পড়াশোনা

Mid Day Meal – সব স্কুলে আজ থেকে মিড ডে মিল ভিজিট শুরু, শিক্ষকদের ছুটি বাতিল।

পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়ে Mid Day Meal বা মধ্যাহ্ন ভোজন প্রকল্প তদারকি করার জন্য অফিসাররা পরিদর্শনে আসতে চলেছেন। আগামী ২২ শে জুলাই এর মধ্যে যে কোন দিন যে কোন স্কুলে সকল অফিসাররা সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) এর জন্য চলে আসতে পারেন। আর এই সময়ের মধ্যে যে কোন দিন সকল বিদ্যালয়ে এসে মিড ডে মিল সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাওয়া হতে পারে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকে।

Mid Day Meal PM Poshan Visit Start By SDO And BDO.

আমরা সকলেই জানি যে Mid Day Meal এর নামকরণ বদলিয়ে PM Poshan করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে অনেক দিন আগে। কিছু দিন আগেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল (Central Team) রাজ্যের বিভিন্ন স্কুলে পরিদর্শনে যায় এবং সকল খুঁটিনাটি তথ্য খুঁজে বার করে। কিন্তু এইবারে DM (District Megistrate) অফিস থেকে এই ভিজিটের জন্য আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৮ ই জুলাই থেকে ২২ শে জুলাই পর্যন্ত রাজ্যের সকল স্কুলে (WB School) Mid Day Meal পরিদর্শনে আসা হবে। SDO (Sub Divisional Officer) রা ৫ টি করে স্কুলে এবং BDO (Block Development Officer) রা ২০ টি স্কুলে PM Poshan Mid Day Meal স্কিমের সকল তথ্য খুঁটিয়ে দেখবেন এবং রিপোর্ট ওপর মহলে জমা দেবেন। কিন্তু এই ভিজিট আপাতত নদিয়া জেলা (Nadia District) এর সকল স্কুলে করা হবে বলে জানানো হয়েছে।

Mid Day Meal ভিজিটে কি কি জিনিস লক্ষ করা হবে

  1. PM Poshan এর লোগো আছে কিনা।
  2. প্রত্যেকদিন কি কি রান্না করা হয় তার তালিকা।
  3. রান্না করার জন্য পর্যাপ্ত টাকা আছে কিনা বা সব টাকা রাজ্য সরকারের থেকে পাওয়া গেছে কিনা ইত্যাদি।
  4. রাঁধুনিদের (Mid Day Meal Cook) ঠিকঠাক টাকা দেওয়া হচ্ছে কিনা।
  5. অগ্নি নির্বাপণ ব্যবস্থা (Fire Safety Process) কেমন।

Mid Day Meal PM Poshan ভিজিটে আরও কি কি জিনিস লক্ষ রাখতে হবে

  • রান্নার ঘরের অবস্থা, পানীয় জল, টয়লেট এবং হাত ধোয়ার সকল কিছু নজরে রাখা হবে।
  • স্কুলের নাম, ব্লকের নাম, DISE Code, কোন ক্লাসে কতজন পড়ুয়া আছে, ছেলে বা মেয়ে কয়জন।
  • এই সকল তথ্য প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের (Head Master Or Mistress) এই সকল তথ্য লিপিবদ্ধ রাখতে হবে।
Income Tax (ইনকাম ট্যাক্স)

আর এই Mid Day Meal PM Poshan ভিজিটের সময় হয়তো শিক্ষক ও শিক্ষিকারা কোন ধরণের ছুটি নিতে পারবেন না এবং প্রতিষ্ঠানের প্রধান। এছাড়াও সকল মিড ডে মিল এর কাজের সঙ্গের যুক্ত কর্মীরা ছুটি নিতে পারবেন না। কিন্তু বিশেষ কোন প্রয়োজন থাকলে নিয়ম অনুসারে অবশ্যই সকলে ছুটি নিতে পারবেন এবং যাদের আগের থেকেই কোন কারণের জন্য ছুটি (Holiday) মঞ্জুর করা হয়েছে তাদের কোন সমস্যা হবে না।

PAN Card – প্যান আধার লিঙ্ক নিয়ে কেন্দ্রের নতুন নিয়ম ঘোষণা, আমজনতার কতটা সুবিধা হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button