চাকরির খবর

Panchayat Recruitment – পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন।

রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থীদের জন্য এসে গেল বড়ো সুখবর (Panchayat Recruitment). দীর্ঘ অপেক্ষার পরে এবার ভোটের মুখে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬৬৫২টি শূন্য পদে অনলাইনে শুরু হলো আবেদন প্রক্রিয়া। এখানে গ্রাম উন্নয়ন দপ্তরে তিনটি স্তরে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীর সংখ্যা নিতান্তই কম নয়।

West Bengal Panchayat Recruitment 2024.

অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির (Government Job) জন্য চেষ্টা করছেন। আবার এই রকম অনেকেই আছেন যারা বহুবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তবে, এবার সকলের জন্যই এসে গেল সুখবর। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬৬৫২টি শূন্য পদে (Panchayat Recruitment) শুরু হতে চলেছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।

Panchayat Recruitment Apply Important Update

1) শিক্ষাগত যোগ্যতা।
2) মোট শূন্যপদ।
3) বয়স সীমা।
4) বেতন সীমা।
5) নিয়োগ প্রক্রিয়া।
6) পরীক্ষার সিলেবাস।

তবে, গ্রাম পঞ্চায়েত দপ্তরে (Panchayat Recruitment) যে সমস্ত চাকরিপ্রার্থী এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি তাদের অতি শীঘ্রই রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। কারণ রেজিস্ট্রেশন যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা রয়েছে তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে জেলাভিত্তিক অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আর যে যে বিষয় গুলি বলা হয়েছে সে গুলি হলো।

Panchayat Recruitment Age, Salary & Qualification

1) গ্রাম উন্নয়ন দপ্তরে ১৯ টি পোস্টে নিয়োগ (Panchayat Recruitment) শুরু হয়েছে।
2) গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট ৬৬৫২টি শূন্যপদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে।3) বয়স সীমা – ১৮ থেকে ৪৫ পর্যন্ত।
4) বেতন সীমা – ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা।
5) শিক্ষাগত যোগ্যতা – অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক পাশ ইত্যাদি।

Panchayat Recruitment Online Apply Process

1) সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
2) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
3) আবেদনকারী নিজের ইমেইল আইডি, মোবাইল নম্বর, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এই সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।
4) সবার শেষে ক্যাপচার বসিয়ে, সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলের ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে।

5) এরপর এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
6) নিজের ফটো এবং সিগনেচার সঠিক সাইজে আপলোড করতে হবে।
7) সবার শেষে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বাকি সমস্ত ফর্মটি ফিলাপ করে রেখে দিতে হবে।
৮) পরবর্তী জেলাভিত্তিক আবেদন শুরু হলে প্রোফাইল লগইন করে সরাসরি আবেদন করতে পারবেন।

SBI E Mudra Loan (স্টেট ব্যাংক ই মুদ্রা লোন)

Panchayat Recruitment Apply Fee & Recruitment Process

গ্রাম উন্নয়ন দপ্তরে আবেদন করার জন্য এখানে কোন রকম আবেদন মূল্য নেই। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রার্থীরা বিনামূল্যে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শুরুতে ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থী লিখিত উত্তীর্ণ হবে তাদের সরাসরি ১০ নম্বরের ইন্টারভিউ এর জন্য ডাকানো হবে। কিছু ক্ষেত্রে কম্পিউটারের (Panchayat Recruitment) বিষয় নিয়ে পরীক্ষা নেওয়া হবে।

রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় খবর। না জানলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

কবে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ কবে হবে সমস্ত কিছু বিষয় গ্রাম পঞ্চায়েত দপ্তরের নতুন ওয়েবসাইটে আপলোড করা হবে। তাই আর দেরি না করে অতি দ্রুত গ্রাম পঞ্চায়েত দপ্তরে কাজের জন্য আবেদন করা উচিত রাজ্যের ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। আর এই সম্পর্কে আপনারা নিজেদের নিকটবর্তী কোন পঞ্চায়েতে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
Written by Sampriti Bose.

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগ। বেতন ও আবেদন প্রক্রিয়া দেখে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button