পড়াশোনা

HS Routine 2024 – 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হবে? সঠিক তথ্য জেনে নিন।

বিগত ২৪ শে মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গেই আগামী বছরের পরীক্ষার রুটিন (HS Routine 2024) প্রকাশ করা হয়েছে WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education) বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশকিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে যা এখনো পর্যন্ত হয়নি বা এক কথায় বলতে গেলে এই প্রথমবারের জন্য এই সকল নিয়ম শুরু করা হবে সকল পড়ুয়াদের কথা মাথায় রেখে। আজকের এই প্রতিবেদনে আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব।

HS Routine 2024 Maybe Change?

আগামী বছরে ১৬ ই ফেব্রুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত সমগ্র রাজ্যে অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ (HS Exam 2024). কিন্তু বর্তমানে এই পরীক্ষার রুটিন নিয়ে নানা সোশ্যাল মিডিয়াতে খবর সম্প্রচারিত করা হচ্ছে এই বলে যে ২০২৪ সালের পরীক্ষার রুটিন (HS Routine 2024) বদল করা হয়েছে। কিন্তু এই সকল খবর সম্পূর্ণ ভুয়ো এর কোন বাস্তবতা নেই। সংসদের তরফে এই রকমের কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত নিয়ম (HS Routine 2024):-
১) আগামী বছর বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে।
২) এর এই পরীক্ষা বেলা ৩.১৫ পর্যন্ত চলবে।
৩) এতদিন পর্যন্ত ১০ টা থেকে শুরু করে ১.১৫ পর্যন্ত এই পরীক্ষা চলত।

৪) এই ছাড়া আর কোন নিয়মের পরিবর্তন করা হয়নি।
WBCHSE HS Routine 2024 দেখে নিনঃ-
১) ১৬/০২/২০২৪ – বাংলা, ইংরেজি, হিন্দি (শুক্রবার)।
২) ১৭/০২/২০২৪ – ভোকেশনাল সাবজেক্ট, অটোমোবাইল (শনিবার)।

৩) ১৯/০২/২০২৪ – ইংরেজি (সোমবার)।
৪) ২০/০২/২০২৪ – অর্থনীতি (মঙ্গলবার)।
৫) ২১/০২/২০২৪ – ফিজিক্স, নিউট্রিশন (বুধবার)।
৬) ২২/০২/২০২৪ – কম্পিউটার সায়েন্স (বৃহস্পতিবার)।
৭) ২৩/০২/২০২৪ – কমার্শিয়াল ল (শুক্রবার)।

WB School Exam – ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার নিয়মে পরিবর্তন করা হল।

PB Tech News এর তরফ থেকে সকল মানুষদের তরফে অনুরধ আপনারা এই ধরণের ভুয়ো খবরে কান দেবেন না, নিজেরা সতর্ক থাকুন এবং বাকিদেরও সতর্ক রাখুন। HS Routine 2024 নিয়ে আরও বিস্তারিত কিছু জানার জন্য সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন, ধন্যবাদ।

Electricity Bill – ইলেকট্রিক বিল ও লোডশেডিং নিয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর জরুরি ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button