পড়াশোনা

WBBSE Madhyamik – মাধ্যমিক পরীক্ষা 2024 পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার তারিখ সহ একটি বিশেষ ঘোষণা করলো পর্ষদ।

২০২৩ সালের WBBSE Madhyamik বা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল আজ এবং এরই সঙ্গে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হল WBBSE (West Bengal Board Of Secondary Education) বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলির তরফে। ২০২৩ সালে ২৪ শে ফেব্রুয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত এবং মোট ৭ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী বছরেও এই সংখ্যা একই থাকবে বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে ২ রা ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি।

WBBSE Madhyamik 2024 Date Annouced.

এরই সঙ্গে সকল শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এইবারের মতোই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় (WBBSE Madhyamik) খুবই কড়া নিয়ম পালন কড়া হবে বলে মনে করছেন অনেকে। এই বারে ৮৬% এর বেশি পরীক্ষার্থীরা পাশ করেছেন এবং যেই সকল পরীক্ষার্থীরা কিছু নাম্বারের জন্য পাশ করতে পারেনি তাদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতির বার্তা আগামী বছরে সকলে ভালো ফল করার চেষ্টা করুন।

পূর্ব মেদিনীপুর এইবারে সবচেয়ে বেশি সংখ্যক ৯৬.৮১% পরীক্ষার্থীরা পাশ করেছে (WBBSE Madhyamik). এর পরে কালিম্পং ও কলকাতা আছে। ৭৬ দিনের মাথায় এই সকল ফল প্রকাশিত করা হল। এইবারে ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন একজনই। মোট মেধা তালিখায় ১১৮ জন জায়গা পেয়েছেন। ২০২৪ সালের মাধ্যমিকের বিস্তারিত রুটিন সম্পর্কে জেনে নিন।

WBBSE Madhyamik 2024 রুটিনঃ-
১) ০২/০২/২০২৪ – বাংলা (শুক্রবার)।
২) ০৩/০২/২০২৪ – ইংরেজি (শনিবার)।
৩) ০৫/০২/২০২৪ – ইতিহাস (সোমবার)।

৪) ০৬/০২/২০২৪ – ভূগোল (মঙ্গলবার)।
৫) ০৮/০২/২০২৪ – গণিত (বৃহস্পতিবার)।
৬) ০৯/০২/২০২৪ – জীবন বিজ্ঞান (শুক্রবার)।
৭) ১০/০২/২০২৪ – ভৌত বিজ্ঞান (শনিবার)।

৮) ১২/০২/২০২৪ – ঐচ্ছিক বিষয় (সোমবার)।
৯) পরীক্ষা চলাকালীন ৪, ৭ ও ১১ তারিখ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।
১০) কোন তারিখের পরিবর্তন হলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হবে।

WB Madhyamik Result 2023 – মাধ্যমিক রেজাল্ট 2023, নতুন সার্ভারে এক ক্লিকেই দেখে নিন।

WBBSE Madhyamik উত্তীর্ণ ও আগামী বছরে যেই সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে PB Tech News এর সকল সদস্যদের তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের কামনার মাধ্যমে আজকের এই আলোচনা শেষ করছি, ধন্যবাদ।

আপনি প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন? পুনরায় যাত্রা করার আগে এই 5 টি জরুরি নিয়ম জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button