স্কলারশিপ

Nabanna Scholarship – নবান্ন স্কলারশিপে আবেদন করে পেয়ে যান পড়াশুনার খরচ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই দেখুন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় এসে গেছে এরই মধ্যে Nabanna Scholarship এর জন্যও আবেদন শুরু করা হয়েছে। মূলত দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অনেক সময় আমাদের সমাজে দেখতে পাওয়া যায় মেধা থাকা সত্ত্বেও অনেক পড়ুয়ারা আর্থিক অনটনের কারণে মাঝ পথেই নিজেদের পড়াশুনার জীবন শেষ করে কাজকর্মে নিযুক্ত হয়ে যায়। কিন্তু এর ফলে শিক্ষার্থীদের থেকেও আমাদের সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ শিক্ষার্থীদের দেশের ও দশের ভবিষ্যৎ হিসাবে ধরা হয়।

How To Apply Nabanna Scholarship For Financial Help.

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই মেধা অতল সাগরে যাতে তলিয়ে না যায়, সেই জন্য Nabanna Scholarship নিয়ে আসা হয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত সকল পড়ুয়ারা নিজেদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। জেনে রাখা ভালো এই নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ একই স্কলারশিপ পৃথক নয়।

Nabanna Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) পশ্চিমবঙ্গের যে কোন সরকারি স্কুলে পাঠরত হতে হবে।
৩) উচ্চমাধ্যমিকের জন্য আবেদন করতে হলে মাধ্যমিক পরীক্ষায় ৬৫% নম্বর পেতে হবে।

৪) স্নাতকের জন্য আবেদন করতে হলে উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর পেতে হবে।
৫) পরিবারের বার্ষিক আয় ৬০ হাজারের বেশি হলে আবেদন করা যাবে না।
৬) রাজ্য সরকারের অন্য কোন স্কলারশিপে নিজেদের নাম নথিভুক্ত করা থাকলে তারা এই আবেদন করতে পারবেন না।

Nabanna Scholarship আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) বিগত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র।
২) বর্তমানে কি পড়াশুনা আপনারা করছেন তার প্রমাণপত্র।
৩) নিজের নামে ব্যাংকের অ্যাকাউণ্ট থাকতে হবে।

৪) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৫) পরিবারের আয়ের প্রমাণপত্র।
Nabanna Scholarship আবেদনের পদ্ধতিঃ-
১) অফলাইনের মাধ্যমে আপনাদের এই আবেদন করতে হবে।

২) www.wbcmo.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
৪) আগে উল্লেখিত সকল নথির প্রমাণ এর সঙ্গে জমা দিতে হবে।
৫) পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক দফতর নবান্নে গিয়ে এই ফর্ম আপনাদের জমা করতে হবে।
৬) বার্ষিক ১০ হাজার টাকা আপনারা সরকারের তরফে সাহায্য পাবেন।

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট সুখবর, টাকা পাওয়ার আরো সুবিধা।

রাজ্য সরকারের তরফে এই Nabanna Scholarship পড়ুয়াদের ঠিক কতটা সাহায্য করবে, এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

HS Result বেরোনোর আগে ঝটপট করে ফেলতে পারেন এই কোর্সগুলি, সারা জীবন কাজে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button