টাকা পয়সা

Old Coin Sell – আপনার কাছে এই ছবি দেওয়া 2 টাকার কয়েন আছে? থাকলে সঠিক ক্রেতা সম্পর্কে জানুন।

ওল্ড ইজ গোল্ড অর্থাৎ পুরাতন যে কোন জিনিস সোনার সমতুল্য। এই জন্য Old Coin Sell বা পুরনো কয়েন বিক্রি করা সম্পর্কে সকলের জেনে রাখা উচিত। পুরনো কয়েন ও নোট বিক্রি করে অনেকেই লক্ষ টাকা ও অনেকে কোটি টাকা পর্যন্ত আয় করেছেন। এখন বর্তমানে অনেকেই এই পুরনো কয়েন ও নোট বিক্রি করা নিয়ে খুবই আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু ইচ্ছে থাকলেও অনেক সময় সঠিক জায়গা বা ক্রেতা জানা না থাকার জন্য আমরা এই কয়েন ও নোট বিক্রি করে উঠতে পারি না।

Old Coin Sell Details In Online.

আবার অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ প্রতারকদের চক্রে পা দিয়ে নিরাশ হয়ে ফিরে আসেন। এছাড়াও বর্তমানে চাকরির বাজার খারাপ হওয়ার জন্যও এই চাহিদা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানের সময়ে বিশ্ব বাজারে পুরনো দিনের মুদ্রার চাহিদা অনেক বেশি। এবার জেনে নেওয়া যাক যে Old Coin Sell ও 2 Rupees Coin আসলে কি? ওল্ড কয়েন হল – আজ থেকে প্রায় ৫০, ৬০ বা ১০০ বছরের পুরনো কয়েন বা নোট যে গুলো মুঘল, ব্রিটিশ বা স্বাধীনতার আগের চলনে এসেছে এমন সকল কয়েন ও নোট (Old Coin Sell) বিক্রি করে অনেকেই মোটা টাকা রোজগার করা সম্ভব।

যেহেতু আজকে আমরা Old Coin Sell নিয়ে আলোচনা করছি, সেই জন্য জেনে নেওয়া যাক যে কোন ধরণের পুরনো নোট ও কয়েন আপনারা বিক্রি করতে পারবেন – বাঘের ছবি থাকা নোট, মহাকাশ যানের ছবি থাকা নোট, ব্রিটিশ ইন্ডিয়ার সময় কালের দুই টাকার নোট খুবই বেশি জনপ্রিয়, ১ টাকা ও ৫ টাকার বড় কয়েন, দেশ স্বাধীন হওয়ার পর জারি করা কয়েন, যেই সকল কয়েনে কোন রাজনৈতিক ব্যাক্তিদের ছবি আছে এমন।

এছাড়াও ব্রিটিশ আমলের বা মুঘলের সময় কালের নোট ও কয়েন অনেক জনপ্রিয়। এই সকল নোট বা কয়েন আপনারা কিছু ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিলামি করে ভালো টাকা উপার্জন করতে পারবেন। এর অতিরিক্ত আপনারা অন্য অনেক ধরণের কয়েন বা নোট সঠিকস্থানে বিক্রি (Old Note Sell) করেও টাকা রোজগার করতে পারবেন।

কিভাবে বিক্রি করবেন এই পুরনো নোট ও কয়েন (Old Coin Sell):-
১) এই সকল নোট ও কয়েন অনলাইনের মাধ্যমেই বিক্রি করা সম্ভব।
২) কিছু বিশ্বস্ত ওয়েবসাইটের নাম উল্লেখ করা হল।
৩) Olx, Quikr, E bay, Coinbazaar এছাড়াও সার্চ করলে আপনারা অনেক ওয়েবসাইট ও অ্যাপের খোঁজ পেয়ে যাবেন।

৪) এই সকল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে।
৫) নিজের নাম, বয়স, মোবাইল নম্বর, ই মেল দিয়ে দিতে হবে।
৬) নিজের কাছে থাকা পুরনো নোট বা কয়েনের ছবি তুলে আপলোড করে দিতে হবে।
৭) সেই সংস্থা থেকে আপনাকে ফোন বা মেসেজ করে যোগাযোগ করা হবে।

৮) আজকে আমরা যেই ২ টাকার কয়েন নিয়ে আলোচনা করছি সেটা প্রচলিত কয়েন হলে চলবে না।
৯) অনেক দিনের পুরনো কয়েন হতে হবে।
কয়েন ও নোট বিক্রির ক্ষেত্রে কিছু সতর্কতা (Old Coin Sell):-
১) বিক্রি করার আগে কেউ যদি টাকা দাবি করে তাহলে সেই ওয়েবসাইট বা অ্যাপের ওপর ভরসা করবেন না।

২) RBI এই ধরণের কোন কেনা বেচা করে না। কেউ আর বি আই এর নাম করে আপনাকে ঠকাতে পারে।
৩) সম্পূর্ণ সতর্ক হয়ে এই ধরণের নোট ও কয়েন বিক্রি করবেন।
৪) PB Tech News এর সদস্যরা এই ধরণের কোন বিষয়কে সমর্থন করে না।
৫) আমাদের কাজ জনগণকে এই সকল প্রতারণাচক্র সম্পর্কে সচেতন করা।

Aadhaar PAN Link – প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সহজ পদ্ধতি সম্পর্কে জানুন আর মাত্র 9 দিন বাকি।

পুরনো নোট ও কয়েন (Old Coin Sell) বিক্রি করা উচিত নাকি উচিত না? এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।

ChatGPT – বর্তমান চাকরি বা ব্যবসার সঙ্গে অতিরিক্ত রোজগার করতে চাইলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button