Trending News

Diesel Petrol Price – পেট্রোল ডিজেলের দাম একধাক্কায় কমছে, সরকারের বড় ঘোষণা।

রান্নার LPG গ্যাসের পর এবার পেট্রোল ও ডিজেলের দাম (Diesel Petrol Price) কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত মূল্যবৃদ্ধির (Inflamation) জেরে নাভিশ্বাস উঠছে দেশের সাধারণ মানুষের। মোদী সরকার কয়েক দিন আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমিয়েছিল, যার ফলে মানুষ কিছুটা আশার আলো দেখতে পেয়েছিল। এখন বেশ কিছু সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, সরকার শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দামও কমাতে চলেছে।

Diesel Petrol Price News In India.

উৎসবের মরসুমে সমগ্র দেশবাসীর জন্য এক বড় সুখবর নিয়ে আসছে। শীঘ্রই কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম (Diesel Petrol Price) লিটার প্রতি প্রায় ৫ টাকা কমাতে পারে, যা সাধারণ মানুষকে বড় স্বস্তি দেবে। এ ছাড়া ডিজেলের দামও প্রতি লিটারে প্রায় ৪ টাকা কমতে পারে বলে অনুমান করছে অনেকে। ভারতীয় তেল বিপণন সংস্থা গুলি শীঘ্রই পেট্রোল এবং ডিজেলের দাম হ্রাস করার কথা ঘোষণা করতে পারে।

সামনের বছরেই লোকসভা ভোট, উৎসবের মরসুমে দেশবাসীকে খুশি করতে সরকারের তরফে অতি শীঘ্রই এই সুখবর আসতে চলেছে। রাখিবন্ধন এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল। যার ফলে রান্নার সিলিন্ডারের দামে এখন অনেকটা টাকা সঞ্চয় করা সম্ভব হচ্ছে। এবারে পেট্রোপণ্যের (Diesel Petrol Price) দাম কমানোর পালা।

Train Ticket (ট্রেনের টিকিট)

কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে। যার ফলে, সাধারণ মানুষ এখন ৯৪০ টাকায় এলপিজি সিলিন্ডার কেনার স্বপ্নটি স্বাচ্ছন্দ্যে বাস্তবায়িত করতে পারছেন। মূলত, সামনের বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখেই সিলিন্ডারের দাম কমানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরেই আলোচনায় উঠে এসেছে পেট্রোল, ডিজেলের দাম (Diesel Petrol Price) কমানোর কথা।

WBBSE – নতুন বই আনছে মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিকের সিলেবাসে রদবদল।

সমগ্র দেশ জুড়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি (Diesel Petrol Price) নিয়ে বারবার সরব হয়েছে সাধারণ মানুষ সহ কেন্দ্রীয় সরকার বিরোধী দেশের বিভিন্ন রাজনৈতিক দলও। তাই, লোকসভা ভোটের আগে পেট্রোল, ডিজেলের দাম কমিয়ে নিজেদের প্রতি দেশের মানুষের ভরসার হাত আরো কিছুটা দৃঢ় করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার। আগামী বছরের আগেই এই নিয়ে কোন সিদ্ধান্ত হতে পারে।

Holiday 2023 – রাজ্যে ফের ছুটি ঘোষণা। বন্ধ স্কুল ও অফিস। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button