affidavit of opposite party is devoid of any legal process, and if it is allowed to continue then money power will put common people in undue trouble by approaching judiciary with their affidavit & ample scope will be open to render undue torture mainly on honest poor people.

    Any respectable justice Must Strictly Adhere to rules or protocol of judiciary. Making comment, wrong or right in TV on the on going cases under his/her bench is reportedly violation of judicial protocol/rule. No one is above law. So this appears to be a very clear case of obvious nature …should be welcome by sensible citizens.

  10. Last few month corruption related problems enlightened and people of west bengal are hesitating to know the name of the culprits. Justice now a days are not so important as it is very costly. It is rather than better to satisfy ourselves with the value of our common scence. Culprits are so claver that they will defeat ourselves again and again. Present scenario is linked with the past and past criminals trying to produce themselves as clean but they are also responsible for past circumstances. Hence it is the question how to solve the problems and to find out the real path honest and sincere non political persons should come out to handle this situation. It can not be that young generation will stand in the road year after year and political leaders will eat the cream from them.

  11. বিচার ব্যবস্থা অন্ধ, আর বিক্রিত এবং বিকৃত তথ্য নির্ভর।
    সুপ্রিম কোর্ট এর বিচারপতি র বিভিন্ন উচ্চ আদালতের বিচাপতি থেকে এই উচ্চ কক্ষে পৌঁছান। তাদের চিন্তা ভাবনা বৈভবের আলোক ঝলকানিতে আর যাই হোক সাধারণ ভুক্তভোগী মানুষের পক্ষে থাকে না, থাকে বিকৃত অমানবিক ব্যবস্থার অনুষঙ্গ অধিক মূল্যে ক্রয় করা অমানবিক আইনজীবীদের আইন আর মতামত এর পক্ষে।

  12. Justice Ganguly is a ray of hope right now against the corruption. We request CJI to reconsider his case.

  13. It will be most unfortunate if Justice Ganguly is removed from dealing with the various scam related cases. His exemplary courage in exposing the corrupts, duly aided by a corrupt political party, is unparalleled. Hope better senses prevail and the evil design of Suman is defeated.

  14. ..we got a ..Fragile Freedom under the ..Few Highest Greedy Leaders..who wanted ..last minute Sacrifices if Indian peoples Real Freedom.
    …only for few upright honest leaders of then..Some how our Systems ran ..with some cancers in Administrations,Judiciary,Ministry..
    ..So we too co-existing with compelled compromises..Resultant..Slow,Clumsy ..progress in all sectors….till 64 years..but Deep rooted Pollutions in last 64 years..started to be cleaned..
    but ..to what extend,what magnitude
    ..citizens has to wait ..as it needs ..consistent ,uninterrupted political will for long .. by combatting dangerous ” Bibhisans” living with us.

  15. I appreciate every bit of Mr Chakraborty’s Comments.However I failed to understand the question posed by him in conclusion as to why Suman laid a tricky trap to compel Justice to make a mistake as this.
    He added that the reason being ,media is a puppet being made to dance to the tune of judiciary.
    Is he trying to imply that judiciary is interested in subverting the excellent job being done by Justice Abhijit Ganguly?
    Extending this further,do we surmise that Judiciary in turn is being manipulated by the politicians who were being exposed by Justice Ganguly?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button