Trending News

Today Gold Price – সোনার দাম কমায় গয়না কেনার সুবর্ণ সুযোগ। হাতছাড়া করলে আর পাবেন না।

কলকাতায় ফের কমলো সোনার দাম Today Gold Price) পাশাপাশি কমলো রূপোর দামও। সোনা কিংবা রুপো ক্রেতা ও বিক্রেতাদের জন্য এটি এক দারুণ সুখবর। আর মাত্র ৫ দিন। তারপরই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, পৌষ মাস পেরিয়ে মাঘ মাস শুরু হতে চলেছে। আর অগ্রহায়ণের পর মাঘ মাস মানেই বাংলায় চলে বিয়ের মরশুম। এই বিয়ের মরশুমে শাড়ির পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণে সোনার গয়না কিনে থাকে।

Today Gold Price Rate.

তবে বিগত বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি (Today Gold Price) পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেই। এরপর সোনার দাম অবশ্য কিছুটা কমলেও আজ ফের সামান্য বেড়েছে সোনার দাম। সোনার দামের (Today Gold Price) পাশাপাশি আজ বেড়েছে রুপোর দামও। আজ ১০ জানুয়ারি, বুধবার জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় সোনার রেট।

২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৬২৮০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬২৮০০ টাকা। ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার বাটের দাম (Today Gold Price) ১ গ্রামে ৬৩১০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৩১০০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম ১ গ্রামে ৬০০০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬০০০০ টাকা। ৯ জানুয়ারি, মঙ্গলবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় সোনার দামের (Today Gold Price) পরিবর্তনের পরিসংখ্যান।

গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৭৫০ টাকা। আজ পাকা সোনার বাটের দাম ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬২৮০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ৫০ টাকা।গতকাল খুচরো পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩০৫০ টাকা। আজ খুচরো পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৬৩১০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম (Today Gold Price) বেড়েছে ৫০ টাকা।

গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৫৯৯৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম (Today Gold Price) ২২ ক্যারেট ১০ গ্রামে ৬০০০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম বেড়েছে ৫০ টাকা। উল্লেখ্য, ৮ জানুয়ারি, সোমবার সোনার দাম (Today Gold Price) অপরিবর্তিত থাকলেও ৪ জানুয়ারি হলমার্ক সোনার দাম কমেছিল ৩০০ টাকা, ৫ জানুয়ারি হলমার্ক সোনার দাম কমেছিল ৪৫০ টাকা।

GST এবং TCS বাদে আজকে কলকাতায় রূপোর রেট রুপোর দাম প্রতি কেজি বাটে ৭২২০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭২৩০০ টাকা। ৯ জানুয়ারি, মঙ্গলবার অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় রূপোর দাম (Today Gold Price) পরিবর্তনের পরিসংখ্যান। মঙ্গলবার রূপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৭১৯০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৭২২০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রূপোর বাটের দাম বেড়েছে ৩০০ টাকা।

Gold Price Today (আজকের সোনার দাম)

শনিবার খুচরো রূপোর দাম (Today Gold Price) প্রতি কেজি বাটে ছিল ৭২২০০ টাকা। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজি বাটে ৭২৩০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে খুচরো রূপোর বাটের দাম বেড়েছে ৩০০ টাকা। উল্লেখ্য, গতকাল প্রতি কেজি রূপোর বাটের দাম কমেছিল ৪০০ টাকা। ৪ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ১০৫০ টাকা, ৫ জানুয়ারি রুপোর বাটের দাম কমেছিল ১৩০০ টাকা।

প্যান কার্ড থাকলে এই তথ্য আপনার জন্য। আগে জানলে ভোগান্তি কম হবে।

সবমিলিয়ে, নতুন বছরের শুরুতেই মাঘ মাস আসার আগেই কমছে সোনা ও রূপোর দাম। তাই আজ বুধবার সোনা কিংবা রুপোর বিক্রি ভালো হবে বলেই আশাবাদী বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও আগ্রহী স্বল্পদামে সোনা কিংবা রুপো কিনতে। বিয়ের মরশুম শুরুর আগে সকলে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা কিনে নিন এবং নিজের প্রিয়জনকে দিন।
Written by Sampriti Bose.

এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button