পড়াশোনা

Madhyamik Result 2023 – সুখবর! মোবাইলে দেখুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মাত্র এক ক্লিকেই।

ছাত্র জীবনের প্রথম সবচেয়ে কঠিন পরীক্ষা মাধ্যমিক শেষ হয়েছে, এবার মাধ্যমিক রেজাল্ট (Madhyamik Result 2023) অর্থাৎ ফল প্রকাশের সময় এসে গেছে। কিন্তু ঠিক কবে এই ফল প্রকাশ হবে এই নিয়ে প্রশ্ন ছাত্র – ছাত্রী সহ অভিভাবকদের মনে। ইতি মধ্যেই পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকল খাতা দেখা সম্পন্ন হয়েছে এবং অনলাইনে যাচাই প্রক্রিয়াও সম্পন্ন করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র রেজাল্ট প্রিন্ট হওয়ার অপেক্ষা। এই সকল কথার পরে এটা নিশ্চিত যে আর মাত্র কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৩ এর ফল।

Madhyamik Result 2023 Release Very Soon.

WBBSE – West Bengal Board Of Secondary Education (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ) এর তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মুখ্য নির্দেশকদের তরফে। সকলকে অনলাইনের মাধ্যমে নম্বর ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এতদিন এই কাজ অফলাইন মোডে করা হত। কিন্তু যাতে অতি দ্রুত এই Madhyamik Result 2023 এর ফল প্রকাশ করা যায়, এই কারণের জন্যই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

www.wbbsedata.com এই ওয়েবসাইটে Madhyamik Result 2023 এর যাচাই করা নম্বর আপলোড করে দিতে হবে। এই ডেটা মধ্যশিক্ষা পর্ষদের সকল আধিকারিকেরা দেখতে পারবেন এবং রেজাল্ট তৈরি করতে এর প্রয়োজন পরবে। ফল প্রকাশের আগে পর্যন্ত মোট ৫ ধাপ থাকে, এর মধ্যে নম্বর যাচাইকেই সকলে শেষ ধাপ হিসাবে মনে করে।

এই গতিতে যদি চলে তাহলে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই Madhyamik Result 2023 এর ফল প্রকাশ করা সম্ভব বলে মনে করছেন অনেকে। কিন্তু পর্ষদের তরফে এখনো পর্যন্ত সঠিক কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত প্রকাশ করা হবে। এবারে জেনে নেওয়া যাক যেই দিন এই রেজাল্ট বেরোবে তখন আপনারা এই রেজাল্ট কিভাবে দেখবেন জেনে নিন।

Madhyamik Result 2023 কিভাবে দেখবেন দেখুনঃ-
১) নিজের মোবাইলের মাধ্যমে মাত্র ২ মিনিটের মধ্যে আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন।
২) www.wbbse.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) Class 10 Result এই অপশনে ক্লিক করতে হবে।

Swasthya Sathi Card – স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহকদের রাজার কপাল, ফ্রিতে পাবেন। দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

৪) নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মের তারিখ লিখে দিতে হবে।
৫) সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৬) এর পরে আপনি নিজের রেজাল্ট দেখতে পারবেন।
৭) এবারে দেখার অপেক্ষা যে কবে এই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে।
আরও বিস্তারিত জানতে হলে, আমাদের সঙ্গে থাকুন, পছন্দ হলে শেয়ার করুন। ধন্যবাদ।

Professor Transfer – রাজ্য সরকারি কলেজগুলিতে অধ্যাপক বদলি ব্যবস্থায় আনা হচ্ছে নয়া পদ্ধতি, সহজেই আবেদন জানানো যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button