স্কলারশিপ

Oasis Scholarship – রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়ারা ও পরীক্ষার্থীরা আবেদন করলেই পাবেন এই স্কলারশিপ, কোন ক্লাসে কতো টাকা পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে পড়ুয়াদের জন্য এই Oasis Scholarship প্রোগ্রামের সূচনা করা হয়েছিল। এটি হল রাজ্যের সকল পিছিয়ে পরা যেমন – তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও ওবিসি জনজাতির পড়ুয়াদের জন্য একটি অনলাইন স্কলারশিপ আবেদন পোর্টাল। এই স্কলারশিপের অন্তর্গত রাজ্যের সকল নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই কথা আমরা সকলেই জানি, আর এই জন্যই সময়ে সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে নানা প্রকারের আর্থিক সাহায্য করা হয়ে থাকে সকলকে।

Oasis Scholarship এ আবেদনের সকল খুঁটিনাটি তথ্য।

এছাড়াও অনেক সময় দেখা যায় মেধা, বুদ্ধি ও ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক পড়ুয়ারা নিজেদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে অসমর্থ হন। Oasis Scholarship যেই সকল পড়ুয়ারা নবম ও দশম শ্রেণীতে পড়াশুনা করছেন তারা প্রি – মেট্রিক ও যারা একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশুনা করছেন তারা পোস্ট – মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। জেনে রাখা ভালো শুধুমাত্র রাজ্যের SC, ST ও OBC শ্রেণীর পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।

Oasis Scholarship আবেদনের নথিপত্রঃ-
১) জন্মের প্রমাণপত্র।
২) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) পরিবারের আয়ের প্রমাণপত্র।

৪) নিজের বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৫) নিজের ব্যাংকের অ্যাকাউণ্টের তথ্য। কারণ সরাসরি এই আর্থিক সাহায্য আপনার অ্যাকাউণ্টে পাঠিয়ে দেওয়া হবে।
Oasis Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) SC, ST, OBC পড়ুয়ারাই আবেদন করতে পারবে।

২) নিজের জাতির প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক।
৩) নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
৪) একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত ২.৫০ লক্ষ পরিবারের বার্ষিক আয় হতে হবে।
৫) আবেদনের পূর্ববর্তী শ্রেণীতে ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

Oasis Scholarship কিভাবে আবেদন করবেনঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।
২) www.oasis.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) Student Registration এই অপশনে ক্লিক করবেন।

৪) নিজের জেলা সিলেক্ট করে নিতে হবে।
৫) নিজের কাস্ট সার্টিফিকেট ও ইস্যুর তারিখ ও কেপচা কোড লিখে দিতে হবে।
৬) নিজের বাবা বা মায়ের নাম, জন্মের তারিখ, জেন্ডার, কাস্ট, কোর্স টাইপ সিলেক্ট করতে হবে।
৭) এরপরে পরিবারের বার্ষিক আয়, আধার কার্ড নম্বর, রাজ্য, জেলা, ব্লক বা পৌরসভা, মোবাইল নম্বর ও ই মেল অ্যাড্রেস লিখে দিতে হবে।

৮) আবেদনকারী কোন ক্লাসে পড়াশুনা করছে সেই তথ্য লিখে দিতে হবে।
৯) একটি পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউণ্ট রেজিস্টার করে নিতে হবে।
১০) Download Acknowledgement Slip ডাউনলোড করে নিতে হবে।
১১) নিজের অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।

১২) বাসস্থানের ঠিকানা আপনাকে ফিলাপ করে দিতে হবে এবং অন্যান্য সকল তথ্যও লিখে দিতে হবে।
১৩) এছাড়াও অন্য কোন স্কলারশিপে আবেদন করেছেন কিনা সেটা লিখতে হবে, পরিবারের আয়ের প্রমাণপত্র আপনাকে আপলোড করে দিতে হবে।
১৪) বর্তমানে কোন শ্রেণীতে আপনি পাঠরত সেটা লিখে দিতে হবে।

Oasis Scholarship এ প্রতিমাসে কতো টাকা পাবেন?

National Education Policy – পড়ুয়াদের আর দিতে হবে না মাধ্যমিক পরীক্ষা, জাতীয় শিক্ষা নীতির নতুন নিয়ম দেখে নিন।

১৫) নিজের ব্যাংকের সকল তথ্য দিয়ে দিতে হবে।
১৬) Verify And Lock Application এই অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে।
Oasis Scholarship কতো টাকা পাবেনঃ-
১) নবম ও দশম শ্রেণীতে ২৩০ টাকা করে মাসিক।

২) স্নাতক পর্যন্ত ৩০০ টাকা।
৩) স্নাতকোত্তর পর্যন্ত ৫৩০ টাকা।
৪) এর ওপরে অন্য কোন কোর্সের জন্য ৫৫০ টাকা।
৫) মনে রাখা ভালো সরকারি নিয়ম অনুসারে এই আর্থিক বৃত্তির পরিমাণ কম বা বেশি হতে পারে।

Oasis Scholarship নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

WBCS Exam এর সিলেবাস বদল? কিভাবে প্রস্তুতি নেবেন?

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button