Trending News

Electric Bill – ইলেকট্রিক বিলের খরচ একধাক্কায় কমে গেল। গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত সরকারের।

লোকসভা নির্বাচনের আগে এবার দেশের মানুষদের জন্য Electric Bill বা ইলেকট্রিক বিল নিয়ে বড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). এখন থেকে বিনামূল্যে বিদুৎ (Free Electricity) পরিষেবা পাবেন সকলে। সূর্য ঘর প্রকল্পের (PM Surya Ghar Muft Bijli Yojana) সহযোগিতায় মিলতে চলেছে এমনই সুবিধা। এমনকি এই প্রকল্পের অধীনে সরকারকে বিদ্যুৎ বিক্রি (Electric Sell) করেও অর্থ উপার্জন করতে পারেন অসংখ্য সাধারণ মানুষ।

PM Surya Ghar Yojana Free Electric Bill.

সম্প্রতি ৭৫০০০ কোটি টাকা বাজেট ধরে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করেছে কেন্দ্র। কথা ছিল এই প্রকল্পের অধীনে দেশের অসংখ্য সাধারণ মানুষকে তাঁদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে, যা বিদ্যুৎ বিল (Electric Bill) কমাতে সহায়তা করবে এবং পরিবেশ বান্ধবও হবে। আর ইতিমধ্যেই ১ কোটি মানুষ এই বিদ্যুৎ প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন।

এদিন এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে ইতিমধ্যেই ১ কোটিরও বেশি পরিবার নিবন্ধিত হয়েছে। দেশের সব জায়গা থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে। বিশেষত, আসাম, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে ৫ লক্ষেরও বেশি মানুষ এগিয়ে এসেছেন। আর যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের শীঘ্রই আবেদনের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী (Electric Bill).

মূলত ছাদে সোলার প্যানেল (Solar Panel Electric Bill) বসালে বাড়ির অনেক সুবিধা পাওয়া যাবে। এ থেকে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। বার্ষিক ১৫০০০ থেকে ১৮০০০ সাশ্রয় হবে। গ্রামীণ এলাকার বাড়ি গুলিও ছাদে চার্জিং স্টেশন স্থাপন করে অর্থ উপার্জন করতে পারে। বিশেষ করে যাদের বাড়িতে বৈদ্যুতিক দুই তিন চাকার গাড়ি রয়েছে, তাদের অনেক আর্থিক সুরাহা হবে। তবে ভর্তুকি (Electric Bill Subsidy) পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে।

How To Get Electric Bill Subsidy On PM Surya Ghar Scheme

1) ছাদে স্থাপিত সোলার প্যানেল গুলি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের অধীনে তৈরি করতে হবে।
2) প্যানেল স্থাপনের কাজ শুধুমাত্র সরকারি স্বীকৃত বিক্রেতাদের দিয়েই করাতে হবে।
3) ভর্তুকি পেতে ব্যাটারি স্টোরেজ অনুমোদিত নয়।
4) শুধুমাত্র তিন কিলোওয়াট ক্ষমতা ধারণ করতে পারবে এমন ছাদে সৌর প্ল্যান্টের জন্য উপলব্ধ হবে সরকারি ভর্তুকি।

How Much Subsidy You Will Get On Electric Bill

দুই কিলোওয়াট ক্ষমতার জন্য – ৬০ শতাংশ।
দুই থেকে তিন কিলোওয়াট ক্ষমতার গাছের জন্য – ৪০ শতাংশ।
এক কিলোওয়াট ক্ষমতা – ৩০০০০ টাকা।
দুই কিলোওয়াট ক্ষমতা – ৬০০০০ টাকা।
তিন কিলোওয়াট বা তার বেশি ক্ষমতা – ৭৮০০০ টাকা।

How Much Money Will Spend For Electric Bill Subsidy

উল্লেখ্য প্যানেল গুলি ছাদে ইনস্টল করার পর সরকারি কর্মকর্তারা যাচাইকরণ করে গেলে এই ভর্তুকি সরাসরি সুবিধাভোগীর ব্যাংক একাউন্টে জমা করা হবে। ব্যবহারকারীদের খরচের কমপক্ষে ৪০ শতাংশ দিতে হবে। ভর্তুকি পাওয়ার পর এই পরিমাণই থাকে। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংস্থা গুলিকে ছোট বাড়িতে অর্থাৎ বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY Scheme) অধীনে নির্মিত বাড়ি গুলিতে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার গুলির জন্য ছাদে সোলার প্ল্যান্ট (PM Solar Plant Yojana) বসানোর দায়িত্ব দেওয়া যেতে পারে (Electric Bill).

যারা প্রাথমিক বিনিয়োগ করতে অক্ষম তাদের জন্য এটি করা হবে। ব্যবহারকারীরা প্রাথমিক বিনিয়োগের জন্য ছাড়ের হারে ঋণও পেতে পারেন। অপরদিকে একটি রুফটপ সোলার প্ল্যান্টের দাম নির্ভর করে গ্রাহক কত গুলি সোলার প্যানেল ইনস্টল করতে চান, তাদের ক্ষমতা তারা কোন কোম্পানির এবং তাদের দক্ষতার উপর। মোটামুটিভাবে বলতে গেলে, এক কিলোওয়াট ক্ষমতার একটি রুফটপ সোলার প্ল্যান্টের জন্য ৭২০০০ টাকার বেশি এবং তিন কিলোওয়াটের দেড় লক্ষ টাকার বেশি খরচ হতে পারে (Electric Bill).

PM Surya Ghar Scheme For Electric Bill Subsidy Online Apply

1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) নিবন্ধনের জন্য আবেদনকারী রাজ্য নির্বাচন করতে হবে।
3) আবেদনকারীকে বিদ্যুৎ বিতরণ কোম্পানি নির্বাচন করতে হবে।
4) আবেদনকারীকে বিদ্যুৎ গ্রাহক নম্বর লিখতে হবে।

5) মোবাইল নম্বর লিখতে হবে।
6) ইমেল নম্বর লিখতে হবে।
7) ভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
8) ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে।

9) অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
10) ডিসকম থেকে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। একবার আবেদনকারী অনুমোদন পেয়ে গেলে তার ডিসকমে নিবন্ধিত বিক্রেতাদের দ্বারা প্ল্যান্টটি ইনস্টল করতে হবে।
11) ইনস্টলেশন শেষ হয়ে গেলে, প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিতে হবে এবং নেট মিটারের জন্য আবেদন করতে হবে (Electric Bill).

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

12) ডিসকম নেট মিটার স্থাপন এবং পরিদর্শনের পরে, তারা পোর্টাল থেকে কমিশনিং শংসা পত্র তৈরি করবে।
13) একবার আবেদনকারী কমিশনিং রিপোর্ট পেয়ে গেল পোর্টালের মাধ্যমে ব্যাংক একাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিতে হবে।
14) এরপর আবেদনকারী ৩০ দিনের মধ্যে তার ব্যাংক একাউন্টে সরকারি ভর্তুকি (Electric Bill Subsidy On Bank Account) পাবেন।

5 লক্ষ টাকা পেতে পারেন আধার কার্ড চালু থাকলে। 2 মিনিটে টাকা ব্যাংকে ঢুকবে।

এইভাবে উক্ত পদ্ধতি অবলম্বন করে অতি দ্রুত সূর্য ঘর প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকেরা। আর এই প্রকল্পে আবেদন করার মাধ্যমে আপনারা Electric Bill এর জন্য ছাড়ও পাবেন এবং এই বিদ্যুৎ বিক্রি করার মাধ্যমে আপনারা অনেক টাকা বাড়ি বসে রোজগার করতে পারবেন। তাহলে আপনারা এই আবেদন কবে করছেন সেই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Sampriti Bose.

ব্যাংক একাউন্ট চালু রাখতে রিজার্ভ ব্যাংকের কড়া নির্দেশ। সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button