আমাদের দেশের সকল নাগরিকদের কাছে Aadhaar Card বা আধার কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারী নথিপত্র (Government Document). সরকারী বা বেসরকারি সকল প্রকারের কাজের ক্ষেত্রে আপনাদের সকলের কাছে এই আধার কার্ড থাকা বাধ্যতামূলক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেমন অন্ন, জল, বাতাস ছাড়া বাচা যাবে না, তেমনই এখন UIDAI Aadhaar Card ছাড়া কোন প্রকারের দরকারি কাজও করা যাবে না। আজ থেকে ১৪ বছর আগে ২৮ শে জানুয়ারি ২০০৯ সালে প্রথমবারের জন্য এই নথিপত্র দেশবাসীর জন্য প্রকাশ করা হয়েছিল।
Aadhaar Card Latest Update By UIDAI And Government.
জানুয়ারি ২০২৩ এর এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে আমাদের দেশে প্রায় ১৩৬ কোটির কাছাকাছি আধার কার্ড (Aadhaar Card In India) আছে এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই এত সংখ্যক আধার কার্ডের জন্য অনেক সময় আমরা অনেক ধরণের জালিয়াতি (Aadhaar Card Fraud) সম্পর্কে শুনতে পাই। কিন্তু UIDAI এর তরফে এই সকল প্রকারের জালিয়াতি থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য কিছু ঘোষণা করা হয়েছে।
আমাদের সকলকেই এখন নিজেদের ব্যাক্তিগত তথ্য নিয়ে খুবই সতর্ক থাকার দরকার আছে, নইলে যে কোন মুহূর্তে সকল প্রকারের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। অনেক কাজের সময় আমরা আধার কার্ডের জেরক্স (Aadhaar Card Xerox) অনেককেই দিয়ে থাকি এবং কাজ হয়ে গেলেও আমরা সেটা ফেরত নিই না। কিন্তু এটি সবথেকে বড় ভুলের মধ্যে অন্যতম। এছাড়াও সকলের উচিত নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Card Link With Mobile Number) করে রাখা।
How To Secure Aadhaar Card Details
- আমরা অনেকেই নিজেদের আধার কার্ড অন্যকোন সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করিয়ে থাকি।
- কিন্তু আপনাদের উচিত সেই ডাউনলোড কপিটি ডিলিট করে দেওয়া।
- বিশেষ কোন প্রয়োজন না পরলে কাউকে জেরক্স দেবেন না।
- আপনারা সকলেই আধার কার্ডের ওটিপি (আধার কার্ড OTP) কাউকে বলবেন না এবং আধার কার্ডের সকল তথ্য আপডেটেড রাখবেন।
Aadhaar Card আর কোন কোন পদ্ধতিতে সুরক্ষিত রাখবেন
- UIDAI এর তরফে আরও কিছু পদ্ধতি সকলের জন্য নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে সকলে নিজেদের তথ্য সুরক্ষিত করতে পারবেন।
- Virtual আধার কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন।
- Masked আধার কার্ড এর মাধ্যমেও আপনারা চাইলে নিজেদের তথ্য সুরক্ষিত করতে পারবেন।
- এর মাধ্যমে আপনাদের আধার কার্ডের পুরো সংখ্যা দেখা যাবে না।
- 1234 – XXXX – XXXX এই রকম আপনাদের আধার কার্ড নম্বর দেখা যাবে অনলাইনে।
এই সরল কিছু পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা নিজেদের আধার কার্ড সুরক্ষিত করতে পারবেন। এছাড়াও আপনাদের সব সময় সতর্ক থেকে নিজেদের সকল কাজ করা উচিত এর ফলে আমাদের আখেরে সুবিধা হবে এবং আধার কার্ডের সঙ্গে সব কিছু লিঙ্ক থাকার জন্য বাকি সকল তথ্যও আপনাদের সুরক্ষিত থাকবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
National Pension System – সরকারি কর্মীরা অবসরের পর প্রতিমাসে 57 হাজার টাকা পেনশন পাবেন।