Trending News

Bank Holidays In March – মার্চ মাসে ১২ দিন বন্ধ থাকবে সকল ব্যাংক, ভোগান্তি থেকে বাঁচতে তালিকা দেখে নিন।

বর্তমান যুগে ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা আমাদের জীবনের এক অংশ হয়ে উঠেছে, এই জন্য আমাদের সকলের Bank Holidays In March অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাংক সেই সকল তথ্য জেনে রাখা প্রয়োজন। এই মার্চ মাস আর্থিক বছরের শেষ মাস হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হয়।

Bank Holidays In March মার্চ মাসে ব্যাংক বন্ধের তারিখ জেনে নিন।

কারণ পুরনো অর্থবর্ষ শেষ হয়ে নতুন অর্থবর্ষে শুরু হয়। এছাড়াও বাচ্চা থেকে বয়স্ক সকল নাগরিকদের ব্যাংকে যাওয়ার দরকার পরে। সেই জন্য আগের থেকে যদি আমরা Bank Holidays In March কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সেটা জেনে নিতে পারি তাহলে আর আমাদের কোন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় না। মার্চ মাসে ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই তালিকা প্রকাশ করা হয় প্রতিমাসে।

Madhyamik Exam – মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের জন্য এই নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সবাই দারুন খুশি।

Bank Holidays In March ব্যাংক বন্ধের তালিকা দেখে নিনঃ-
১) ০৩/০৩/২০২৩ – চাপচর কুট উৎসব উপলক্ষ্যে মণিপুরের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
২) ০৫/০৩/২০২৩ – রবিবার হওয়ার জন্য সাপ্তাহিক ছুটি।
৩) ০৭/০৩/২০২৩ – দোলযাত্রার জন্য ছুটি থাকবে।

৪) ০৮/০৩/২০২৩ – হোলির জন্য ব্যাংক বন্ধ।
৫) ০৯/০৩/২০২২৩ – বিহারের রাজধানী পাটনাতে হোলির কারণে ব্যাংক বন্ধ।
৬) ১১/০৩/২০২৩ – দ্বিতীয় শনিবার হওয়ার জন্য কারণে ব্যাংক বন্ধ।
৭) ১২/০৩/২০২৩ – রবিবার হওয়ার জন্য সাপ্তাহিক ছুটি।

৮) ১৯/০৩/২০২৩ – মাসের তৃতীয় রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ।
৯) ২২/০৩/২০২৩ – মহারাষ্ট্রের গুডি পাডওয়া, বিহার দিবস ও প্রথম নবরাত্রি শুরু হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
১০) ২৫/০৩/২০২৩ – চতুর্থ শনিবার হওয়ার জন্য ছুটি।
১১) ২৬/০৩/২০২৩ – মাসের শেষ রবিবার ব্যাংক বন্ধ থাকবে।

DA Hike – নবান্নের নয়া বিজ্ঞপ্তি 3% নয় 6% DA, তাহলে মিনিমাম কত বাড়ছে বেতন?

১২) ৩০/০৩/২০২৩ – রাম নবমী উপলক্ষ্যে ব্যাংক বন্ধ।
আগামী মার্চ মাসে এই কয়দিন ব্যাংক বন্ধ থাকবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button