পড়াশোনা

Madhyamik Exam 2023 – এই সিলেবাস ও টিপস মেনে ভালো রেজাল্ট করার গোপন উপায় দেখে নিন।

আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে Madhyamik Exam 2023। আর মাত্র ১ সপ্তাহের অপেক্ষা তারপরেই শিক্ষার্থী জীবনের প্রথম সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছে সকল ছাত্র – ছাত্রীরা। কিন্তু মনের দিক থেকে জিতে গেছি ভাবলে জিতব আর হেরে যাব ভাবলে হারব। তাই সর্বদা জেতার মানসিকতা রেখে পরিক্ষা দেওয়া উচিত।

Madhyamik Exam 2023 এর পরীক্ষায় ভালো ফল করার পদ্ধতি।

WBBSE – West Bengal Board Of Secondary Education অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে Madhyamik Exam 2023 কে বিনা কোন সমস্যা ছাড়া সম্পন্ন করার উদ্দেশ্যে নানান ধরণের পদক্ষেপ ও নিয়ম ঘোষণা করেছে। এই সকল নিয়ম গুলি সম্পর্কে সকলকে পরীক্ষার আগে জেনে রাখা প্রয়োজন, সর্বপ্রথম নিয়মগুলি দেখে নেওয়া যাক।

Madhyamik Routine 2023 – আবার বদলে গেল মাধ্যমিকের রুটিন, বিভ্রান্ত না হয়ে সঠিক রুটিন ডাউনলোড করুন।

Madhyamik Exam 2023 এর নিয়মাবলীঃ-
১) ১১ টা ৪৫ মিনিট এর মধ্যে সকলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
২) ১২ টা থেকে পরীক্ষা আরম্ভ হবে ও দুপুর তিনটে পর্যন্ত পরীক্ষা চলবে।
৩) মনে করে সকল পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড নিয়ে কেন্দ্রে যেতে হবে।

৪) সময় শেষ না হওয়া পর্যন্ত কাউকেই পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোতে দেওয়া হবে না।
৫) কোন ধরণের ইলেকট্রিক সামগ্রী অর্থাৎ মোবাইল, ঘড়ি, ল্যাপটপ ইত্যাদি সকল জিনিস নিয়ে যাওয়া যাবে না।
Madhyamik Exam 2023 কিছু গুরুত্বপূর্ণ টিপস ও সিলেবাসঃ-
১) ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছিল, কিন্তু ২০২৩ সালে সম্পূর্ণ সিলেবাসে এই পরীক্ষা হতে চলেছে। তাই কোন রকম ভাবেই কোন অধ্যায় বাদ দেওয়া চলবে না।

২) প্রত্যেক অধ্যায় গুলিকে কমপক্ষে ৩ বার পড়ে নিতে হবে, এর ফলে একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
৩) সহায়িকা বইয়ের সারাংশ ভালো করে পড়ে নিতে হবে।
৪) কোন প্রশ্ন বুঝতে না পারলে লিখে রেখে নিজের শিক্ষককে জিজ্ঞাসা করে নিতে হবে।
৫) টেস্ট পেপারের ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

৬) বিগত বছরের প্রশ্ন বার বার অনুশীলন করতে হবে, শুধুমাত্র ২০২২ সালের প্রশ্নগুলো এড়িয়ে গেলেই চলবে।
৭) অল্পতেই বোঝা যায় আসলে কি, সেই জন্য প্রথমে মনোযোগ দিয়ে পুরো প্রশ্ন পত্র পড়ে নেওয়ার প্রয়োজন।
৮) একই জিনিস একাধিকবার অনুশীলন প্রয়োজন।
৯) পরীক্ষা হলে সময় দেখে সকল প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন।

১০) প্রশ্ন বিচিত্রা বইয়ের সাহায্য নিয়ে আগেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেওয়া প্রয়োজন।
১১) পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাপ্ত নমুনা পত্র অনুশীলন করা উচিত।
১২) www.wbbse.gov.in এই ওয়েবসাইটে ২০২৩ সালের মাধ্যমিক রুটিন ডাউনলোড করে নিতে হবে, কোন সোশ্যাল মিডিয়াতে দেওয়া রুটিনে বিশ্বাস না করাই শ্রেয়।

১৩) সম্পূর্ণ সিলেবাস নিয়ে কোন রকমের সন্দেহ থাকলে www.school.banglarsiksha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে।
১৪) পরীক্ষার কিছুদিন আগে থেকে সম্পূর্ণ পড়াশুনার দিকে মন দিতে হবে। এইজন্য এই সাতটি দিনে বিষয় ভিত্তিক রুটিন বানিয়ে নিজেদের পড়াশুনা করা উচিত। ২১ তারিখ পর্যন্ত অন্যান্য বিষয়ে মননিবেশ করলেও, ২২ তারিখে সম্পূর্ণরূপে বাংলা বিষয় নিয়ে পড়াশুনা করবেন।

Madhyamik Exam 2023 এর রুটিন জেনে নিনঃ-
১. ২৩/০২/২০২৩ – বাংলা
২. ২৪/০২/২০২৩ – ইংরাজি
৩. ২৫/০২/২০২৩ – ভূগোল
৪. ২৮/০২/২০২৩ – জীবন বিজ্ঞান

৫. ০১/০৩/২০২৩ – ইতিহাস
৬. ০২/০৩/২০২৩ – গণিত
৭. ০৩/০৩/২০২৩ – ভৌত বিজ্ঞান
৮. ০৪/০৩/২০২৩ – ঐচ্ছিক বিষয়

এবারের মাধ্যমিক পরীক্ষা দিতে মানতে হবে এই 7 টি নিয়ম, পরীক্ষা দিতে যাওয়ার আগে জেনে নিন।

এই সামান্য কিছু টিপস ও নিয়ম মেনে চললে, আপনারা সকলেই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবেন। এছাড়াও সকল মাধ্যমিক ২০২৩ এর পরীক্ষার্থীদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং আমরা PB Tech News এর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করার সঙ্গে আজকের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button