Trending News

Hallmark Gold Rate – সোনার দামে রেকর্ড পতন পশ্চিমবঙ্গে। 22 ক্যারেট হলমার্ক গয়না কেনার সুবর্ণ সুযোগ মধ্যবিত্তের।

Hallmark Gold Rate বা হলমার্ক সোনার দাম নিয়ে দারুণ খুশির খবর পশ্চিমবঙ্গের (West Bengal) সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের। কারণ এখন রাজ্যে জাঁকিয়ে বাড়ছে শীত। আর এরই মাঝে পৌষ সংক্রান্তি শেষে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, মাঘ মাস শুরু হয়েছে। আর অগ্রহায়ণের পর মাঘ মাস মানেই বাংলায় চলে বিয়ের মরশুম। এই বিয়ের মরশুমে শাড়ির পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণে সোনার গয়না (Hallmark Gold Rate) কিনে থাকে।

22 And 24 Carat Hallmark Gold Rate.

পৌষ মাসে বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি (Hallmark Gold Rate Hike) পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা অনেকেই। তবে এবার একলাফে অনেকটাই কমেছে সোনার দাম। পাশাপাশি কমেছে রূপোর দাম (Silver Price). আর বিয়ের মরশুম শুরু হওয়ার শুরুতেই এই দাম কম থাকার জন্য পাত্রপাত্রীদের বাবা মায়েদের খুবই সুবিধা হতে চলেছে।

Hallmark Gold Rate In West Bengal

1) ১৮ ক্যারেট সোনার বাটের দাম ১ গ্রামে ৪৭৪৯ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৪৭৪৯০ টাকা।
2) ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬৩৩৩ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৩৩৩০ টাকা।
3) ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম (Hallmark Gold Rate) ১ গ্রামে ৫৮০৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৮০৫০ টাকা।

গতকালের তুলনায় আজ Hallmark Gold Rate পরিবর্তনের পরিসংখ্যান

গতকাল ১৮ ক্যারেট সোনার বাটের দাম ছিল ১০ গ্রামে ৪৭৪৯০ টাকা। আজ সোনার বাটের দাম ১৮ ক্যারেট ১০ গ্রামে ৪৭৪৯০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে ১৮ ক্যারেট সোনার বাটের দামের কোনো পরিবর্তন হয়নি।গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩৩৩০ টাকা। আজ পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩৩৩০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দামের (Hallmark Gold Rate) কোনো পরিবর্তন হয়নি।

গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৮০৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৮০৫০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে হলমার্ক সোনার বাটের দামের কোনো পরিবর্তন হয়নি। উল্লেখ্য, ১১ জানুয়ারি, বৃহস্পতিবার হলমার্ক সোনার দাম (Hallmark Gold Rate) ৫০ টাকা বাড়লেও ৪ জানুয়ারি হলমার্ক সোনার দাম কমেছিল ৩০০ টাকা এবং ৯ জানুয়ারি হলমার্ক সোনার দাম (Hallmark Gold Price) কমেছিল ৪০০ টাকা।

Govt Employees (সরকারি কর্মচারী)

Silver Price In Kolkata

রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৬৫০০ টাকা। ১৬ জানুয়ারি, মঙ্গলবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় রূপোর দাম পরিবর্তনের পরিসংখ্যান। মঙ্গলবার রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭৬৫০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭৬৫০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রূপোর বাটের দামের কোনো পরিবর্তন হয়নি।

ITR ফর্মে বড় পরিবতন। ট্যাক্স দেওয়ার নিয়ম বদল? বাজেটের আগে জেনে নিন।

উল্লেখ্য, গতকাল প্রতি কেজি রূপোর বাটের দাম কমেছিল ৩০০ টাকা। ১১ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ৫০০ টাকা, ৯ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ৪০০ টাকা। সবমিলিয়ে, নতুন বছরের শুরুতেই মাঘ মাসে কমছে সোনা ও রূপোর দাম। তাই আজ বুধবার সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা (Hallmark Gold Rate) কিংবা রুপো কিনতে।
Written by Sampriti Bose.

কলকাতায় আজ সোনা ও রূপোর দাম কত কমলো? এখনি দেখে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button