ছুটি

Bank Holiday – সেপ্টেম্বর মাসে ব্যাংকে ছুটির তালিকা জেনে নিয়ে ব্যাংকে যান, নইলে সময় নষ্ট হবে আপনার।

নিশ্বাস ও খাওয়ার মতো টাকা (Bank Holiday) আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, আর এই টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকি এই জন্য আমাদের সকলের সেপ্টেম্বর মাসে কত দিন বন্ধ থাকবে ব্যাংক সেই সকল তথ্য জেনে নিন। এছাড়াও ১ লা সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে অনেক নিয়ম। এই নিয়মের বেশির ভাগই ব্যাংকের সঙ্গে যুক্ত সেই জন্য আমাদের সকলের এই ব্যাংকের ছুটি গুলি জেনে রাখা প্রয়োজন।

Bank Holiday In September 2023.

RBI – Reserve Bank Of India এর তরফে প্রত্যেক মাসে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই ছুটির মধ্যে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এর সঙ্গে বিভিন্ন রাজ্যে অনেক অনুষ্ঠানের জন্যও ছুটি থাকে ব্যাংকে। এই সকল কারণের জন্য যদি গ্রাহকেরা Bank Holidays আগের থেকে না জানেন তাহলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়।

সেই কারণের জন্য সময় থাকতেই আমাদের সকলের জেনে নেওয়া উচিত ঠিক কোন কোন দিন ব্যাংক এর ছুটি থাকতে চলেছে। এছাড়াও এখনকার দিনে অনলাইনের মাধ্যমে লেনদেন করা হচ্ছে কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা ক্যাশ টাকার ওপর নির্ভরশীল। আর এই সকল কারণের জন্য আমাদের আগের থেকে ব্যাংক কবে কবে খোলা থাকবে সেই সম্পর্কে আগের থেকে জেনে রাখা উচিত।

সেপ্টেম্বর মাসে কোন কোন দিন Bank Holidays দেখুন

০৩/০৯/২০২৩ – রবিবার বলে ব্যাংক বন্ধ।
০৬/০৯/২০২৩ – শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর জন্য ছুটি।
০৭/০৯/২০২৩ – শ্রী কৃষ্ণ অষ্টমীর জন্য ব্যাংক বন্ধ থাকবে।
০৯/০৯/২০২৩ – দ্বিতীয় শনিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ (Bank Holidays).

Bank Privatisation (সরকারি ব্যাংক বেসরকারিকরণ)

১০/০৯/২০২৩ – রবিবার ব্যাংক বন্ধ।
১৭/০৯/২০২৩ – রবিবার ব্যাংক বন্ধ।
১৮/০৯/২০২৩ – বিনায়ক চতুর্থীর জন্য বন্ধ।
১৯/০৯/২০২৩ ও ২০/০৯/২০২৩ – গণেশ চতুর্থীর জন্য মহারাষ্ট্রে ২ দিন ব্যাংক বন্ধ।

Local Train – ট্রেন বাতিল থাকবে আজ ও আগামীকাল, কোন কোন ট্রেন বাতিল দেখুন।

২২/০৯/২০২৩ – নারায়ণ গুরু সমাধি দিবসের জন্য ছুটি থাকবে।
২৩/০৯/২০২৩ – মাসের চতুর্থ শনিবার।
২৪/০৯/২০২৩ – রবিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ।
২৫/০৯/২০২৩ – শ্রীমন্ত শঙ্কর দেবের জন্মদিন হওয়ায় ছুটি।
২৮/০৯/২০২৩ ও ২৯/০৯/২০২৩ – মিলাদ –ঈ –শরিফ এবং ঈদ –ই –মিলাদ এর জন্য ব্যাংক বন্ধ। এই সকল ছুটি রাজ্যভেদে আলাদা হতে পারে।

1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। কি কি পরিষেবা পাবেন, কোন প্রকল্প কার জন্য, সুবিধা কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button