চাকরির খবর

Asha Karmi Recruitment – পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, কারা আবেদন করতে পারবেন দেখুন।

২০২৩ সালে রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য দারুন খবর, ফের এই জেলা গুলিতে Asha Karmi Recruitment করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আশা কর্মী নিয়োগ করা হবে। জেনে রাখা ভালো এই কাজের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। ASHA – Accredited Social Health Activist অর্থাৎ আশা কর্মীদের এই কাজে নিযুক্তি জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশনের অন্তর্গত করা হয়ে থাকে। এই সকল আশা কর্মীদের মূল কাজ হচ্ছে প্রত্যন্ত গ্রামে ঘুরে বেরিয়ে সকল গরিব শিশু ও তাদের মায়েদের স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ করানো।

Asha Karmi Recruitment নিয়ে বিস্তারিত তথ্য।

Asha Karmi Recruitment এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের আবেদনের জন্য বলা হয়েছে, মূলত গ্রামের মহিলারাই এই আবেদন করতে পারেন। আবার অনেক জায়গায় শহরের মহিলাদেরও আবেদন করতে দেওয়া হয়ে থাকে। এই আবেদনের জন্য নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। আজকের এই প্রতিবেদনে আমরা আবেদনের বয়স, পদ্ধতি, যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চলেছি।

Panchayat Election 2023 – রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্দিষ্ট সময় ঘোষণা করা হল সরকারের তরফে।

Asha Karmi Recruitment আবেদনের যোগ্যতাঃ-
১) আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক।

৪) ০১/০১/২০২৩ অনুসারে বয়স ৩০ – ৪০ বছরের মধ্যে হতে হবে।
৫) ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।
৬) বিবাহিত মহিলারাই এই আবেদনের যোগ্য।
Asha Karmi Recruitment আবেদনের জন্য নথিপত্রঃ-

১) মাধ্যমিক পাশের প্রমানপত্র।
২) জন্মের সার্টিফিকেট।
৩) স্থায়ী ঠিকানার প্রমানপত্র।
৪) বিবাহের প্রমানপত্র বা যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তার প্রমানপত্র।

৫) আধার কার্ড ও ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়াও প্যান কার্ড প্রয়োজন হলে চাওয়া হতে পারে।
৬) পূর্বে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সকল প্রমানপত্র।
৭) আপনি কোন জাতির অন্তর্ভুক্ত হলে তার শংসাপত্র।

৮) জেনে রাখা ভালো গ্রামের মহিলাদের এই কাজে নিযুক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি।
Asha Karmi Recruitment আবেদনের পদ্ধতিঃ-
১) সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদন করতে হবে।
২) আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা BDO অফিসে নিজের সকল নথিপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন।

৩) ৯ ই মার্চ ২০২৩ থেকে ২০ ই মার্চ ২০২৩ পর্যন্ত এই আবেদন করা যাবে।
৪) বর্তমানে শুধুমাত্র পুরুলিয়া জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে রাজ্যের সমগ্র জেলায় একের পর এক এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।
৫) সকলেই নিজের নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে খোঁজ খবর নিতে থাকবেন।

Boading school – স্কুল পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা, পেতে পারেন 2 লাখ টাকা, কিভাবে?

Asha Karmi Recruitment নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button