Trending News

LPG Cylinder – রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন?

LPG Cylinder বা রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এক খুবই খুশির খবর পাওয়া গেল। এখন থেকে বিনামূল্যে একটি করে সিলিন্ডার (LPG Gas Cylinder) দেওয়া হবে। সিলিন্ডার দেবে কেন্দ্রীয় সরকার। তবে, রেশন কার্ড (Ration Card) থাকলেই করা যাবে আবেদন। কেন্দ্রীয় সরকার (Central Government) দেশের মহিলাদের জন্য চালু করেছেন বিভিন্ন প্রকল্প। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো ২০১৬ সালের প্রধানমন্ত্রীর চালু করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana).

How To Get PMYU 2.0 Free LPG Cylinder.

এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দরিদ্র ও নিম্ন আয়ের গোষ্ঠী থেকে আসা মহিলারাদের LPG Cylinder সুবিধা দেওয়া। এই প্রকল্পের (Central Government Scheme) আওতায় গ্রামীণ ও শহরাঞ্চলে দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলারা বিনামূল্যে গ্যাস সংযোগ (LPG Cylinder Connection) পান। সম্প্রতি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সাপ্তাহিক বৈঠকে উজ্জ্বলা ২.০ প্রকল্প (Ujjwala Yojana 2.0) চালু করার কথা ঘোষণা করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার মহিলাদের বিনামূল্যে ৭৫ লক্ষ LPG Cylinder সংযোগ দিতে চলেছে। আগামী তিন বছরের মধ্যে মহিলাদের এই LPG Cylinder সংযোগ দেওয়া হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ১০.৩৫ কোটি। উজ্জ্বলা ২.০ এর অধীনে সংযোগ গ্রহণের জন্য আবেদনকারীর যে যে যোগ্যতা থাকা প্রয়োজন।

বিনামূল্যে LPG Cylinder পাওয়ার যোগ্যতা

  • আবেদনকারীর বয়স ১৮ বছর এবং শুধুমাত্র মহিলা হতে হবে।
  • একই পরিবারের কোনও ওএমসি থেকে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে হবে না।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় গ্রামীণ এলাকায় ১ লাখের কম এবং শহরাঞ্চলে ২ লাখের কম হওয়া উচিত।
  • তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সর্বাধিক অনগ্রসর শ্রেণি বা এমবিসি, অন্ত্যোদয় অন্ন যোজনা বা এএওয়াই, চা ও পূর্ব চা বাগানের উপজাতি, বনবাসী, দ্বীপ ও নদী দ্বীপপুঞ্জে বসবাসকারী ব্যক্তি, এসইসিসি পরিবার বা বা যে কোনও দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলারা পাবেন।

LPG Cylinder আবেদনের জন্য নথিপত্র

1) উজ্জ্বলা সংযোগের জন্য E-KYC বাধ্যতামূলক ।
2) আবেদনকারীর আধার কার্ড (Aadhaar Card) লাগবে।
3) বৈধ মোবাইল নম্বর (Mobile Number).
4) ব্যাংক একাউন্ট নম্বর (Bank Account Number).
5) বিপিএল রেশন কার্ড (BPL Ration Card).
6) বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট।
7) রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

UIDAI Aadhaar Card (আধার কার্ডের নিয়ম)

PMYU 2.0 LPG Cylinder Online Apply Process

  • প্রথমে www.pmujjwalayojana.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে ফর্ম ডাউনলোড করার অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এরপরে, একটি ফর্ম উপস্থিত হবে, যা ডাউনলোড করতে হবে এবং এতে চাওয়া সমস্ত বিবরণ পূরণ করতে হবে।
  • এটি গ্রাহকের নিকটস্থ গ্যাস এজেন্সিতে জমা দিতে হবে। সাথে রেশন কার্ড, ছবি, মোবাইল নম্বর ইত্যাদির মতো নথিও লিখতে হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নতুন কানেকশন পাবেন গ্রাহকরা।

একাউন্টে টাকা পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আপনি পেয়েছেন কিনা দেখে নিন।

এভাবেই উক্ত পদ্ধতি অবলম্বন করে উজ্জ্বলা যোজনা (PMYU 2.0 Ujjwala Yojana) অধীনে এলপিজি সিলিন্ডার পাবার জন্য আবেদন করতে হবে গ্রাহকদের। আর এই সুবিধা দেশের সকল মানুষদের জন্য নয়। ওপরে উল্লেখিত যোগ্যতা থাকলেই এই আবেদন করা যাবে। আর আসন্ন বাজেটে (Union Budget 2024) এই নিয়ে কোন বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Written by Sampriti Bose.

প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button