স্কলারশিপ

Tata Scholarship 2022: টাটা স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বার্ষিক ৫০,০০০ টাকা অবধি

আপনি কী ভালো কোনো স্কলারশিপে আবেদন করতে চাইছেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকে আপনাদের সাথে অত্যন্ত জনপ্রিয় টাটা পঙ্খ স্কলারশিপ (Tata Scholarship 2022) নিয়ে আলোচনা করবো। কীভাবে এই টাটা স্কলারশিপে আবেদন করবেন, আবেদন পদ্ধতি, কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ইত্যাদি সমস্ত রকম বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।

টাটা পঙ্খ স্কলারশিপ কী?

বিখ্যাত ও সুনামধণ্য প্রতিষ্ঠান টাটা ক্যাপিটাল লিমিটেড -এর তরফ থেকে টাটা স্কলারশিপ প্রদান করা হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করাই এই স্কলারশিপ প্রদানের মূল লক্ষ্য। এই স্কলারশিপের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়।

টাটা স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?

ক) আপনি বর্তমানে যে কোর্সে পড়ছেন সেই কোর্সের ৮০ শতাংশ টিউশন ফি এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হবে।
খ) ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের টিউশন ফিতে ৮০% ছাড় বাবদ সর্বোচ্চ ১২,০০০ অবধি টাকা করে দেওয়া হবে।
গ) সাধারণ স্নাতক কোর্সে যেমন – B.Sc, B.A, B.Com, ডিপ্লোমা ,পলিটেকনিক, B.B.A প্রভৃতি কোর্সে পড়াশোনা করলে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
ঘ) প্রফেশনাল স্নাতক কোর্সে যেমন – ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, Law এইসব কোর্সগুলোতে পড়াশোনা করলে সর্বাধিক ৫০,০০০ টাকা অবধি দেওয়া হবে।

জিওর বাম্পার পুজো অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে সারা মাস ২ জিবি করে ডাটা

কারা টাটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?

১) ভারতীয় নাগরিক হতে হবে।
২) ভারতবর্ষের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
৩) ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন সাধারণ ও প্রফেশনাল স্নাতক কোর্সে পঠনরত হতে হবে।
৪) আগের ক্লাসে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৫) পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার বেশী হওয়া চলবে না।
৬) টাটা ক্যাপিটাল এবং Buddy4Study কোম্পানির সদস্যদের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

টাটা স্কলারশিপের জন্য আবেদন করতে কী কী লাগবে?

১) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
২) সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড
৩) আগের ক্লাসের মার্কশীট
৪) ইনকাম সার্টিফিকেট
৫) ভর্তির রিসিপ্ট কপি
৬) বর্তমান শিক্ষাবর্ষের ফি রিসিপ্ট
৭) ব্যাংকের পাসবুক / ক্যানসেল করা চেকের কপি
৮) জাতিগত শংসাপত্র ( Caste Certificate) [যদি থাকে]
৯) প্রতিবন্ধী সার্টিফিকেট [যদি থাকে]

কৃষকদের জন্য রাজ্য সরকার চালু করলো নতুন প্রকল্প, বিস্তারিত জেনে নিয়ে আবেদন করুন আজই

কীভাবে টাটা স্কলারশিপের জন্য আবেদন করবেন?

১) প্রথমে www.buddy4study.com -এই লিংকে ক্লিক করবেন।
২) তারপরে আপনি যে ক্লাসে বা কোর্সে পড়েন সেটির Apply Now অপশনে ক্লিক করবেন।
৩) এরপরে নিজের মোবাইল / ইমেল / gmail / ফেসবুক যেকোনো অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study এর ওয়েবসাইটে রেজিস্টার করবেন।
৪) রেজিস্টার করার পরে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে Buddy4Study -তে লগ ইন করবেন এবং তারপরে আপনি সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন।
৫) এবার সমস্ত তথ্য ভালো করে ফিল আপ করে উপরোক্ত ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং সবশেষে Submit অপশনে ক্লিক করে নিজের আবেদনপত্রটি অনলাইনে জমা করবেন।

আবেদনের সময়সীমা:- টাটা পঙ্খ স্কলারশিপ ২০২২ -২৩ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ শে আগস্ট, ২০২২।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button